128. ভারতীয় সময় (IST) গণনা করা হয়
(A) 82°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত
(B) দিল্লীতে অবস্থিত 80°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(C) কলকাতায় অবস্থিত 88°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(D) নাসিকে অবস্থিত 84°00' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(A) 82°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত
(A) 82°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত
(B) দিল্লীতে অবস্থিত 80°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(C) কলকাতায় অবস্থিত 88°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(D) নাসিকে অবস্থিত 84°00' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
Correct Answer
129. প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল
(A) হাইড্রোজেনের অনুপস্থিতি
(B) জলীয় বাস্পের অনুপস্থিতি
(C) নাইট্রোজেনের অনুপস্থিতি
(D) অক্সিজেনের অনুপস্থিতি
(D) অক্সিজেনের অনুপস্থিতি
(A) হাইড্রোজেনের অনুপস্থিতি
(B) জলীয় বাস্পের অনুপস্থিতি
(C) নাইট্রোজেনের অনুপস্থিতি
(D) অক্সিজেনের অনুপস্থিতি
Correct Answer
130. আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্র শিল্পীকে চিহ্নিত করুন
(A) ফারুক
(B) মুশকিন
(C) মনসুর
(D) মুকুন্দ
(C) মনসুর
(A) ফারুক
(B) মুশকিন
(C) মনসুর
(D) মুকুন্দ
Correct Answer
131. যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণদান করেন তবে তাকে বলে
(A) সামন্ততন্ত্র
(B) আধা- সামন্ততন্ত্র
(C) পুঁজিবাদী
(D) পুঁজিবাদী আবাদ
(B) আধা- সামন্ততন্ত্র
(A) সামন্ততন্ত্র
(B) আধা- সামন্ততন্ত্র
(C) পুঁজিবাদী
(D) পুঁজিবাদী আবাদ
Correct Answer
132. যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল
(A) রেগুর (Regur)
(B) ল্যাটারিটিক মৃত্তিকা
(C) রেগোলিথ
(D) রাঙামাটি
(A) রেগুর (Regur)
(A) রেগুর (Regur)
(B) ল্যাটারিটিক মৃত্তিকা
(C) রেগোলিথ
(D) রাঙামাটি
Correct Answer
133. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত ?
(A) কথামৃত
(B) কথামালা
(C) বর্তমান ভারত
(D) এ নেশন ইন মেকিং
(C) বর্তমান ভারত
(A) কথামৃত
(B) কথামালা
(C) বর্তমান ভারত
(D) এ নেশন ইন মেকিং
Correct Answer
134. ‘মস্তিস্ক ম্যালেরিয়া’ ঘটায়
(A) প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
(B) প্লাজমোডিয়াম ম্যালেরি
(C) প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
(D) উপরোক্ত কোনটিই নয়
(C) প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
(A) প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
(B) প্লাজমোডিয়াম ম্যালেরি
(C) প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
(D) উপরোক্ত কোনটিই নয়
Correct Answer
135. পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় ?
(A) 1773
(B) 1781
(C) 1784
(D) 1858
(C) 1784
(A) 1773
(B) 1781
(C) 1784
(D) 1858
Correct Answer
136. কোন ভাষায় water কে বলে black, black কে tree, tree কে blue, blue কে rain rain কে pink, pink কে Fish বলে তবে Colour of sky কে ঐ ভাষায় কি বলে ?
(A) Blue
(B) Fish
(C) Rain
(D) Pink
(C) Rain
(A) Blue
(B) Fish
(C) Rain
(D) Pink
Correct Answer
137. শিল্পের জন্য ঋণ দান করে থাকে
(A) IDBI
(B) IFCI
(C) SFC সমূহ
(D) উপরের সবগুলিই
(D) উপরের সবগুলিই
(A) IDBI
(B) IFCI
(C) SFC সমূহ
(D) উপরের সবগুলিই
Correct Answer
138. টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা Survey of India -র প্রধান অফিস হল
(A) মুসৌরীতে
(B) সিমলায়
(C) দেহরাদুনে
(D) নৈনীতালে
(C) দেহরাদুনে
(A) মুসৌরীতে
(B) সিমলায়
(C) দেহরাদুনে
(D) নৈনীতালে
Correct Answer
139. ‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন
(A) জি.জে.মেন্ডেল
(B) চার্লস ডারউইন
(C) টি এইচ মরগান
(D) উপরোক্ত কোনটিই নয়
(B) চার্লস ডারউইন
(A) জি.জে.মেন্ডেল
(B) চার্লস ডারউইন
(C) টি এইচ মরগান
(D) উপরোক্ত কোনটিই নয়
Correct Answer
140. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল ?
(A) 12 ই এপ্রিল, 1925
(B) 7 ই আগস্ট, 1942
(C) 12 ই মার্চ, 1930
(D) 14 ই মে, 1935
(C) 12 ই মার্চ, 1930
(A) 12 ই এপ্রিল, 1925
(B) 7 ই আগস্ট, 1942
(C) 12 ই মার্চ, 1930
(D) 14 ই মে, 1935
Correct Answer
141. 2001 Census এ মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে সৃষ্টি হয়েছে
(A) নর্মদা উপত্যকা এবং ছত্রিশগড়
(B) মধ্যপ্রদেশ এবং নর্মদা উপত্যকা
(C) মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়
(D) মধ্যপ্রদেশ এবং বিধর্ব
(C) মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়
(A) নর্মদা উপত্যকা এবং ছত্রিশগড়
(B) মধ্যপ্রদেশ এবং নর্মদা উপত্যকা
(C) মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়
(D) মধ্যপ্রদেশ এবং বিধর্ব
Correct Answer
142. একজন লোক হাঁটিয়া 3 km উত্তরে, বাম দিকে 2 km গেল, তার পরে সে আবার বাম দিকে 3 km গেল । তারপরে ডান দিকে সোজা হাঁটিলে সে কোন দিকে এখন ?
(A) পূর্ব
(B) পশ্চিম
(C) উত্তর
(D) দক্ষিণ
(B) পশ্চিম
(A) পূর্ব
(B) পশ্চিম
(C) উত্তর
(D) দক্ষিণ
Correct Answer
143. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
(A) পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
(B) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
(C) মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
(D) রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
(A) পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
(A) পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
(B) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
(C) মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
(D) রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
Correct Answer
144. মেন্ডেলীয় দ্বিশংকর জননের বহিরঙ্গের অনুপাত হল
(A) 9 : 3 : 3 : 1
(B) 1 : 1 : 1: 1
(C) 3 : 4 : 3 : 1
(D) 1 : 2 : 1 : 1
(A) 9 : 3 : 3 : 1
(A) 9 : 3 : 3 : 1
(B) 1 : 1 : 1: 1
(C) 3 : 4 : 3 : 1
(D) 1 : 2 : 1 : 1
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2015p8]