WBCS 2016 Previous Year Question Paper - Page 11

178. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

(A) মুর্শিদাবাদ
(B) নদিয়া
(C) মালদা
(D) পুরুলিয়া

Correct Answer
(B) নদিয়া
179. পার্লামেন্টে তাঁর সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না —

(A) ভারতীয় প্রধানমন্ত্রী
(B) লোকসভার অধ্যক্ষ
(C) ভারতের রাষ্ট্রপতি
(D) কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Correct Answer
(C) ভারতের রাষ্ট্রপতি
180. কোন আইটি কোম্পানি 2015 সালে ইন্টারনেট অফ থিংস (OIT) উদ্ভাবনের জন্য এজিস গ্রাহাম বেল পুরস্কার জিতেছে ?

(A) ইনফোসিস
(B) উইপ্রো
(C) টি সি এস
(D) অ্যাকসেঞ্চার

Correct Answer
(B) উইপ্রো
181. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?

(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্ণওয়ালিস
(C) লড ডালহৌসি
(D) জন শোর

Correct Answer
(A) লর্ড ওয়েলেসলি
182. "ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়— কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়" —কথাটি কে বলেছিলেন ?

(A) জহরলাল নেহেরু
(B) ডি বসু
(C) ডঃ আম্বেদকর
(D) রাজেন্দ্র প্রসাদ

Correct Answer
(B) ডি বসু
183. বস্ত্র ও MSME মন্ত্রালয়ের মধ্যে কোন শহরে একটি টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠার জন্য MOU স্বাক্ষরিত হয় ?

(A) জয়পুর
(B) পুনে
(C) কানপুর
(D) লখনউ

Correct Answer
(C) কানপুর
184. 'Drain of wealth' বইয়ের লেখক কে ?

(A) জওহরলাল নেহেরু
(B) দাদাভাই নওরোজি
(C) মহাত্মা গান্ধি
(D) রমেশচন্দ্র দত্ত

Correct Answer
(B) দাদাভাই নওরোজি
185. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?

(A) দার্জিলিং
(B) আলিপুরদুয়ার
(C) কোচবিহার
(D) উত্তর দিনাজপুর

Correct Answer
(A) দার্জিলিং
186. রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন ?

(A) সুকারচাকিয়া মিসল
(B) ভেঙ্গি মিসল
(C) কানহেয়া মিসল
(D) গোবিন্দ মিসল

Correct Answer
(A) সুকারচাকিয়া মিসল
187. কোন দুই ভারতীয় শহরকে প্রথমবার ইউনেস্কো -এর ক্রিয়েটিভ শহর নেটওয়ার্ক (UCCN) সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে ?

(A) কলকাতা ও মুম্বাই
(B) বেঙ্গালুরু ও জামসেদপুর
(C) বারাণসী ও জয়পুর
(D) ভোপাল ও ইম্ফল

Correct Answer
(C) বারাণসী ও জয়পুর
188. আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ?

(A) 40
(B) 47
(C) 50
(D) 57

Correct Answer
(B) 47
189. একটি ঘড়ি 1 ঘটিকায় একবার ঘণ্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘণ্টা বাজায়, ....... 12 ঘটিকায় 12 বার ঘণ্টা বাজায়, ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজাবে ?

(A) 78
(B) 264
(C) 312
(D) 144

Correct Answer
(C) 312
190. 11 জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত রকমভাবে নির্বাচন করা যায় ?

(A) 99
(B) 110
(C) 90
(D) 22

Correct Answer
(B) 110
191. (232)33 সংখ্যাটির একক স্থানে সংখ্যাটি হবে —

(A) 6
(B) 4
(C) 2
(D) 8

Correct Answer
(C) 2
192. 2015 সালে কাকে Mailer পুরস্কার দেওয়া হয় সারাজীবনের স্বাধীন ও সৃজনশীল অবদানের জন্য ?

(A) অমিতাভ ঘোষ
(B) ফরিদ জাকারিয়া
(C) ঝুম্পা লাহিড়ী
(D) সলমন রুশদি

Correct Answer
(D) সলমন রুশদি
193. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?

(A) রূপনারায়ণ
(B) সুবর্ণরেখা
(C) দামোদর
(D) কয়না

Correct Answer
(C) দামোদর
194. কোন গভর্নর-জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয়েছিল ?

(A) লড ডালহৌসি
(B) লর্ড কার্জন
(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(D) লর্ড কর্ণওয়ালিশ

Correct Answer
(D) লর্ড কর্ণওয়ালিশ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p11]