WBCS 2016 Previous Year Question Paper - Page 12

195. 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ?

(A) গোয়া
(B) সুরাট
(C) কালিকট
(D) মাদ্রাজ

Correct Answer
(B) সুরাট
196. কে 2015 সালে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশ্ব বিজ্ঞান একাদেমীর (TWAS) পুরস্কার জিতেছে ?

(A) জে এস চন্দ্রশেখর
(B) সন্দীপ ত্রিবেদী
(C) ইউ রামমূর্তি
(D) জগদীশ লাধা

Correct Answer
(C) ইউ রামমূর্তি
197. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?

(A) দিল্লি
(B) লাহোর
(C) পুনে
(D) সুরাট

Correct Answer
(B) লাহোর
198. এখনও পর্যন্ত কয়টি ফিন্যান্স কমিশন তাঁদের প্রতিবেদন দাখিল করেছেন ?

(A) 9 টি
(B) 10 টি
(C) 11 টি
(D) 12 টি

Correct Answer
(D) 12 টি
199. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?

(A) 1617
(B) 2145
(C) 2272
(D) 3300

Correct Answer
(C) 2272
200. কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?

(A) শাহজাহান
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) ঔরঙ্গজেব

Correct Answer
(C) জাহাঙ্গীর
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p12]