WBCS 2016 Previous Year Question Paper - Page 02

26. কোন রাজ্যে আপাতত FIFA-U-17 খেলা হবে বলে স্থির করা হয়েছে ?

(A) গোয়া
(B) মণিপুর
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

Correct Answer
(A) গোয়া
27. NIIT ডিসেম্বর, 2015 -তে কোন আইটি কোম্পানীর সাথে একটি শিক্ষামূলক অংশীদারিত্বে প্রবেশ করেছে ?

(A) এইচ পি
(B) ইনফোসিস
(C) উইপ্রো
(D) টি সি এস

Correct Answer
(A) এইচ পি
28. Astronomy বলতে নীচের কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায় ?

(A) চন্দ্র
(B) তারকা
(C) আকাশ
(D) সূর্য

Correct Answer
(B) তারকা
29. 3 টি গাড়ির গতিবেগের অনুপাত 2 : 3 : 4 । ওই 3 টি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত হলো —

(A) 2 : 3 : 4
(B) 4 : 3 : 6
(C) 3 : 4 : 6
(D) 6 : 4 : 3

Correct Answer
(D) 6 : 4 : 3
30. কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?

(A) নসক
(B) গাল্লাবকস
(C) জাবতি
(D) কানকুট

Correct Answer
(C) জাবতি
31. গত দুই বছরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী কোন রাজ্য / রাজ্যগুলিতে বনভূমির বৃদ্ধি ঘটেছে ?

(A) তামিলনাড়ু
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরালা
(D) একইসঙ্গে (A) এবং (C)

Correct Answer
(D) একইসঙ্গে (A) এবং (C)
32. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?

(A) দার্জিলিং পর্বতশ্রেণি
(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি
(C) জয়ন্তী পাহাড়
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি
33. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—

(A) 7
(B) 10
(C) 15
(D) 20

Correct Answer
(C) 15
34. অনুপের মাহিনা বরুণের থেকে 30% বেশি, বরুণের মাহিনা অনুপের থেকে শতকরা কত কম ?

(A) 26.12%
(B) 21.23%
(C) 23.07%
(D) 27.03%

Correct Answer
(C) 23.07%
35. কেন্দ্রীয় ক্যাবিনেট 9 ডিসেম্বর, 2015 -তে কোন বিলের জন্য ক্লিয়ারেন্স প্রদান করেছে ?

(A) রিয়েল এস্টেট (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) বিল
(B) রিয়েল এস্টেট উন্নয়ন বিল
(C) রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ বিল
(D) ওপরের কোনোটিই নয়

Correct Answer
(A) রিয়েল এস্টেট (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) বিল
36. 'তকাভি' বলতে কি বোঝায় ?

(A) কৃষক ঋণ
(B) এক ধরনের উর্বর জমি
(C) হিন্দুদের উপর আরোপিত কর
(D) অনুর্বর জমি

Correct Answer
(A) কৃষক ঋণ
37. নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?

(A) AFC
(B) TVA
(C) DDC
(D) কোনোটিই নয়

Correct Answer
(B) TVA
39. ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী 2014-15 সালে ভারতের আই টি, আই টি ই এস এবং বিপিও সেবায় ভারতের মোট রপ্তানি কতটা বৃদ্ধি পেয়েছে ?

(A) 14.8%
(B) 15.2%
(C) 14.2%
(D) 16.9%

Correct Answer
(A) 14.8%
40. নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ?

(A) ব্রাহ্মসমাজ
(B) আর্য সমাজ
(C) রামকৃষ্ণ মিশন
(D) উপরোক্ত সবকটি

Correct Answer
(D) উপরোক্ত সবকটি
41. মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল—

(A) উর্দু
(B) ফার্সি
(C) ফার্সি এবং আঞ্চলিক ভাষা
(D) তুর্কি

Correct Answer
(B) ফার্সি
42. ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?

(A) শতদ্রু
(B) গঙ্গা
(C) বিপাশা
(D) ইরাবতী

Correct Answer
(A) শতদ্রু
43. বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয় ?

(A) 15 জানুয়ারি
(B) 15 ফেব্রুয়ারি
(C) 15 মার্চ
(D) 15 এপ্রিল

Correct Answer
(C) 15 মার্চ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p2]