WBCS 2016 Previous Year Question Paper - Page 03

44. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় —

(A) 1950 সালে
(B) 1951 সালে
(C) 1952 সালে
(D) 1954 সালে

Correct Answer
(C) 1952 সালে
46. 'ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ -এর আত্মসমর্পণ— ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন ?

(A) সইফুদ্দিন কিচলু
(B) এম এন রায়
(C) সি. রাজাগোপালাচারী
(D) মৌলানা মহ: আলি

Correct Answer
(A) সইফুদ্দিন কিচলু
47. নীচের কোনটি রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ?

(A) ত্রিপুরা
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম

Correct Answer
(C) নাগাল্যান্ড
48. বর্তমানে নীতি আয়োগের উপ-চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ?

(A) জগদীশ ভগবতী
(B) টি এন শ্রীনিবাস
(C) অরবিন্দ পানাগরিয়া
(D) মন্টেক সিং আলুওয়ালিয়া

Correct Answer
(C) অরবিন্দ পানাগরিয়া
49. নিম্নলিখিত কোন ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন ?

(A) রাজা মান সিং
(B) টোডরমল
(C) তানসেন
(D) রাজা বীরবল

Correct Answer
(D) রাজা বীরবল
50. নীতি আয়োগ গঠিত হলো —

(A) কেন্দ্রীয় ক্যাবিনেট -এর সিদ্ধান্তের ফলে
(B) ভারতের সংবিধানের সংশোধনীর ফলে
(C) (A) এবং (B) দুটিই সত্য
(D) (A) এবং (B) কোনোটিই নয়

Correct Answer
(A) কেন্দ্রীয় ক্যাবিনেট -এর সিদ্ধান্তের ফলে
51. কিছু টাকা ব্যাঙ্কে সরল সুদে রাখা হল যা 4 বছরের সুদে-আসলে 1240 টাকা হলো এবং 10 বছরে সুদে-আসলে 1600 টাকা হলো । আসল নির্ণয় করো ।

(A) 1000 টাকা
(B) 800 টাকা
(C) 1950 টাকা
(D) 1100 টাকা

Correct Answer
(B) 800 টাকা
52. ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয় —

(A) হোমরুল আন্দোলন
(B) অসহযোগ আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) ভারতছাড়ো আন্দোলন

Correct Answer
(C) আইন অমান্য আন্দোলন
53. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?

(A) বিজাপুর
(B) গোলকুণ্ডা
(C) হাম্পি
(D) বরোদা

Correct Answer
(C) হাম্পি
54. 2015 সালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন ক্ষেত্রে ভারতের ও ইউনাইটেড কিংডমের মধ্যে সহযোগিতার লক্ষ্যে মৌ (MOU) স্বাক্ষর করে ?

(A) এনার্জি
(B) খনি
(C) মহাকাশ
(D) শিক্ষা

Correct Answer
(A) এনার্জি
55. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?

(A) এইচ এল ভি ডিরোজিও
(B) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) কেশবচন্দ্র সেন
(D) রাজা রামমোহন রায়

Correct Answer
(D) রাজা রামমোহন রায়
56. আদমসুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে —

(A) মহারাষ্ট্র
(B) গোয়া
(C) তামিলনাড়ু
(D) কেরালা

Correct Answer
(B) গোয়া
57. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল—

(A) 5%
(B) 10%
(C) 18%
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(C) 18%
58. গেল (ভারত) লিমিটেড নভেম্বর 2015 -এর শেষ সপ্তাহে পাইপ লাইন ব্যবহারের অধিকারের (ROU) জন্য কোন মহাকাশ প্রযুক্তি ভিত্তিক পোর্টালের ব্যবহারের সূচনা করে ?

(A) ভুবন গেল পোর্টাল
(B) জিও স্টোর পোর্টাল
(C) কে ও জে স্যাটেলাইট পোর্টাল
(D) ষ্টার ওয়ান সি-2 পোর্টাল

Correct Answer
(A) ভুবন গেল পোর্টাল
59. 696996676979669779667 -এর মধ্যে কতকগুলি 9, 6 এবং 7 -এর মধ্যে পড়ে চাপের চোটে পিষ্ট হবে ?

(A) 2
(B) 3
(C) 4
(D) 5

Correct Answer
(C) 4
60. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?

(A) বলবন
(B) রাজিয়া
(C) জালালউদ্দিন খলজী
(D) ফিরোজ তুঘলক

Correct Answer
(C) জালালউদ্দিন খলজী
61. আদমসুমারি 2011 অনুযায়ী নীচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?

(A) জম্মু এবং কাশ্মীর
(B) বিহার
(C) অরুণাচলপ্রদেশ
(D) মণিপুর

Correct Answer
(C) অরুণাচলপ্রদেশ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p3]