WBCS 2016 Previous Year Question Paper - Page 04

62. কেন্দ্রীয় সরকার বর্তমানে পারমাণবিক শক্তি (সংশোধন) বিল, 2015 -এর প্রস্তাব এনেছে যাতে দেশে দ্রুত নতুন পারমাণবিক প্রকল্প প্রতিষ্ঠা করা যায় ও বাস্তবে রূপ দেওয়া যায় । এই বিলে কোন বর্তমান বিলের সংশোধন চাওয়া হচ্ছে ?

(A) পারমাণবিক শক্তি আইন, 1962
(B) পারমাণবিক শক্তি আইন, 1963
(C) পারমাণবিক শক্তি আইন, 1964
(D) পারমাণবিক শক্তি আইন, 1965

Correct Answer
(A) পারমাণবিক শক্তি আইন, 1962
63. ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় —

(A) 1969-1971
(B) 1966-1969
(C) 1968-1970
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) 1966-1969
64. 4, 10, 22, 46 ........ সারির পরবর্তী পদটি হলো —

(A) 66
(B) 76
(C) 56
(D) 94

Correct Answer
(D) 94
65. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?

(A) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের
(B) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের
(C) মালাবার উপকূলে আরব বণিকগণের
(D) সুফি সন্ত এবং আরবী পর্যটকগণের

Correct Answer
(C) মালাবার উপকূলে আরব বণিকগণের
66. সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?

(A) নিরুপমা রাও
(B) রঞ্জন মাথাই
(C) অজিত দোভাল
(D) এস জয়শঙ্কর

Correct Answer
(D) এস জয়শঙ্কর
67. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো —

(A) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
(B) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
(C) মার্মাগাঁও ডক, মুম্বাই
(D) কোচিন শিপইয়ার্ড, কোচি

Correct Answer
(D) কোচিন শিপইয়ার্ড, কোচি
68. 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি ?

(A) বিহার
(B) মাদ্রাজ
(C) ওড়িশা
(D) পাঞ্জাব

Correct Answer
(D) পাঞ্জাব
69. ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনা কালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করেন ?

(A) ষষ্ঠ
(B) সপ্তম
(C) দশম
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(D) উপরের কোনটিই নয়
70. কম্পিটিটিভ এক্সক্লুশন (Competitive Exclusion) নীতি অনুযায়ী দুইটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না ?

(A) বায়োম (Biome)
(B) হ্যাবিট্যাট (Habitat)
(C) টেরিটরি (Territory)
(D) নিচ (Niche)

Correct Answer
(D) নিচ (Niche)
71. খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?

(A) পাল, চোল, পল্লব
(B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
(C) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট
(D) পাল, চোল, রাষ্ট্রকুট

Correct Answer
(B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
72. নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?

(A) ছোটনাগপুর মালভূমি
(B) খাসি পাহাড় (Kasi Hills)
(C) পূর্বঘাট পর্বত
(D) কচ্ছ (Kuch)

Correct Answer
(D) কচ্ছ (Kuch)
73. 17200 সংখ্যাটি 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে —

(A) 16
(B) 17
(C) 5
(D) 1

Correct Answer
(D) 1
74. ইনসুলিনের লক্ষ্য কলা হলো —

(A) লোহিত রক্ত কণিকা
(B) বৃক্ক কলা কোষ
(C) ক্ষুদ্রান্তের কলাকোষ
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(D) উপরের কোনোটিই নয়
75. 1942 -এর ভারতছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন ?

(A) লিনলিথগো
(B) উইলিংটন
(C) ওয়াভেল
(D) মিন্টো

Correct Answer
(A) লিনলিথগো
76. KOLKATA কে সাংকেতিকভাবে 11151211012001 লেখা হলে BENGAL কে কী লেখা হবে ?

(A) 020514070112
(B) 023014210311
(C) 031721250710
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) 020514070112
77. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?

(A) ধর্মপাল
(B) ধ্রুব
(C) দেব পাল
(D) বল্লাল সেন

Correct Answer
(A) ধর্মপাল
78. গ্রাব কিসের লার্ভা ?

(A) পতঙ্গ
(B) ক্রাসটেশিয়া (Crustacea)
(C) বীটল (Beetle)
(D) স্পঞ্জ

Correct Answer
(C) বীটল (Beetle)
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p4]