WBCS 2016 Previous Year Question Paper - Page 05

79. শিলং মালভূমি 'মেঘালয়' নামে পরিচিত । কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন ?

(A) ও এইচ কে স্পেট
(B) এস পি চ্যাটার্জী
(C) ডি এন ওয়াদিয়া
(D) আর এল সিং

Correct Answer
(B) এস পি চ্যাটার্জী
80. 1907 সালে 'স্যার কার্জন উইলিকে' কে হত্যা করেন ?

(A) বি এন দত্ত
(B) এম এল ধিংড়া
(C) সর্দার অজিত সিং
(D) এস সি চ্যাটার্জী

Correct Answer
(B) এম এল ধিংড়া
81. 2014-15 সালে ভারতের জাতীয় আয়ের কত শতাংশ স্থূল রাজস্ব ঘাটতি ?

(A) 6.9
(B) 5
(C) 3
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(D) উপরের কোনোটিই নয়
82. ডারউইন ও ওয়ালেশ দু'জনেই অনুপ্রাণিত হন কার লেখা "An Essay on the Principles of Population" বইটি পাঠ করে ?

(A) ইরাসমাস
(B) ম্যালথাস
(C) ভলটেরা
(D) ল্যামার্ক

Correct Answer
(B) ম্যালথাস
83. নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ?

(A) তহকিক-ই-হিন্দ
(B) শাহনামা
(C) তারিখ-ই-ফিরোজশাহী
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(C) তারিখ-ই-ফিরোজশাহী
84. একটি প্রশ্নপত্রে 100 টি 2 নম্বরের প্রশ্ন আছে । প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে । একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল । ছাত্রটি কটি প্রশ্নের উত্তর সঠিক করেছিল ?

(A) 70
(B) 60
(C) 80
(D) 75

Correct Answer
(B) 60
85. অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব) নদী দুটি হল —

(A) নর্মদা এবং তাপ্তী
(B) নর্মদা এবং মহানদী
(C) তাপ্তী এবং বেতোয়া
(D) তাপ্তী এবং শোন

Correct Answer
(B) নর্মদা এবং মহানদী
86. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

(A) কনজারভেটিভ পার্টি
(B) লেবার পার্টি
(C) লিবারাল পার্টি
(D) অফিসিয়াল পার্টি

Correct Answer
(B) লেবার পার্টি
87. যে পেশীকে ইচ্ছামত পরিচালনা করা যায়—

(A) সরেক ঐচ্ছিক
(B) সরেক অনৈছিক
(C) অরেক ঐচ্ছিক
(D) অরেক অনৈচ্ছিক

Correct Answer
(A) সরেক ঐচ্ছিক
88. কোন পর্বতশ্রেণির ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ?

(A) আরাবল্লী
(B) বিন্ধ্য
(C) পূর্বঘাট
(D) পশ্চিমঘাট

Correct Answer
(D) পশ্চিমঘাট
89. 2014-15 সালে ভারতে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি FDI পাওয়া গেছে ?

(A) ম্যানুফ্যাকচারিং
(B) ফিনান্সিয়াল সার্ভিসেস
(C) রিটেল ও হোলসেল ট্রেড
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(D) উপরের কোনোটিই নয়
90. A ও B -এর আয়ের অনুপাত 3 : 2 এবং 5 : 3 হলো তাদের ব্যয়ের অনুপাত । যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে B -এর আয় হলো—

(A) 3000 টাকা
(B) 4000 টাকা
(C) 6000 টাকা
(D) 800 টাকা

Correct Answer
(B) 4000 টাকা
91. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ?

(A) ডিমিট্রিয়াস
(B) প্রথম অ্যান্টিওকাস
(C) মিনান্দার
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(C) মিনান্দার
92. Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে তা হলো—

(A) আবরণী কলা
(B) যোগ কলা
(C) পেশী কলা
(D) স্নায়ু কলা

Correct Answer
(A) আবরণী কলা
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p5]