WBCS 2016 Previous Year Question Paper - Page 06

93. 'দি মোহামেডান-অ্যাংগলো-ওরিয়েন্টাল-ডিফেন্স এ্যাসোসিয়েশন' -এর শুরু করেছিলেন—

(A) স্যার সৈয়দ আহমদ খান
(B) টি বেক
(C) এ এস স্যামুয়েলসন
(D) এম এম মূলক

Correct Answer
(A) স্যার সৈয়দ আহমদ খান
94. এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করল— চিরহরিৎ অরণ্য, সাভানা, শুষ্ক পর্ণমোচী, পর্ণমোচী । তার উড়ানপথ হবে—

(A) কলকাতা থেকে দিল্লী
(B) মুম্বাই থেকে ভুবনেশ্বর
(C) ত্রিবান্দম থেকে দিল্লি
(D) দিল্লি থেকে মাদুরাই

Correct Answer
(C) ত্রিবান্দম থেকে দিল্লি
95. 2013-14 সালে ভারতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কোন দেশ দ্বিতীয় স্থানে ?

(A) ইউ এস এ
(B) জাপান
(C) মরিশাস
(D) ইউ এ ই

Correct Answer
(C) মরিশাস
96. নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ?

(A) মৃচ্ছকটিক
(B) দেবীচন্দ্রগুপ্ত
(C) মত্তবিলাস
(D) মুদ্রারাক্ষস

Correct Answer
(D) মুদ্রারাক্ষস
97. স্পিন্ডল তন্তু তৈরি হয়—

(A) Flagellin
(B) Tubulion
(C) Cellulose
(D) Chitin

Correct Answer
(B) Tubulion
98. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?

(A) ক্রান্তীয় মৌসুমী
(B) অর্ধশুষ্ক
(C) আদ্র
(D) শুষ্ক উপক্রান্তীয়

Correct Answer
(A) ক্রান্তীয় মৌসুমী
99. কোন ক্ষুদ্রতম সংখ্যা 1500 -এর সঙ্গে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

(A) 12
(B) 15
(C) 21
(D) 25

Correct Answer
(A) 12
100. Globule ( গ্লোবিউল ) ও Nucule ( নিকিউল ) পাওয়া যায় —

(A) Ocidoginium
(B) Rhizopus
(C) Calamites
(D) Chara

Correct Answer
(D) Chara
101. একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয় । যদি বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করা হয়, শতকরা কত লাভ হয় ?

(A) 30%
(B) 35%
(C) 40%
(D) 45%

Correct Answer
(C) 40%
102. উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি —

(A) খ্রিঃ পূঃ 600 অব্দে
(B) খ্রিঃ পূঃ 800 অব্দে
(C) খ্রিঃ পূঃ 1000 অব্দে
(D) খ্রিঃ পূঃ 1600-600 অব্দে

Correct Answer
(B) খ্রিঃ পূঃ 800 অব্দে
103. আর বি আই -এর 2014-15 -এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোনটি স্বল্পমেয়াদি অগ্রাধিকারের মধ্যে পড়ে না ?

(A) মুদ্রাস্ফীতি কমানো
(B) সরকার ও ব্যাঙ্কগুলির সাথে বিপর্যয় গ্রস্থ প্রজেক্টগুলি সম্বন্ধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
(C) নতুন ঋণ দান কে সমর্থন
(D) PSU গুলির ঋণ নিশ্চিত করা

Correct Answer
(D) PSU গুলির ঋণ নিশ্চিত করা
104. একটি অন্তপরজীবী (endobiotic) ছত্রাক হলো—

(A) Agaricus
(B) Morchella
(C) Synchytrium
(D) Polyporus

Correct Answer
(C) Synchytrium
105. 1911-1921 -এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল —

(A) +6.31%
(B) -1.77%
(C) +4.99%
(D) -2.91%

Correct Answer
(D) -2.91%
106. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত ?

(A) 5 : 4
(B) 25 : 16
(C) 6 : 7
(D) 9 : 13

Correct Answer
(B) 25 : 16
107. ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন ?

(A) মহাত্মা গান্ধি
(B) জহরলাল নেহেরু
(C) জে বি কৃপালনী
(D) সর্দার প্যাটেল

Correct Answer
(C) জে বি কৃপালনী
108. 'গাইনোবেসিক স্টাইল' (Gynobasic Style) পাওয়া যায়—

(A) Mawaceae তে
(B) Solaneceae তে
(C) Labiatae তে
(D) Orchidaceae তে

Correct Answer
(C) Labiatae তে
109. ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে ?

(A) 41 নং ধারা
(B) 42 নং ধারা
(C) 43 নং ধারা
(D) 44 নং ধারা

Correct Answer
(D) 44 নং ধারা
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p6]