WBCS 2016 Previous Year Question Paper - Page 07

110. ভারতের কোন রাজ্যে Tank irrigation -এর শতকরা হার সর্বাধিক ?

(A) তামিলনাড়ু
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরালা
(D) কর্ণাটক

Correct Answer
(A) তামিলনাড়ু
111. বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারণ হল—

(A) মায়া
(B) কাম
(C) তৃষ্ণা
(D) ক্রোধ

Correct Answer
(C) তৃষ্ণা
112. একটি পরিবারে A, B, C, D, E, F এই 6 জন সদস্য । A এবং B বিবাহিত দম্পতি । D, C -এর পুত্র, A, E এর বাবা এবং E, F এর নাতনি, F এর স্বামী মারা গেছেন এবং C, A এর ভাই । ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছেন ?

(A) 2
(B) 4
(C) 3
(D) 5

Correct Answer
(C) 3
113. 1921 -এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?

(A) আসাম
(B) কেরল
(C) পাঞ্জাব
(D) বাংলা

Correct Answer
(B) কেরল
114. একটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকর ঘটানো হলে F1 অপত্য জনুতে সব ফুল গোলাপী রং -এর হলো । এই ঘটনাকে বলা হবে —

(A) Pseudo dominance
(B) Dominance
(C) Epistasis
(D) Co-dominance

Correct Answer
(A) Pseudo dominance
115. ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে ?

(A) 40 নং ধারা
(B) 41 নং ধারা
(C) 42 নং ধারা
(D) 43 নং ধারা

Correct Answer
(A) 40 নং ধারা
116. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?

(A) আলেকজান্ডার কানিংহাম
(B) গর্ডন চাইল্ড
(C) মটিমার হুইলার
(D) জন মার্শাল

Correct Answer
(A) আলেকজান্ডার কানিংহাম
117. শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছেন —

(A) Isogons
(B) Isophenes
(C) Isodapanes
(D) Isotachs

Correct Answer
(C) Isodapanes
118. একটি হ্রস্বদিবা উদ্ভিদ -এর দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ 14 ঘন্টা । এই উদ্ভিদে ফুল ফুটবে যখন দিবা দীর্ঘ হবে —

(A) 15 ঘন্টা
(B) 18 ঘন্টা
(C) 12 ঘন্টা
(D) 16 ঘন্টা

Correct Answer
(C) 12 ঘন্টা
119. কে 'সোমপ্রকাশ' সংবাদপত্রটি শুরু করেন ?

(A) দয়ানন্দ সরস্বতী
(B) রাজা রামমোহন রায়
(C) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

Correct Answer
(C) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
120. স্বরাজদল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল ?

(A) 1923, 1926
(B) 1919, 1923
(C) 1920, 1926
(D) 1919, 1920

Correct Answer
(A) 1923, 1926
121. নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, কারণ —

(A) ইনসারজেন্সি (Insurgency)
(B) স্থানান্তর কৃষি
(C) নগরায়ন
(D) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি

Correct Answer
(B) স্থানান্তর কৃষি
122. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?

(A) কালিবঙ্গান
(B) লোথাল
(C) কোটডিজি
(D) রোপার

Correct Answer
(B) লোথাল
123. ক্লোরোফিলে কোন ধাতু আছে ?

(A) লোহা
(B) দস্তা
(C) অ্যালুমিনিয়াম
(D) ম্যাগনেশিয়াম

Correct Answer
(D) ম্যাগনেশিয়াম
124. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোন একটির জন্য ?

(A) 26 নং ধারা
(B) 27 নং ধারা
(C) 28 নং ধারা
(D) 29 নং ধারা

Correct Answer
(D) 29 নং ধারা
125. যদি CABLE -এর সংকেতলিপি হয় XZYOV তবে YZXP কার সম্ভাব্য সংকেতলিপি ?

(A) BABY
(B) BACK
(C) CELL
(D) BELL

Correct Answer
(B) BACK
126. একটি সারিতে 15 টি চেয়ার আছে । P -এর অবস্থান মাঝখানে । ডানদিক থেকে গোনা হলে Q এর অবস্থান 12 তম স্থানে । P এবং Q এর মাঝে কয়টি চেয়ার আছে ?

(A) 4
(B) 5
(C) 2
(D) 3

Correct Answer
(D) 3
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p7]