WBCS 2016 Previous Year Question Paper - Page 08

127. ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে —

(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) রাজস্থান
(D) গুজরাট

Correct Answer
(C) রাজস্থান
128. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ —

(A) ফাস্ফোভিনাইল ক্লোরাইড
(B) পলিভিনাইল কার্বনেট
(C) পলিভিনাইল ক্লোরাইড
(D) ফাস্ফো ভ্যানাডিয়াম ক্লোরাইড

Correct Answer
(C) পলিভিনাইল ক্লোরাইড
129. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?

(A) 25 নং ধারা
(B) 26 নং ধারা
(C) 27 নং ধারা
(D) 28 নং ধারা

Correct Answer
(D) 28 নং ধারা
130. অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন ?

(A) বিপিনচন্দ্র পাল
(B) গোখলে
(C) আর সি দত্ত
(D) এম এম মালব্য

Correct Answer
(C) আর সি দত্ত
131. ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে —

(A) মালাবার উপকূল
(B) কোঙ্কন উপকূল
(C) গুজরাট উপকূল
(D) করমন্ডল উপকূল

Correct Answer
(C) গুজরাট উপকূল
132. 2015 সালের জুলাই মাসে ভারত ও তাজিকিস্তান -এর মধ্যে যে Note Verbale বিনিময় হয় তাঁর বিষয় ছিল —

(A) সাংস্কৃতিক ক্ষেত্র
(B) তাজিকিস্তানের বিদ্যালয়গুলিকে কম্পিউটার ল্যাব তৈরি
(C) ভারতকে স্কিল উন্নয়নে সহায়তা দেওয়া
(D) ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে সহায়তা দান

Correct Answer
(B) তাজিকিস্তানের বিদ্যালয়গুলিকে কম্পিউটার ল্যাব তৈরি
133. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

(A) নাইট্রোজেন
(B) কার্বন ডাই-অক্সাইড
(C) হাইড্রোজেন
(D) নিয়ন

Correct Answer
(C) হাইড্রোজেন
134. পাঁচ অংক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো —

(A) 99866
(B) 99856
(C) 99846
(D) 99876

Correct Answer
(B) 99856
135. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে ?

(A) 24 নং ধারা
(B) 25 নং ধারা
(C) 26 নং ধারা
(D) 27 নং ধারা

Correct Answer
(C) 26 নং ধারা
136. নীচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?

(A) জাভাদি পর্বতমালা
(B) আনাইমালাই পর্বতমালা
(C) নীলগিরি পর্বতমালা
(D) শিভারয় পর্বতমালা

Correct Answer
(C) নীলগিরি পর্বতমালা
137. 16 ডিসেম্বর, 2015 দেয় মহামান্য সুপ্রিম কোর্টের রুলিং সম্বন্ধে কোনটি ঠিক নয় ?

(A) 2005 সালের পূর্বে রেজিস্ট্রিকৃত বাণিজ্যিক গাড়িগুলি আর দিল্লিতে প্রবেশ করতে পারবে না
(B) শুধুমাত্র সি এন জি পরিচালিত ট্যাক্সিগুলিই দিল্লিতে চলতে পারবে
(C) সকল সিভিক বডি ও দিল্লির রাজ্য সরকারকে বর্জ্য বহন করা বন্ধ করতে হবে
(D) দিল্লির জন্য মাল পরিবহনকারী ট্রাকগুলি 200% গ্রীণ সেস দিতে হবে (এখন যা দিতে হয় তার উপর)

Correct Answer
(D) দিল্লির জন্য মাল পরিবহনকারী ট্রাকগুলি 200% গ্রীণ সেস দিতে হবে (এখন যা দিতে হয় তার উপর)
138. ওজোন স্তরের ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?

(A) কার্বন মনোক্সাইড
(B) কার্বন ডাই-অক্সাইড
(C) ক্লোরোফ্লুয়োরো কার্বন
(D) মারকিউরিক অক্সাইড

Correct Answer
(C) ক্লোরোফ্লুয়োরো কার্বন
139. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ?

(A) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(B) লর্ড ওয়াভেল
(C) স্যার পেথিক লরেন্স
(D) এ ভি আলেকজান্ডার

Correct Answer
(A) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
140. A, B, C, D, E, F এই 6 জন ব্যক্তির মধ্যে 3 টি বিবাহিত দম্পতি আছে যাদের মধ্যে A, C, E হচ্ছে স্বামী । B, C, D পরস্পর সম্পর্কে ভাই বোন । B, A -এর স্ত্রী নয় তাহলে B এর স্বামী হবে —

(A) C
(B) A
(C) E
(D) F

Correct Answer
(C) E
141. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?

(A) 16 নং ধারা
(B) 17 নং ধারা
(C) 18 নং ধারা
(D) 19 নং ধারা

Correct Answer
(D) 19 নং ধারা
142. কে 'অনুশীলন সমিতি' সংগঠিত করেছিলেন ?

(A) যতীন দাশ
(B) বটুকেশ্বর দত্ত
(C) পি মিত্র
(D) অশ্বিনী কুমার দত্ত

Correct Answer
(C) পি মিত্র
143. 1984 -র ভোপাল গ্যাস দুর্ঘটনায় নীচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল ?

(A) মিথাইল আইসোসায়ানাইড
(B) মিথাইল আইসোসায়ানেট
(C) মিথাইল আইসোক্লোরাইড
(D) মিথাইল আইসোক্লোরেট

Correct Answer
(B) মিথাইল আইসোসায়ানেট
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2016p8]