WBCS 2017 Previous Year Question Paper - Page 02

26. পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো —

(A) তামা
(B) প্লাটিনাম
(C) লোহা
(D) সিসা

Correct Answer
(D) সিসা
27. কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় ?

(A) শ্রেণিসজ্জায়
(B) সমান্তরাল সজ্জায়
(C) শ্রেণীসজ্জায় বা সমান্তরাল সজ্জায়
(D) শ্রেণীসজ্জায় এবং সমান্তরাল সজ্জায়

Correct Answer
(B) সমান্তরাল সজ্জায়
28. 2022 -র কমনওয়েলথ গেমস যেখানে হওয়ার কথা আছে —

(A) কেপটাউন
(B) লন্ডন
(C) নয়াদিল্লি
(D) ডারবান

Correct Answer
(D) ডারবান
29. বিকাশ কৃষ্ণাণ -এর নাম যে খেলার সঙ্গে যুক্ত, সেটি হলো —

(A) শুটিং
(B) তীরন্দাজি
(C) বক্সিং
(D) সাঁতার

Correct Answer
(C) বক্সিং
30. নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ইউনাইটেড কিংডম
(C) কানাডা
(D) ফ্রান্স

Correct Answer
(C) কানাডা
31. রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল —

(A) কাছোয়া
(B) শিশোদিয়া
(C) সোলাঙ্কি
(D) পরামার

Correct Answer
(B) শিশোদিয়া
32. 'আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন —

(A) বদাউনি
(B) আবুল ফজল
(C) শেখ মুবারক
(D) ফৈজি

Correct Answer
(B) আবুল ফজল
33. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন —

(A) সিধো
(B) বিরসা
(C) বাপট
(D) কোরা মাল্লা

Correct Answer
(B) বিরসা
34. দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো—

(A) মিজোরাম
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ

Correct Answer
(D) অরুণাচল প্রদেশ
35. ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে ?

(A) মেঘালয়
(B) কেরালা
(C) রাজস্থান
(D) পশ্চিমবঙ্গ

Correct Answer
(C) রাজস্থান
36. ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে ?

(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

Correct Answer
(D) তামিলনাড়ু
37. মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় —

(A) 1980 সালে
(B) 1990 সালে
(C) 1995 সালে
(D) 2000 সালে

Correct Answer
(B) 1990 সালে
38. ভারতীয় অর্থনীতির সেবাক্ষেত্রে —

(A) GDP -র 34% এর বেশি উৎপাদিত হয়
(B) GDP -র 40% -এর বেশি উৎপাদিত হয়
(C) GDP -র 42% -এর বেশি উৎপাদিত হয়
(D) GDP -র 50% -এর বেশি উৎপাদিত হয়

Correct Answer
(D) GDP -র 50% -এর বেশি উৎপাদিত হয়
39. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

(A) হাওড়া ও দিল্লির মধ্যে
(B) বোম্বে ও থানের মধ্যে
(C) হাওড়া ও বোম্বের মধ্যে
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) বোম্বে ও থানের মধ্যে
40. 'লাল' বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ —

(A) রক্তের রং লাল
(B) বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
(C) লাল রং সহজলভ্য
(D) লাল রং চোখের ক্ষেত্রে সুখকর

Correct Answer
(B) বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
41. একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দু'টি অসমান বল প্রয়োগ করা হলো । এর ফলে বস্তুটির —

(A) কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে
(B) কেবলমাত্র রৈখিক গতি থাকবে
(C) বৃত্তাকার বা রৈখিক কোন গতিই থাকবে না
(D) বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে

Correct Answer
(D) বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে
42. পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ —

(A) গাজর
(B) আলু
(C) চিনে বাদাম
(D) শালগম

Correct Answer
(B) আলু
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p02]