WBCS 2017 Previous Year Question Paper - Page 03

43. ভোটদাতারা তার প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন প্রত্যাখ্যান করায় ইটালি-র প্রধানমন্ত্রী ডিসেম্বর 2016 -তে পদত্যাগ করেন, তিনি —

(A) মাট্রীয়ো রেনজি
(B) পাওলো জেন্টিলোনি
(C) সার্জিয়ো মাট্রারেলা
(D) এঁদের কেউ নন

Correct Answer
(A) মাট্রীয়ো রেনজি
44. চিনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন —

(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) প্রথম কুলোতঙ্গ

Correct Answer
(C) হর্ষবর্ধন
45. 2016 -র অস্কার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য লাভ করেন —

(A) কেট ব্লাঞ্চেট
(B) সার্লোট র‍্যাম্পলিং
(C) জেনিফার লরেন্স
(D) ব্রাই লার্সেন

Correct Answer
(D) ব্রাই লার্সেন
46. সিরিয়ার আলেপ্পো থেকে অসামরিক ব্যক্তিদের সরানোর তদারকি করার জন্য রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধায়ক নিয়োগ করার জন্য ডিসেম্বর 2016 -তে প্রস্তাব গ্রহণ করে—

(A) রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা
(B) রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
(C) রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারিয়েট
(D) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস

Correct Answer
(B) রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
47. 2016 -য় অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন —

(A) অলিভার হার্ট ও বেঙ্গট হলমস্ট্রম
(B) অ্যাঙ্গাস ডিয়েটন ও জিন টিরোলে
(C) প্যাট্রিক মডিয়ানা
(D) আর্থার বি ম্যাকডোনাল্ড

Correct Answer
(A) অলিভার হার্ট ও বেঙ্গট হলমস্ট্রম
48. বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে —

(A) রাষ্ট্রসংঘ
(B) এশিয়ার উন্নয়ন ব্যাঙ্ক
(C) বিশ্ব ব্যাঙ্ক
(D) বিশ্ব বাণিজ্য সংস্থা

Correct Answer
(C) বিশ্ব ব্যাঙ্ক
49. জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর -এর কম বয়সি জনসংখ্যার ভাগ হলো —

(A) 50 শতাংশ
(B) 55শতাংশ
(C) 60 শতাংশ
(D) 65 শতাংশ

Correct Answer
(D) 65 শতাংশ
50. ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় ?

(A) গম
(B) ধান
(C) তৈলবীজ
(D) ভুট্টা

Correct Answer
(A) গম
51. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

(A) 1883
(B) 1885
(C) 1891
(D) 1905

Correct Answer
(B) 1885
52. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

(A) উমেশচন্দ্র ব্যানার্জি
(B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(C) ফিরোজ শাহ মেহতা
(D) এ ও হিউম

Correct Answer
(A) উমেশচন্দ্র ব্যানার্জি
53. 'মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় ?

(A) 1907 সালে
(B) 1909 সালে
(C) 1911 সালে
(D) 1919 সালে

Correct Answer
(B) 1909 সালে
54. পাঁচ জন বালক বৃত্তের ন্যায় দন্ডায়মান । অজয় এবং টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁদিকে সলমান এবং সলমানের বাঁদিকে অজয় দন্ডায়মান । কে বাবলুর ডানদিকে দন্ডায়মান ?

(A) টম
(B) অজয়
(C) রহিম
(D) সলমান

Correct Answer
(A) টম
55. কোনটি আলাদা ?

(A) স্ট্রবেরি
(B) ব্ল্যাকবেরি
(C) গুজবেরি
(D) বেরিবেরি

Correct Answer
(D) বেরিবেরি
56. A -এর 40% -এর মান B -এর 60% -এর মান এক হলে, A : B হবে —

(A) 2 : 3
(B) 3 : 2
(C) 7 : 8
(D) 8 : 7

Correct Answer
(B) 3 : 2
57. স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে —

(A) 1972 সালে
(B) 1980 সালে
(C) 1985 সালে
(D) 1990 সালে

Correct Answer
(A) 1972 সালে
58. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?

(A) মহেঞ্জোদারো
(B) সুকতাজেনদোর
(C) কলিবঙ্গান
(D) লোথাল

Correct Answer
(C) কলিবঙ্গান
59. সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হল-এ চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সংগীত বাজানোর আদেশ দেয় ?

(A) ভারতের সুপ্রিম কোর্ট
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) লোকসভার স্পিকার

Correct Answer
(A) ভারতের সুপ্রিম কোর্ট
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p03]