WBCS 2017 Previous Year Question Paper - Page 04

60. 31 ডিসেম্বর, 2016 -তে অরূপ রাহা অবসর গ্রহণের পর ভারতের বায়ুসেনা প্রধানের দায়িত্বভার কে গ্রহণ করেছেন ?

(A) বীরন্দর সিং ধানোয়া
(B) অর্জুন সিং
(C) অনিল কুমার ব্রাউনে
(D) অনিল টিপনিস

Correct Answer
(A) বীরন্দর সিং ধানোয়া
61. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন —

(A) কৌটিল্য
(B) নচিকেতা
(C) চরক
(D) জীবক

Correct Answer
(D) জীবক
62. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি ছিলেন —

(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব

Correct Answer
(D) ঔরঙ্গজেব
63. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?

(A) সাঁওতাল
(B) চাকমা
(C) খাসি
(D) নীল

Correct Answer
(A) সাঁওতাল
64. মৌর্যশাসক, যিনি তাঁর আদেশলিপি গুলিতে 'প্রিয়দর্শী' নামের ব্যবহার করতেন —

(A) বিম্বিসার
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) বৃহদ্রথ

Correct Answer
(B) অশোক
65. একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যখন —

(A) Δ G = - ve
(B) Δ H = - ve
(C) Δ S = + ve
(D) Δ S = - ve

Correct Answer
(C) Δ S = + ve
66. জাতীয়তাবাদী সংগঠন 'পুনা সার্বজনীক সভা' প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো —

(A) 1870
(B) 1885
(C) 1890
(D) 1900

Correct Answer
(A) 1870
67. জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান —

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) সপ্তম
(D) অষ্টম

Correct Answer
(C) সপ্তম
68. ভারতের অকৃজাত আয়কর —

(A) কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়
(B) রাজ্য ধার্য করে
(C) কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়
(D) কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়

Correct Answer
(C) কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়
69. কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলেো —

(A) কার্পাস
(B) তৈলবীজ
(C) ইক্ষু বা আখ
(D) তামাক

Correct Answer
(A) কার্পাস
70. নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?

(A) চেন্নাই
(B) বিশাখাপত্তনম
(C) হলদিয়া
(D) নব তুতিকোরিন

Correct Answer
(B) বিশাখাপত্তনম
71. পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নিত হয়েছে ?

(A) কলকাতা
(B) পূর্ব মেদিনীপুর
(C) বর্ধমান
(D) উত্তর 24 পরগনা

Correct Answer
(A) কলকাতা
72. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ / খনন করা হয় না ?

(A) প্রাকৃতিক গ্যাস
(B) কর্দম
(C) বালি
(D) ভৌম জল

Correct Answer
(A) প্রাকৃতিক গ্যাস
73. পশ্চিমবঙ্গে 'রাঢ়' হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো —

(A) কোচবিহার
(B) নদীয়া
(C) পশ্চিম মেদিনীপুর
(D) দক্ষিণ 24 পরগনা

Correct Answer
(C) পশ্চিম মেদিনীপুর
74. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

(A) জুলাই, 1947
(B) জুন, 1946
(C) আগস্ট, 1947
(D) আগস্ট, 1946

Correct Answer
(A) জুলাই, 1947
75. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) মহম্মদ আলি জিন্না
(C) সৈয়দ আমীর আলী
(D) মহম্মদ শেখ আবদুল্লা

Correct Answer
(B) মহম্মদ আলি জিন্না
76. ফরওয়ার্ড ব্লক-এর প্রতিষ্ঠাতা ছিলেন —

(A) সুভাষচন্দ্র বসু
(B) রাসবিহারী বসু
(C) চিত্তরঞ্জন দাশ
(D) চক্রবর্তী রাজাগোপালাচারী

Correct Answer
(A) সুভাষচন্দ্র বসু
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p04]