WBCS 2017 Previous Year Question Paper - Page 05

77. কত সালে এবং কোথায় মুসলিম লিগ 'পাকিস্তান প্রস্তাব' গ্রহণ করেছিল ?

(A) 1929, লাহোর
(B) 1930, এলাহাবাদ
(C) 1940, লাহোর
(D) 1940, ঢাকা

Correct Answer
(C) 1940, লাহোর
78. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক -এর প্রতিষ্ঠার সালটি হলো —

(A) 1930
(B) 1935
(C) 1947
(D) 1951

Correct Answer
(B) 1935
79. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা —

(A) এক-স্তরীয়
(B) দুই-স্তরীয়
(C) তিন-স্তরীয়
(D) চার-স্তরীয়

Correct Answer
(C) তিন-স্তরীয়
80. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

(A) বিরোধী দলের নেতা
(B) রাষ্ট্রপতির মনোনীত সদস্য
(C) ভারতের উপরাষ্ট্রপতি
(D) উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য

Correct Answer
(C) ভারতের উপরাষ্ট্রপতি
81. পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় ?

(A) লোকসভার অনুমোদন
(B) অর্থমন্ত্রীর অনুমোদন
(C) রাজ্যসভার অনুমোদন
(D) এর কোনোটিই নয়

Correct Answer
(B) অর্থমন্ত্রীর অনুমোদন
82. 'রাজস্ব-দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004' -এর উদ্দেশ্য হলো—

(A) আয় ঘাটতি কমানো
(B) রাজস্ব ঘাটতি কমানো
(C) 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের GDP -এর 50% বেশি না রাখা
(D) উপরের সবগুলিই

Correct Answer
(D) উপরের সবগুলিই
83. সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় —

(A) শৈবাল
(B) ছত্রাক
(C) লাইকেন
(D) গুপ্তবীজী

Correct Answer
(B) ছত্রাক
84. RBr -কে RMgBr -এ রূপান্তর করতে লাগবে —

(A) Mg/dry ether/ N2-atmosphere
(B) Mg/moist ether/ N2-atmosphere
(C) Mg/ethanol / N2-atmosphere
(D) Mg/dry ether/ O2-atmosphere

Correct Answer
(A) Mg/dry ether/ N2-atmosphere
85. বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন —

(A) চার্লস ডারউইন
(B) গ্রেগর জোহান মেন্ডেল
(C) হারমান মুলার
(D) টি এইচ মরগ্যান

Correct Answer
(B) গ্রেগর জোহান মেন্ডেল
86. 'RADAR' এর অর্থ হলো —

(A) বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক
(B) প্রস্তুত সীমা পরিমাপক উন্নত যন্ত্র
(C) উড়োজাহাজের সীমা পরিমাপক সীমা নির্ণায়ক যন্ত্র
(D) প্রস্তুত উন্নত উড়োজাহাজ সীমা পরিমাপক

Correct Answer
(A) বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক
87. নভেম্বর 2016 -তে পাকিস্তানে কে সেনাপ্রধান নিযুক্ত হন ?

(A) রাহিল শরিফ
(B) কামার জাভেদ বাজওয়া
(C) জুবাইত হায়াত
(D) পারভেজ মুশারফ

Correct Answer
(B) কামার জাভেদ বাজওয়া
88. মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে —

(A) মহারাষ্ট্র ও গুজরাট
(B) তামিলনাড়ু ও কেরল
(C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ
(D) গুজরাট ও রাজস্থান

Correct Answer
(B) তামিলনাড়ু ও কেরল
89. 29/11/949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না ?

(A) মৌলিক অধিকার
(B) মৌলিক কর্তব্য
(C) রাষ্ট্রপতি শাসন
(D) জরুরি অবস্থা

Correct Answer
(B) মৌলিক কর্তব্য
90. আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?

(A) যৌথ তালিকা
(B) রাজ্য তালিকা
(C) কেন্দ্র তালিকা
(D) এর কোনোটিই নয়

Correct Answer
(B) রাজ্য তালিকা
91. এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 km পূর্ব দিকে যায়, তারপর বাঁদিকে ঘুরে 3 km হাঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে 8 km হাঁটে । যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে ?

(A) 5 km
(B) 4 km
(C) 6 km
(D) 3 km

Correct Answer
(D) 3 km
92. পচা মাছের জন্য, মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে । মাছের ক্রয়মূল্য 250 টাকা হলে, বিক্রয় মূল্য হবে —

(A) 225 টাকা
(B) 240 টাকা
(C) 235 টাকা
(D) 230 টাকা

Correct Answer
(A) 225 টাকা
93. নিম্নলিখিত Series -এর ষষ্ঠ পদটি হবে —

ab2+bc2+cd2+dc2+ ..........

(A) ef2
(B) f2e
(C) fg2
(D) g2f

Correct Answer
(C) fg2
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p05]