WBCS 2017 Previous Year Question Paper - Page 06

94. A যায় ভাই B -এর দেওয়া পার্টিতে, B -এর কন্যা C, C -এর ভাই D, D -এর সঙ্গে A -এর কী সম্পর্ক ?

(A) Maternal uncle
(B) Uncle
(C) কোনোও সম্পর্ক নেই
(D) Nephew

Correct Answer
(D) Nephew
95. একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে । লাল ও নীল বলের ওজনের অনুপাত 5 : 6 এবং নীল ও সবুজ বলের ওজনের অনুপাত 5 : 4 । নীল বলের ওজন 60 গ্রাম হলে, সবুজ বলের ওজন হবে —

(A) 48 গ্রাম
(B) 50 গ্রাম
(C) 40 গ্রাম
(D) 55 গ্রাম

Correct Answer
(A) 48 গ্রাম
96. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

(A) চৌরিচৌরা
(B) রাওলাট আইন
(C) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
(D) ডান্ডি মার্চ

Correct Answer
(A) চৌরিচৌরা
97. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

(A) দেওবন্দ স্কুল
(B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(C) পীর ফকির মজলিস
(D) খিলাফৎ কমিটি

Correct Answer
(B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
98. জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড কবে এবং কোথায় হয়েছিল ?

(A) 1906, অমৃতসর
(B) 1906, লাহোর
(C) 1919, করাচি
(D) 1919, অমৃতসর

Correct Answer
(D) 1919, অমৃতসর
99. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে ?

(A) সুভাষচন্দ্র বোস
(B) রাসবিহারী বসু
(C) শাহনওয়াজ খান
(D) ক্যাপ্টেন মোহন সিং

Correct Answer
(B) রাসবিহারী বসু
100. 'স্বরাজ আমাদের জন্মগত অধিকার' — উক্তিটি কার ?

(A) লালা লাজপত রায়
(B) অরবিন্দ ঘোষ
(C) নেতাজি সুভাষচন্দ্র বসু
(D) বালগঙ্গাধর তিলক

Correct Answer
(D) বালগঙ্গাধর তিলক
101. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —

(A) জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
(B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
(C) জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
(D) জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে

Correct Answer
(B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
102. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে —

(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) লোহিত বা লাল মৃত্তিকা
(C) কৃষ্ণ মৃত্তিকা
(D) পলি মৃত্তিকা

Correct Answer
(D) পলি মৃত্তিকা
103. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —

(A) কার্পাস বয়নশিল্প
(B) সার
(C) লৌহ-ইস্পাত
(D) অ্যালুমিনিয়াম

Correct Answer
(C) লৌহ-ইস্পাত
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p06]