94. A যায় ভাই B -এর দেওয়া পার্টিতে, B -এর কন্যা C, C -এর ভাই D, D -এর সঙ্গে A -এর কী সম্পর্ক ?
(A) Maternal uncle
(B) Uncle
(C) কোনোও সম্পর্ক নেই
(D) Nephew
(D) Nephew
(A) Maternal uncle
(B) Uncle
(C) কোনোও সম্পর্ক নেই
(D) Nephew
Correct Answer
95. একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে । লাল ও নীল বলের ওজনের অনুপাত 5 : 6 এবং নীল ও সবুজ বলের ওজনের অনুপাত 5 : 4 । নীল বলের ওজন 60 গ্রাম হলে, সবুজ বলের ওজন হবে —
(A) 48 গ্রাম
(B) 50 গ্রাম
(C) 40 গ্রাম
(D) 55 গ্রাম
(A) 48 গ্রাম
(A) 48 গ্রাম
(B) 50 গ্রাম
(C) 40 গ্রাম
(D) 55 গ্রাম
Correct Answer
96. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
(A) চৌরিচৌরা
(B) রাওলাট আইন
(C) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
(D) ডান্ডি মার্চ
(A) চৌরিচৌরা
(A) চৌরিচৌরা
(B) রাওলাট আইন
(C) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
(D) ডান্ডি মার্চ
Correct Answer
97. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —
(A) দেওবন্দ স্কুল
(B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(C) পীর ফকির মজলিস
(D) খিলাফৎ কমিটি
(B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(A) দেওবন্দ স্কুল
(B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(C) পীর ফকির মজলিস
(D) খিলাফৎ কমিটি
Correct Answer
98. জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড কবে এবং কোথায় হয়েছিল ?
(A) 1906, অমৃতসর
(B) 1906, লাহোর
(C) 1919, করাচি
(D) 1919, অমৃতসর
(D) 1919, অমৃতসর
(A) 1906, অমৃতসর
(B) 1906, লাহোর
(C) 1919, করাচি
(D) 1919, অমৃতসর
Correct Answer
99. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে ?
(A) সুভাষচন্দ্র বোস
(B) রাসবিহারী বসু
(C) শাহনওয়াজ খান
(D) ক্যাপ্টেন মোহন সিং
(B) রাসবিহারী বসু
(A) সুভাষচন্দ্র বোস
(B) রাসবিহারী বসু
(C) শাহনওয়াজ খান
(D) ক্যাপ্টেন মোহন সিং
Correct Answer
100. 'স্বরাজ আমাদের জন্মগত অধিকার' — উক্তিটি কার ?
(A) লালা লাজপত রায়
(B) অরবিন্দ ঘোষ
(C) নেতাজি সুভাষচন্দ্র বসু
(D) বালগঙ্গাধর তিলক
(D) বালগঙ্গাধর তিলক
(A) লালা লাজপত রায়
(B) অরবিন্দ ঘোষ
(C) নেতাজি সুভাষচন্দ্র বসু
(D) বালগঙ্গাধর তিলক
Correct Answer
101. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —
(A) জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
(B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
(C) জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
(D) জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে
(B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
(A) জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
(B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
(C) জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
(D) জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে
Correct Answer
102. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে —
(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) লোহিত বা লাল মৃত্তিকা
(C) কৃষ্ণ মৃত্তিকা
(D) পলি মৃত্তিকা
(D) পলি মৃত্তিকা
(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) লোহিত বা লাল মৃত্তিকা
(C) কৃষ্ণ মৃত্তিকা
(D) পলি মৃত্তিকা
Correct Answer
103. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —
(A) কার্পাস বয়নশিল্প
(B) সার
(C) লৌহ-ইস্পাত
(D) অ্যালুমিনিয়াম
(C) লৌহ-ইস্পাত
(A) কার্পাস বয়নশিল্প
(B) সার
(C) লৌহ-ইস্পাত
(D) অ্যালুমিনিয়াম
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p06]