WBCS 2017 Previous Year Question Paper - Page 07

104. এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো —

(A) মুম্বাই
(B) দিল্লি
(C) কলকাতা
(D) চেন্নাই

Correct Answer
(A) মুম্বাই
105. ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো —

(A) বেশি কাঁচা টাকার লেনদেন
(B) বেশি ব্যাঙ্ক লেনদেন
(C) বেশি দ্রব্য-বিনিময় লেনদেন
(D) বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন

Correct Answer
(C) বেশি দ্রব্য-বিনিময় লেনদেন
106. 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন' টি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় —

(A) 2006 সালে
(B) 2009 সালে
(C) 2014 সালে
(D) 2016 সালে

Correct Answer
(A) 2006 সালে
107. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

(A) 1907 সালে
(B) 1909 সালে
(C) 1911 সালে
(D) 1914 সালে

Correct Answer
(C) 1911 সালে
108. জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় ?

(A) 1907 সালে
(B) 1911 সালে
(C) 1916 সালে
(D) 1919 সালে

Correct Answer
(C) 1916 সালে
109. জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন -এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল ?

(A) পূর্ণ স্বরাজ
(B) ডমিনিয়ন স্ট্যাটাস
(C) ভারতছাড়ো
(D) এর কোনোটিই নয়

Correct Answer
(A) পূর্ণ স্বরাজ
110. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধি
(D) বি. আর. আম্বেদকর

Correct Answer
(C) মহাত্মা গান্ধি
111. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ । এখানে 'ঘাট' কথাটির অর্থ হলো —

(A) বন্দর
(B) সিঁড়ি
(C) বিচ্যুতি
(D) ফাঁক বা পথ

Correct Answer
(B) সিঁড়ি
112. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো —

(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) খুবই সীমিত বৃষ্টিপাত
(C) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন
(D) অদক্ষ জল ব্যবস্থাপনা

Correct Answer
(C) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন
113. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

(A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
(B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
(C) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন
(D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন

Correct Answer
(B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
114. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?

(A) জলপাইগুড়ি
(B) মালদা
(C) কলকাতা
(D) বর্ধমান

Correct Answer
(C) কলকাতা
115. 'টোটো' হল একপ্রকার আদিম আদিবাসী, যাঁদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো —

(A) অরুণাচলপ্রদেশ
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু

Correct Answer
(C) পশ্চিমবঙ্গ
116. জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে । বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে, কারণ —

(A) জলের পৃষ্ঠটান
(B) জলের সান্দ্রতা
(C) বুরুশের চুলগুলির স্থিতিস্থাপকতা
(D) বাতাস এবং জলের তাপমাত্রায় পার্থক্য

Correct Answer
(A) জলের পৃষ্ঠটান
117. জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ —

(A) এর আয়তনের 89 অংশ
(B) এর আয়তনের 910 অংশ
(C) এর আয়তনের 1011 অংশ
(D) এর আয়তনের 1112 অংশ

Correct Answer
(D) এর আয়তনের 1112 অংশ
118. ব্যাকটেরিওফাজ কি ?

(A) একটি ভাইরাস
(B) কৃত্তিম পুষ্টি মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াম
(C) রোগ সৃষ্টিকারী ছত্রাক
(D) ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া

Correct Answer
(A) একটি ভাইরাস
119. মিয়োসিস -এর সময় ক্রসিং ওভার হয় এই দশায় / উপদশায় —

(A) লেপ্টোটিন
(B) অ্যানাফেজ -1
(C) প্যাকিটিন
(D) ডায়াকাইনেসিস

Correct Answer
(C) প্যাকিটিন
120. রামমোহন রায়-কে 'রাজা' উপাধি প্রদান করেন মুঘল সম্রাট —

(A) জাহান্দার শাহ
(B) মহম্মদ শাহ
(C) দ্বিতীয় আকবর
(D) বাহাদুর শাহ জাফর

Correct Answer
(C) দ্বিতীয় আকবর
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p07]