WBCS 2017 Previous Year Question Paper - Page 08

121. 'রজমনামা' যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি ছিল —

(A) উপনিষদ
(B) রামায়ণ
(C) গীতা
(D) মহাভারত

Correct Answer
(D) মহাভারত
122. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন ?

(A) বাবর
(B) আকবর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব

Correct Answer
(A) বাবর
123. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন —

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ফিরোজ-শাহ-তুঘলক

Correct Answer
(C) মহম্মদ-বিন-তুঘলক
124. 'কাদম্বরী' -র রচয়িতা হলেন —

(A) হেমেন্দ্র
(B) কলহন
(C) ভবভূতি
(D) বাণভট্ট

Correct Answer
(D) বাণভট্ট
125. ভারতের রেপো হার ঘোষণা করেন —

(A) ভারত সরকারের অর্থদপ্তর
(B) ভারতের প্রধানমন্ত্রী
(C) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
(D) ভারতের রাষ্ট্রপতি

Correct Answer
(C) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
126. ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে ?

(A) 274 ও 275 ধারা
(B) 275 ও 296 ধারা
(C) 275 ও 285 ধারা
(D) 275 ও 282 ধারা

Correct Answer
(D) 275 ও 282 ধারা
127. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

(A) ভারত সভা
(B) মুসলিম লিগ
(C) বেঙ্গল জমিদার লিগ
(D) ভারতের কমিউনিস্ট পার্টি

Correct Answer
(B) মুসলিম লিগ
128. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

(A) উইলিয়াম বেন্টিঙ্ক
(B) লর্ড কর্নওয়ালিস
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড ডালহৌসি

Correct Answer
(C) লর্ড ক্যানিং
129. একটি সারিতে পাঁচটি বালক বসেছে, পীযুষ ও পরেশের মাঝখানে কাজল এবং রনি ও পীযুষের মাঝে গোগোল বসেছে । কে গোগোলের একেবারে দক্ষিণপ্রান্তে বসেছে ?

(A) পরেশ
(B) পীযূষ
(C) রনি
(D) কাজল

Correct Answer
(A) পরেশ
130. বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4 : 5, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত হলে, বাস ও ট্রেন ভাড়ার নতুন অনুপাত হবে —

(A) 15 : 11
(B) 7 : 13
(C) 11 : 15
(D) 5 : 9

Correct Answer
(C) 11 : 15
131. a÷b -এর মানে a -এর সঙ্গে b -এর যোগ এবং axb -এর মানে b দ্বারা a কে ভাগ হলে, (14÷7)÷(14x7) -এর মান হবে —

(A) মান নেই
(B) 1
(C) 23
(D) 7

Correct Answer
(C) 23
132. MASON কে সাংকেতিক ভাবে NBTPO লেখা হলে, WORLD -কে লেখা হবে —

(A) XPSME
(B) PSMEX
(C) SMEXP
(D) EXPSM

Correct Answer
(A) XPSME
133. a * b = ab + b - a হলে c -এর মান কত হলে c * (2 * 5) = 97 ?

(A) 8
(B) 7
(C) 3
(D) 91

Correct Answer
(B) 7
134. 120 মিটার লম্বা রেলের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে, ট্রেনটি তাঁকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করল, ট্রেনটির দৈর্ঘ্য হবে —

(A) 50 মিটার
(B) 60 মিটার
(C) 100 মিটার
(D) 55 মিটার

Correct Answer
(B) 60 মিটার
135. কোনও একটি জেলায় লোকসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায় । বর্তমান লোকসংখ্যা 94000 হলে, দু'বছর আগে লোকসংখ্যা ছিল —

(A) 475000
(B) 500000
(C) 525000
(D) 600000

Correct Answer
(B) 500000
136. নভেম্বর 2016 -তে কোন দেশে মাটির নীচ থেকে খুঁড়ে পাওয়া যায় এমন এক হারানো শহর যা 7000 বছরেরও বেশি প্রাচীন ?

(A) ইজরাইল
(B) প্যালেস্টাইন
(C) ইজিপ্ট (মিশর)
(D) সিরিয়া

Correct Answer
(C) ইজিপ্ট (মিশর)
137. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?

(A) বিম্বিসার
(B) অজাতশত্রু
(C) মহাপদ্ম নন্দ
(D) চন্দ্রগুপ্ত মৌর্য

Correct Answer
(A) বিম্বিসার
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p08]