WBCS 2017 Previous Year Question Paper - Page 09

138. 'সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন —

(A) আকবর
(B) ঔরঙ্গজেব
(C) জাহান্দার শাহ
(D) মহম্মদ শাহ

Correct Answer
(A) আকবর
139. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —

(A) তেগ বাহাদুর
(B) নানক
(C) গোবিন্দ সিংহ
(D) অর্জুন দেব

Correct Answer
(A) তেগ বাহাদুর
140. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?

(A) সুমিত সরকার
(B) যদুনাথ সরকার
(C) সুশোভন চন্দ্র সরকার
(D) এস গোপাল

Correct Answer
(B) যদুনাথ সরকার
141. ভারতের বিজ্ঞান কংগ্রেসের 103 -তম অধিবেশন 2016 -তে যেখানে অনুষ্ঠিত হয় —

(A) মহীশূর
(B) নয়াদিল্লি
(C) জয়পুর
(D) শ্রীনগর

Correct Answer
(A) মহীশূর
142. জর্জি ইয়ো, যিনি সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে পদত্যাগ করেন, তিনি অতীতে যে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন —

(A) অস্ট্রেলিয়া
(B) কোরিয়া
(C) ভিয়েতনাম
(D) সিঙ্গাপুর

Correct Answer
(D) সিঙ্গাপুর
143. 2015 -র ইউএনএইচসিআর -এর ন্যানসন উদ্বাস্তু পুরস্কার প্রাপক —

(A) মালালা ইউসুফজাই
(B) আসিম আলি
(C) আকিলা আসিফি
(D) কালাম আজাদ

Correct Answer
(C) আকিলা আসিফি
144. নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?

(A) গ্লাইকোলিসিস
(B) সন্ধান
(C) সাইট্রিক অ্যাসিড চক্র
(D) ইলেকট্রন পরিবহন

Correct Answer
(D) ইলেকট্রন পরিবহন
146. সবচেয়ে শক্তিশালী electropositive মৌলটি হল —

(A) Cs
(B) Li
(C) Mg
(D) k

Correct Answer
(A) Cs
147. প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট (vascular) উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল —

(A) প্রোটোস্টিলি
(B) সাইফোনোস্টিলি
(C) ডিক্টিওস্টিলি
(D) অ্যাটাক্টোস্টিলি

Correct Answer
(A) প্রোটোস্টিলি
148. SF4 অণুর গঠন হল —

(A) বর্গক্ষেত্র প্ল্যানার
(B) চতুস্তল
(C) অষ্টতলকীয়
(D) ঢেঁকিকল

Correct Answer
(D) ঢেঁকিকল
149. পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো —

(A) কাবেরী
(B) পেন্নার
(C) কৃষ্ণ
(D) গোদাবরী

Correct Answer
(A) কাবেরী
150. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

(A) সুর্মা উপত্যকা
(B) দিগবয়
(C) রুদ্রসাগর
(D) নাহোরকাটিয়া

Correct Answer
(B) দিগবয়
151. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —

(A) উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) লোকসভার অধ্যক্ষ

Correct Answer
(B) ভারতের রাষ্ট্রপতি
152. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' -এর ডাক দিয়েছিলেন ?

(A) খিলাফৎ আন্দোলন
(B) নৌ বিদ্রোহ
(C) ভারত ছাড়ো আন্দোলন
(D) দলিত-হরিজন আন্দোলন

Correct Answer
(C) ভারত ছাড়ো আন্দোলন
153. কোন সালে কার নেতৃত্বে 'চট্টগ্রাম অস্ত্রাগার' লুণ্ঠিত হয় ?

(A) 1930, সূর্য সেন
(B) 1929, বটুকেশ্বর দত্ত
(C) 1920, শচীন্দ্রনাথ সান্যাল
(D) 1930, রামপ্রসাদ বিসমিল

Correct Answer
(A) 1930, সূর্য সেন
154. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?

(A) 1885 - 1895
(B) 1885 - 1905
(C) 1905 - 1915
(D) 1895 - 1925

Correct Answer
(B) 1885 - 1905
155. ভারতে কর্মরত জনসংখ্যার 50% এরও বেশি নির্ভর করে —

(A) প্রাথমিক ক্ষেত্রের উপর
(B) সরকারি ক্ষেত্রের উপর
(C) তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর
(D) শিল্পক্ষেত্রের উপর

Correct Answer
(A) প্রাথমিক ক্ষেত্রের উপর
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p09]