138. 'সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন —
(A) আকবর
(B) ঔরঙ্গজেব
(C) জাহান্দার শাহ
(D) মহম্মদ শাহ
(A) আকবর
(A) আকবর
(B) ঔরঙ্গজেব
(C) জাহান্দার শাহ
(D) মহম্মদ শাহ
Correct Answer
139. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —
(A) তেগ বাহাদুর
(B) নানক
(C) গোবিন্দ সিংহ
(D) অর্জুন দেব
(A) তেগ বাহাদুর
(A) তেগ বাহাদুর
(B) নানক
(C) গোবিন্দ সিংহ
(D) অর্জুন দেব
Correct Answer
140. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?
(A) সুমিত সরকার
(B) যদুনাথ সরকার
(C) সুশোভন চন্দ্র সরকার
(D) এস গোপাল
(B) যদুনাথ সরকার
(A) সুমিত সরকার
(B) যদুনাথ সরকার
(C) সুশোভন চন্দ্র সরকার
(D) এস গোপাল
Correct Answer
141. ভারতের বিজ্ঞান কংগ্রেসের 103 -তম অধিবেশন 2016 -তে যেখানে অনুষ্ঠিত হয় —
(A) মহীশূর
(B) নয়াদিল্লি
(C) জয়পুর
(D) শ্রীনগর
(A) মহীশূর
(A) মহীশূর
(B) নয়াদিল্লি
(C) জয়পুর
(D) শ্রীনগর
Correct Answer
142. জর্জি ইয়ো, যিনি সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে পদত্যাগ করেন, তিনি অতীতে যে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন —
(A) অস্ট্রেলিয়া
(B) কোরিয়া
(C) ভিয়েতনাম
(D) সিঙ্গাপুর
(D) সিঙ্গাপুর
(A) অস্ট্রেলিয়া
(B) কোরিয়া
(C) ভিয়েতনাম
(D) সিঙ্গাপুর
Correct Answer
143. 2015 -র ইউএনএইচসিআর -এর ন্যানসন উদ্বাস্তু পুরস্কার প্রাপক —
(A) মালালা ইউসুফজাই
(B) আসিম আলি
(C) আকিলা আসিফি
(D) কালাম আজাদ
(C) আকিলা আসিফি
(A) মালালা ইউসুফজাই
(B) আসিম আলি
(C) আকিলা আসিফি
(D) কালাম আজাদ
Correct Answer
144. নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
(A) গ্লাইকোলিসিস
(B) সন্ধান
(C) সাইট্রিক অ্যাসিড চক্র
(D) ইলেকট্রন পরিবহন
(D) ইলেকট্রন পরিবহন
(A) গ্লাইকোলিসিস
(B) সন্ধান
(C) সাইট্রিক অ্যাসিড চক্র
(D) ইলেকট্রন পরিবহন
Correct Answer
146. সবচেয়ে শক্তিশালী electropositive মৌলটি হল —
(A) Cs
(B) Li
(C) Mg
(D) k
(A) Cs
(A) Cs
(B) Li
(C) Mg
(D) k
Correct Answer
147. প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট (vascular) উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল —
(A) প্রোটোস্টিলি
(B) সাইফোনোস্টিলি
(C) ডিক্টিওস্টিলি
(D) অ্যাটাক্টোস্টিলি
(A) প্রোটোস্টিলি
(A) প্রোটোস্টিলি
(B) সাইফোনোস্টিলি
(C) ডিক্টিওস্টিলি
(D) অ্যাটাক্টোস্টিলি
Correct Answer
148. SF4 অণুর গঠন হল —
(A) বর্গক্ষেত্র প্ল্যানার
(B) চতুস্তল
(C) অষ্টতলকীয়
(D) ঢেঁকিকল
(D) ঢেঁকিকল
(A) বর্গক্ষেত্র প্ল্যানার
(B) চতুস্তল
(C) অষ্টতলকীয়
(D) ঢেঁকিকল
Correct Answer
149. পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো —
(A) কাবেরী
(B) পেন্নার
(C) কৃষ্ণ
(D) গোদাবরী
(A) কাবেরী
(A) কাবেরী
(B) পেন্নার
(C) কৃষ্ণ
(D) গোদাবরী
Correct Answer
150. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —
(A) সুর্মা উপত্যকা
(B) দিগবয়
(C) রুদ্রসাগর
(D) নাহোরকাটিয়া
(B) দিগবয়
(A) সুর্মা উপত্যকা
(B) দিগবয়
(C) রুদ্রসাগর
(D) নাহোরকাটিয়া
Correct Answer
151. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —
(A) উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) লোকসভার অধ্যক্ষ
(B) ভারতের রাষ্ট্রপতি
(A) উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) লোকসভার অধ্যক্ষ
Correct Answer
152. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' -এর ডাক দিয়েছিলেন ?
(A) খিলাফৎ আন্দোলন
(B) নৌ বিদ্রোহ
(C) ভারত ছাড়ো আন্দোলন
(D) দলিত-হরিজন আন্দোলন
(C) ভারত ছাড়ো আন্দোলন
(A) খিলাফৎ আন্দোলন
(B) নৌ বিদ্রোহ
(C) ভারত ছাড়ো আন্দোলন
(D) দলিত-হরিজন আন্দোলন
Correct Answer
153. কোন সালে কার নেতৃত্বে 'চট্টগ্রাম অস্ত্রাগার' লুণ্ঠিত হয় ?
(A) 1930, সূর্য সেন
(B) 1929, বটুকেশ্বর দত্ত
(C) 1920, শচীন্দ্রনাথ সান্যাল
(D) 1930, রামপ্রসাদ বিসমিল
(A) 1930, সূর্য সেন
(A) 1930, সূর্য সেন
(B) 1929, বটুকেশ্বর দত্ত
(C) 1920, শচীন্দ্রনাথ সান্যাল
(D) 1930, রামপ্রসাদ বিসমিল
Correct Answer
154. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?
(A) 1885 - 1895
(B) 1885 - 1905
(C) 1905 - 1915
(D) 1895 - 1925
(B) 1885 - 1905
(A) 1885 - 1895
(B) 1885 - 1905
(C) 1905 - 1915
(D) 1895 - 1925
Correct Answer
155. ভারতে কর্মরত জনসংখ্যার 50% এরও বেশি নির্ভর করে —
(A) প্রাথমিক ক্ষেত্রের উপর
(B) সরকারি ক্ষেত্রের উপর
(C) তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর
(D) শিল্পক্ষেত্রের উপর
(A) প্রাথমিক ক্ষেত্রের উপর
(A) প্রাথমিক ক্ষেত্রের উপর
(B) সরকারি ক্ষেত্রের উপর
(C) তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর
(D) শিল্পক্ষেত্রের উপর
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p09]