WBCS 2017 Previous Year Question Paper - Page 11

173. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

(A) বি. জি. তিলক
(B) এন এম লোখান্ডি
(C) এম. কে গান্ধি
(D) বি. আর. আম্বেদকর

Correct Answer
(C) এম. কে গান্ধি
174. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে, সেটি ছিল—

(A) অযোধ্যা
(B) কাশ্মীর
(C) ত্রিবাঙ্কুর
(D) মহীশূর

Correct Answer
(C) ত্রিবাঙ্কুর
175. যে ভাইসরয় তিব্বতে ইয়ংহাসব্যান্ড মিশন পাঠান, তিনি হলেন —

(A) রিপন
(B) লিটন
(C) মেয়ো
(D) কার্জন

Correct Answer
(C) মেয়ো
176. 1nm -এর সমান হলো—

(A) 10Å
(B) 100Å
(C) 10µm
(D) .01mm

Correct Answer
(A) 10Å
177. ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয় —

(A) সেপ্টেম্বর 12 -এ
(B) সেপ্টেম্বর 14 -এ
(C) সেপ্টেম্বর 16 -এ
(D) সেপ্টেম্বর 20 -এ

Correct Answer
(C) সেপ্টেম্বর 16 -এ
178. ,অষ্টদিগ্গজ' গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন —

(A) প্রথম দেবরায়
(B) দ্বিতীয় দেবরায়
(C) বীর নরসিংহ
(D) কৃষ্ণদেব রায়

Correct Answer
(D) কৃষ্ণদেব রায়
179. হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার 2016 -র প্রাপক হলেন —

(A) বিশ্বনাথন আনন্দ
(B) বিষ্ণু প্রসন্ন
(C) দেবাশীষ দাস
(D) এস এল নারায়ণন

Correct Answer
(A) বিশ্বনাথন আনন্দ
180. 'অ্যান এরা অফ ডার্কনেস : দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে ?

(A) অম্রিশ ত্রিপাঠি
(B) হামিদ আনসারি
(C) শশী থারুর
(D) রমেশ দত্ত

Correct Answer
(C) শশী থারুর
181. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

(A) হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
(B) সোলোর তত্ত্ব নির্ভর
(C) মহলানবীশ তত্ত্ব নির্ভর
(D) মহাত্মা গান্ধির দর্শন নির্ভর

Correct Answer
(C) মহলানবীশ তত্ত্ব নির্ভর
182. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —

(A) ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
(B) পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
(C) ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
(D) পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা

Correct Answer
(A) ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
183. 'অর্থনৈতিক সংস্কার' ভারতে কোন সালে অনুসৃত হয় ?

(A) 1889
(B) 1990
(C) 1991
(D) 1992

Correct Answer
(C) 1991
184. নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?

(A) আসাম
(B) পশ্চিমবঙ্গ
(C) ওড়িশা
(D) অন্ধ্রপ্রদেশ

Correct Answer
(B) পশ্চিমবঙ্গ
185. বিশ্ব ব্যাঙ্ক -এর কেন্দ্রীয় দপ্তর অবস্থিত যেখানে —

(A) নিউইয়র্ক
(B) ওয়াশিংটন ডি সি
(C) ভিয়েনা
(D) ব্রাসেলস

Correct Answer
(B) ওয়াশিংটন ডি সি
186. 'টাইমস নাও' সংবাদ চ্যানেলের এডিটর-ইন-চিফ পদ থেকে নভেম্বর 2016 -তে কে পদত্যাগ করেন ?

(A) অর্ণব গোস্বামী
(B) রাজদীপ সরদেশাই
(C) বর্খা দত্ত
(D) সাগরিকা ঘোষ

Correct Answer
(A) অর্ণব গোস্বামী
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p11]