WBCS 2017 Previous Year Question Paper - Page 12

187. একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হলো —

(A) টালপা
(B) একিডনা
(C) টেরোপাস
(D) লেমুর

Correct Answer
(B) একিডনা
188. 2016 -র জি-20 শীর্ষ সম্মেলন যে দেশে অনুষ্ঠিত হয় —

(A) চিন
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) কানাডা
(D) ফ্রান্স

Correct Answer
(A) চিন
189. CH3 ≡ CCH -কে CH3CH=CH2 -এ রূপান্তর করতে লাগবে —

(A) Lindlar caralyst
(B) H2/Pd
(C) NaBH4
(D) LiA1H4

Correct Answer
(A) Lindlar caralyst
190. 1992 সালে SEBI -কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় —

(A) চক্রবর্তী কমিশনের প্রস্তাব অনুযায়ী
(B) চেল্লাইয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী
(C) তেন্ডুলকার কমিশনের প্রস্তাব অনুযায়ী
(D) নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী.

Correct Answer
(D) নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী.
191. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?

(A) ক্রিপস মিশন
(B) ক্যাবিনেট মিশন
(C) সাইমন কমিশন
(D) হান্টার কমিশন

Correct Answer
(B) ক্যাবিনেট মিশন
192. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় ?

(A) মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
(B) জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
(C) হিন্দু মহাসভা (3 জুন, 1942)
(D) ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)

Correct Answer
(A) মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
193. a ⊕ b = a এবং b -এর ল.সা.গু এবং a ⊗ b = a এবং b -এর গ.সা.গু হলে, (12 ⊗ 16) ⊗ (24 ⊗ 36) -এর মান হবে —

(A) 4
(B) 2
(C) 12
(D) 16

Correct Answer
(C) 12
194. মনিপুুরি : Dance তাহলে উর্দু : ?

(A) মুসলিম
(B) ড্রামা
(C) পোয়েট্রি
(D) ল্যাংগুয়েজ

Correct Answer
(D) ল্যাংগুয়েজ
195. Number : Mathematics, Notes : ?

(A) কারেন্সি
(B) ল্যাংগুয়েজ
(C) মিউজিক
(D) ডক্টর

Correct Answer
(A) কারেন্সি
196. P, Q -এর ভগিনী, R -এর স্ত্রী Q, S এবং R ভ্রাতা, P -এর সঙ্গে R -এর কী সম্পর্ক ?

(A) Sister-in-law
(B) Aunty
(C) Mother
(D) Mother-in-law

Correct Answer
(A) Sister-in-law
197. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

(A) চক্রবর্তী রাজাগোপালাচারী
(B) ক্লিমেন্ট এটলি
(C) লর্ড ওয়েভেল
(D) লর্ড মাউন্টব্যাটেন

Correct Answer
(D) লর্ড মাউন্টব্যাটেন
198. একটি পরীক্ষায় অংকে 35% ইংরেজিতে 15% ফেল করে । যদি দুটি বিষয়ে 10% ফেল করে, পাশের শতকরা হার হবে—

(A) 60 %
(B) 40 %
(C) 35 %
(D) 25 %

Correct Answer
(A) 60 %
199. Hockey : India : : Baseball : ?

(A) কানাডা
(B) মেক্সিকো
(C) ইংল্যান্ড
(D) আমেরিকা

Correct Answer
(D) আমেরিকা
200. নব গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো —

(A) অমরাবতী
(B) সেকেন্দ্রাবাদ
(C) হায়দরাবাদ
(D) বিশাখাপত্তনম

Correct Answer
(A) অমরাবতী
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2017p12]