96. জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—
(A) জাতীয় সড়ক - 35
(B) জাতীয় সড়ক - 02
(C) জাতীয় সড়ক - 06
(D) জাতীয় সড়ক - 32
(A) জাতীয় সড়ক - 35
(A) জাতীয় সড়ক - 35
(B) জাতীয় সড়ক - 02
(C) জাতীয় সড়ক - 06
(D) জাতীয় সড়ক - 32
Correct Answer
97. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন ?
(A) আসফ আলি
(B) জওহরলাল নেহেরু
(C) তেজ বাহাদুর সপ্রু
(D) রাজেন্দ্র প্রাসাদ
(B) জওহরলাল নেহেরু
(A) আসফ আলি
(B) জওহরলাল নেহেরু
(C) তেজ বাহাদুর সপ্রু
(D) রাজেন্দ্র প্রাসাদ
Correct Answer
98. Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয়
(A) ডেনমার্ক -এ
(B) সুইৎজারল্যান্ড -এ
(C) সুইডেন -এ
(D) ফ্রান্স -এ
(C) সুইডেন -এ
(A) ডেনমার্ক -এ
(B) সুইৎজারল্যান্ড -এ
(C) সুইডেন -এ
(D) ফ্রান্স -এ
Correct Answer
99. নীচের কোনটি তিমির প্রধান স্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ?
(A) বহিরাবরণ
(B) ফুলকা
(C) ফুলকা
(D) শ্বাসনালী
(C) ফুলকা
(A) বহিরাবরণ
(B) ফুলকা
(C) ফুলকা
(D) শ্বাসনালী
Correct Answer
100. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত
(A) রাঁচি
(B) খড়গপুর
(C) দিসপুর
(D) কোলকাতা
(D) কোলকাতা
(A) রাঁচি
(B) খড়গপুর
(C) দিসপুর
(D) কোলকাতা
Correct Answer
101. (i) Tom, Dick এবং Harry — বুদ্ধিমান
(ii) Tom, Brown এবং Jack — কঠোর পরিশ্রমী
(iii) Brown, Harry এবং Jack — সৎ
(iv) Tom, Dick এবং Jack — উচ্চাকাঙ্খী ?
নিম্নলিখিত কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্খী নয় ?
(A) Tom
(B) Dick
(C) Harry
(D) Jack
(C) Harry
(ii) Tom, Brown এবং Jack — কঠোর পরিশ্রমী
(iii) Brown, Harry এবং Jack — সৎ
(iv) Tom, Dick এবং Jack — উচ্চাকাঙ্খী ?
নিম্নলিখিত কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্খী নয় ?
(A) Tom
(B) Dick
(C) Harry
(D) Jack
Correct Answer
102. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে ?
(A) 2.2 < 2.02 < 2.002 < 2.222
(B) 2.002 < 2.02 < 2.2 < 2.222
(C) 2.02 < 2.22 < 2.002 < 2.222
(D) উপরের কোনোটিই নয়
(B) 2.002 < 2.02 < 2.2 < 2.222
(A) 2.2 < 2.02 < 2.002 < 2.222
(B) 2.002 < 2.02 < 2.2 < 2.222
(C) 2.02 < 2.22 < 2.002 < 2.222
(D) উপরের কোনোটিই নয়
Correct Answer
103. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও
(A) 4 জন সদস্য নিয়ে
(B) 5 জন সদস্য নিয়ে
(C) 6 জন সদস্য নিয়ে
(D) 7 জন সদস্য নিয়ে
(A) 4 জন সদস্য নিয়ে
(A) 4 জন সদস্য নিয়ে
(B) 5 জন সদস্য নিয়ে
(C) 6 জন সদস্য নিয়ে
(D) 7 জন সদস্য নিয়ে
Correct Answer
104. চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বৃদ্ধি 300 হলে ঐ চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত ? (চোঙের উচ্চতা ধ্রুবক রাখা হল)
(A) 1500%
(B) 600%
(C) - 600%
(D) উপরের কোনোটিই নয়
(A) 1500%
(A) 1500%
(B) 600%
(C) - 600%
(D) উপরের কোনোটিই নয়
Correct Answer
105. 'বুদ্ধচরিত' গ্রন্থটির রচয়িতা কে ?
(A) বুদ্ধঘোষ
(B) অশ্বঘোস
(C) নাগার্জুন
(D) পাণিনি
(B) অশ্বঘোস
(A) বুদ্ধঘোষ
(B) অশ্বঘোস
(C) নাগার্জুন
(D) পাণিনি
Correct Answer
106. চিলকা হ্রদ হল
(A) নোনা জলের হ্রদ
(B) স্বাদু জলের হ্রদ
(C) বর্ষাকালে স্বাদু জলের হ্রদ
(D) গীষ্মকালে নোনা জলের হ্রদ
(A) নোনা জলের হ্রদ
(A) নোনা জলের হ্রদ
(B) স্বাদু জলের হ্রদ
(C) বর্ষাকালে স্বাদু জলের হ্রদ
(D) গীষ্মকালে নোনা জলের হ্রদ
Correct Answer
107. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার' নামে জনপ্রিয় ছিলেন’ ?
(A) ই ভি রামাস্বামী নাইকার
(B) সি ভি রমন পিল্লাই
(C) বই আর আম্বেদকর
(D) জ্যোতিবা ফুলে
(A) ই ভি রামাস্বামী নাইকার
(A) ই ভি রামাস্বামী নাইকার
(B) সি ভি রমন পিল্লাই
(C) বই আর আম্বেদকর
(D) জ্যোতিবা ফুলে
Correct Answer
108. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয় ?
(A) দীনবন্ধু
(B) নীলদর্পণ
(C) নীলদর্শন
(D) আনন্দমঠ
(B) নীলদর্পণ
(A) দীনবন্ধু
(B) নীলদর্পণ
(C) নীলদর্শন
(D) আনন্দমঠ
Correct Answer
109. 16 bits (বিটস) -এর সমাহারকে বলে
(A) ওয়ার্ড
(B) নিবিল
(C) মেমরি ব্লক
(D) বাইট
(D) বাইট
(A) ওয়ার্ড
(B) নিবিল
(C) মেমরি ব্লক
(D) বাইট
Correct Answer
110. ভারতের —— রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।
(A) বিহার
(B) ওডিশা
(C) কর্ণাটক
(D) রাজস্থান
(B) ওডিশা
(A) বিহার
(B) ওডিশা
(C) কর্ণাটক
(D) রাজস্থান
Correct Answer
111. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?
(A) সুরকোটাডা
(B) লোথাল
(C) ধোলাভিরা
(D) বানওয়ালি
(D) বানওয়ালি
(A) সুরকোটাডা
(B) লোথাল
(C) ধোলাভিরা
(D) বানওয়ালি
Correct Answer
112. ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) গোপাল ঝা
(B) ধর্মদেব সোলাঙ্কি
(C) সঞ্জয় কোঠারি
(D) মহেন্দ্র নাগপাল
(C) সঞ্জয় কোঠারি
(A) গোপাল ঝা
(B) ধর্মদেব সোলাঙ্কি
(C) সঞ্জয় কোঠারি
(D) মহেন্দ্র নাগপাল
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2018p6]