WBCS 2018 Previous Year Question Paper - Page 07

113. একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে

(A) পাথরটি স্পর্শক বরাবর যাবে ।
(B) পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে ।
(C) পাথরটি ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে যাবে ।
(D) উপরের কোনোটিই নয় ।

Correct Answer
(A) পাথরটি স্পর্শক বরাবর যাবে ।
114. 'হিন্দ-হিন্দী-হিন্দু' কে প্রচার করেছিলেন ?

(A) লালা লাজপত রাই
(B) মদন মোহন মালব্য
(C) শ্যামাপ্রসাদ মুখার্জী
(D) বাল গঙ্গাধর তিলক

Correct Answer
(B) মদন মোহন মালব্য
115. একটি সংকেতদ্বারা DEVICE লেখা হয় BAREXA এবং ORNATE লেখা হয় ZVMESA, তাহলে VIDEO শব্দটি ওই সংকেতে কীভাবে লেখা হবে ?

(A) RIBAZ
(B) REBAZ
(C) RBEAZ
(D) ZABER

Correct Answer
(B) REBAZ
116. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?

(A) অঙ্গ
(B) কোশল
(C) মগধ
(D) অবন্তি

Correct Answer
(C) মগধ
117. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

(A) কারাকোরাম
(B) কাশ্মীর
(C) গডউইন অস্টিন
(D) কেনিথ

Correct Answer
(C) গডউইন অস্টিন
118. নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় ?

(A) সুইৎজারল্যান্ড
(B) UAE
(C) দক্ষিণ আফ্রিকা
(D) ব্রাজিল

Correct Answer
(A) সুইৎজারল্যান্ড
119. একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে । বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি

(A) আগের মতই ভাসতে থাকবে ।
(B) বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
(C) কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
(D) ডুবে যাবে ।

Correct Answer
(A) আগের মতই ভাসতে থাকবে ।
120. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?

(A) মোতিলাল নেহেরু
(B) চিত্তরঞ্জন দাশ
(C) গান্ধীজি
(D) হসরত মোহানি

Correct Answer
(B) চিত্তরঞ্জন দাশ
121. Coins : Mint : : Bricks : ?

(A) Foundry
(B) Cemetery
(C) Furnace
(D) Kiln

Correct Answer
(D) Kiln
122. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

(A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
(B) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
(C) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
(D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ

Correct Answer
(A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
123. USB কোন ধরণের স্টোরেজ যন্ত্র ?

(A) মুখ্য
(B) গৌণ
(C) তৃতীয় পর্যায়ক্রম
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) গৌণ
124. ইন্ডিয়-জর্ডন-মরক্কো ট্রেড অ্যান্ড ইকনোমিক জয়েন্ট কমিটি-এর দশম সম্মেলন অনুষ্ঠিত হল

(A) গ্রেটার নয়ডায়
(B) নতুন দিল্লিতে
(C) ভাস্কো-দা-গামায়
(D) রামেশ্বরম-এ

Correct Answer
(B) নতুন দিল্লিতে
125. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?

(A) ফাসিয়ান (ফা-হিয়েন)
(B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)
(C) মেগাস্থিনিস
(D) স্ট্রাবো

Correct Answer
(C) মেগাস্থিনিস
126. একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, ….. 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায় । ঘড়িটি 2 দিনে কত বার ঘন্টা বাজায় ?

(A) 78
(B) 264
(C) 312
(D) 444

Correct Answer
(C) 312
127. কোনটি 'Social networking site' নয় ?

(A) লিংডিইন
(B) উইঙ্ক
(C) ফেসবুক
(D) গুগুল প্লাস

Correct Answer
(B) উইঙ্ক
129. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
(B) সুন্দরবন অঞ্চল
(C) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া

Correct Answer
(C) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
130. এদের মধ্যে কোনটি সাধারণত Android application -এর ভাষা হিসাবে ব্যবহার করা হয় ?

(A) Java
(B) C++
(C) C
(D) PHP

Correct Answer
(A) Java
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2018p7]