WBCS 2018 Previous Year Question Paper - Page 08

131. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?

(A) বোধগয়া
(B) শ্রাবস্তী
(C) সারনাথ
(D) বৈশালী

Correct Answer
(C) সারনাথ
132. কোন ভারতীয় অর্থনীতিবিদ ভারতের কৃষিতে নারীদের অবদানের জন্য 'বালজান প্রাইজ 2017’ পুরস্কার পেয়েছেন ?

(A) দেবিকা জৈন
(B) রোহিণী পাণ্ডে
(C) দীপালি জোশি
(D) বিণা আগরওয়াল

Correct Answer
(D) বিণা আগরওয়াল
133. ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :

(A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
(B) কাশ্মীর উপত্যকা
(C) উত্তর কাশ্মীর সমভূমি
(D) পুঞ্চ

Correct Answer
(A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
134. 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?

(A) সাতারা
(B) পুনে
(C) বেলগাঁও
(D) বেরার

Correct Answer
(B) পুনে
135. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়

(A) স্পাম
(B) ফোলিস
(C) ভাইরাস
(D) বাগস্

Correct Answer
(D) বাগস্
136. গ্রীক লেখকদের রচনায় কাকে 'স্যান্দ্রোকোট্টস' বলা হয়েছে ?

(A) অশোক
(B) বিন্দুসার
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) ধনানন্দ

Correct Answer
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
137. নীচের সংখ্যা শ্রেণিটির লুপ্ত সংখ্যাটি কত ?

3, 8, 6, 14, ?, 20

(A) 12
(B) 20
(C) 42
(D) 9

Correct Answer
(D) 9
138. GNP (Gross National Product) ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না ?

(A) সরকার দ্বারা পণ্য ক্রয়
(B) বেসরকারি বিনিয়োগ
(C) নাগরিকদের মাথাপিছু আয়
(D) নীট বৈদেশিক বিনিয়োগ

Correct Answer
(C) নাগরিকদের মাথাপিছু আয়
139. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

(A) হাওড়া
(B) উত্তর ২৪ পরগণা
(C) পাটনা
(D) এন. সি. আর

Correct Answer
(B) উত্তর ২৪ পরগণা
140. ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল

(A) বিয়োজন
(B) হাইড্রোলাইসিস
(C) বিজারণ
(D) জারণ

Correct Answer
(D) জারণ
141. নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন ?

(A) স্বরাজ দল
(B) 1936 -এ কংগ্রাস
(C) 1942 -এ মুসলিম লীগ
(D) 1946 -এ সর্বদলীয় সম্মেলন

Correct Answer
(B) 1936 -এ কংগ্রাস
142. ভারত ও মায়্নামারের মধ্যে —— পর্বতশ্রেণি অবস্থিত

(A) লুসাই
(B) নামচা বারোয়া
(C) খাসি
(D) তুরা

Correct Answer
(A) লুসাই
143. রহিত এবং অক্সরের বয়সের পার্থক্য 12 বছর । তাদের উভয়ের বয়সের অনুপাত 3 : 5 । তাহলে অক্সরের বয়স কত ?

(A) 32 বছর
(B) 24 বছর
(C) 28 বছর
(D) 30 বছর

Correct Answer
(D) 30 বছর
144. কিতাব-উল-হিন্দ কার রচনা ?

(A) আল-মাসুদি
(B) আল-বিরুনি
(C) সুলেমান
(D) ফিরদৌসি

Correct Answer
(B) আল-বিরুনি
145. ভিনিগারের রাসায়নিক নাম

(A) সোডিয়াম নাইট্রেট
(B) লঘু অ্যাসিটিক অ্যাসিড
(C) ক্লোরাইড অফ লাইম
(D) ক্যালশিয়াম

Correct Answer
(B) লঘু অ্যাসিটিক অ্যাসিড
146. নীতি আয়োগ তৈরি হয়েছে

(A) Union Cabinet -এ প্রস্তাব পাসের দ্বারা
(B) ভারতীয় সংবিধান সংশোধন -এর দ্বারা
(C) (A) ও (B) উভয়ই দ্বারা
(D) (A) ও (B) কোনোটির দ্বারা নয়

Correct Answer
(A) Union Cabinet -এ প্রস্তাব পাসের দ্বারা
147. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

(A) কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না ।
(B) ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল ।
(C) কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী ।
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না ।
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2018p8]