WBCS 2019 Previous Year Question Paper - Page 2

26. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

(A) জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
(B) পর্যটন ক্ষেত্র হিসেবে
(C) বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে
(D) রামসার স্থান হিসেবে

Correct Answer
 (D) রামসার স্থান হিসেবে
27. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার

(A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
(B) পুরাতন পলি
(C) নতুন পলি
(D) কর্দমাক্ত অঞ্চল

Correct Answer
(A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
28. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়

(A) 1956 সালে সালে
(B) 1958 সালে
(C) 1955 সালে
(D) 1959 সালে

Correct Answer
(C) 1955 সালে
29. ভারতের Central Inland Water Transport Corporation -এর সদর দপ্তরটি অবস্থিত

(A) এলাহাবাদে
(B) কলকাতায়
(C) কোচিনে
(D) মুম্বাই-এ

Correct Answer
(B) কলকাতায়
30. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

(A) 1984 খ্রিঃ
(B) 1986 খ্রিঃ
(C) 1988 খ্রিঃ
(D) 1989 খ্রিঃ

Correct Answer
(A) 1984 খ্রিঃ
31. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে

(A) দামোদর উপত্যকায়
(B) শোন উপত্যকায়
(C) মহানদী উপত্যকায়
(D) গোদাবরী উপত্যকায়

Correct Answer
(A) দামোদর উপত্যকায়
32. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে

(A) 1লা জুন, 2013
(B) 1লা জুন, 2014
(C) 1লা জুন, 2015
(D) 1লা জুন, 2016
[ Note : Actually On 2 June, 2014, Telangana became the 29th state of India ]

Correct Answer
(B) 1লা জুন, 2014
33. ধনেখালি কী জন্য বিখ্যাত ?

(A) তাঁত শিল্পের জন্য
(B) কাগজ শিল্পের জন্য
(C) পাট শিল্পের জন্য
(D) চর্ম শিল্পের জন্য

Correct Answer
(A) তাঁত শিল্পের জন্য
34. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

(A) তরাই
(B) ডুয়ার্স
(C) তাল
(D) দিয়ারা

Correct Answer
(B) ডুয়ার্স 
35. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভূক্ত করা হয়েছে

(A) বাঘ সংরক্ষণের জন্য
(B) সুন্দরী গাছের জন্য
(C) ম্যানগ্রোভ বনভূমির জন্য
(D) জীববৈচিত্র্যের জন্য

Correct Answer
(C) ম্যানগ্রোভ বনভূমির জন্য
36. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?

(A) তিস্তা ও করলা নদীর
(B) তিস্তা ও জলঢাকা নদী
(C) জলঢাকা ও রায়ঢাক নদী
(D) তিস্তা ও রায়ঢাক নদী

Correct Answer
(A) তিস্তা ও করলা নদীর
37. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?

(A) পুরুলিয়া
(B) বাঁকুড়া
(C) জলপাইগুড়ি
(D) দার্জিলিং

Correct Answer
(D) দার্জিলিং
38. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ?

(A) ভিতর কণিকা : অলিভ রিডলে কচ্ছপ
(B) দলমা পাহাড় : বন্য হাতি
(C) কাজিরাঙ্গা : একশৃঙ্গ গন্ডার
(D) দচিগাম : এশীয় সিংহ

Correct Answer
(D) দচিগাম : এশীয় সিংহ
39. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?

(A) হাওড়া থেকে হুগলি
(B) হাওড়া থেকে রানিগঞ্জ
(C) হাওড়া থেকে বর্ধমান
(D) শিয়ালদহ থেকে নৈহাটি

Correct Answer
(A) হাওড়া থেকে হুগলি
40. নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?

(A) মিজোরাম
(B) ত্রিপুরা
(C) ওড়িশা
(D) মধ্যপ্রদেশ

Correct Answer
(C) ওড়িশা
41. শোলা অরণ্য দেখা যায়

(A) হিমালয় পর্বতে
(B) পশ্চিমঘাট পর্বতে
(C) বিন্ধ্য পর্বতে
(D) পূর্বঘাট পর্বতে

Correct Answer
(B) পশ্চিমঘাট পর্বতে
42. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?

(A) গোদাবরী ও কাবেরীর
(B) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
(C) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে
(D) মহানদী ও গোদাবরীর মধ্যে

Correct Answer
(B) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p2]