WBCS 2019 Previous Year Question Paper - Page 3

43. জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?

(A) 0-5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(B) 6-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(C) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(D) 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

Correct Answer
(C) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
44. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ?

(A) কোচবিহার
(B) হাওড়া
(C) দার্জিলিং
(D) মুর্শিদাবাদ

Correct Answer
(A) কোচবিহার
45. পশ্চিমবঙ্গে শিক্ষার হার

(A) 82.67%
(B) 74.04%
(C) 77.08%
(D) 71.16%

Correct Answer
(C) 77.08%
46. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে

(A) ঝাড়খণ্ডের
(B) বিহারের
(C) ওড়িশার
(D) আসামের

Correct Answer
(A) ঝাড়খণ্ডের
47. লাক্ষা দ্বীপপুঞ্জ হল

(A) প্রবাল দ্বীপপুঞ্জ
(B) আগ্নেয় দ্বীপপুঞ্জ
(C) টেকটনিক দ্বীপপুঞ্জ
(D) পলিগঠিত দ্বীপপুঞ্জ

Correct Answer
(A) প্রবাল দ্বীপপুঞ্জ
48. নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?

(A) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমি
(B) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি
(C) পার্বত্য অঞ্চলে আদ্র নাতিশীতোষ্ণ বনভূমি
(D) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি

Correct Answer
(B) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি
49. মানস সরোবর অবস্থিত

(A) কারাকোরাম পর্বতশ্রেণিতে
(B) পিরপাঞ্জাল পর্বতশ্রেণিতে
(C) কৈলাস পর্বতশ্রেণিতে
(D) মহাভারত পর্বতশ্রেণিতে

Correct Answer
(C) কৈলাস পর্বতশ্রেণিতে
50. শিলং শহর অবস্থিত

(A) নাগা পর্বতে
(B) গারো পর্বতে
(C) খাসি পর্বতে
(D) মিকির পর্বতে

Correct Answer
(C) খাসি পর্বতে
51. 'ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে,'— এই মন্তব্য করেন

(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(C) জহরলাল নেহেরু
(D) উপরের কেউ নন

Correct Answer
(C) জহরলাল নেহেরু
52. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে । এই বক্তব্য কে পোষণ করতেন ?

(A) লর্ড কার্জন
(B) লর্ড এলগিন
(C) লর্ড ল্যান্সডাউন
(D) লর্ড ডাফরিন

Correct Answer
(D) লর্ড ডাফরিন
53. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে ?

(A) আসফ আলি
(B) মহম্মদ আলি জিন্না
(C) এইচ. এস. সুহরাওয়ার্দি
(D) চৌধুরী রহমত আলি

Correct Answer
(D) চৌধুরী রহমত আলি
54. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার ?

(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) মহাত্মা গান্ধী
(C) সুভাষ চন্দ্র বসু
(D) জহরলাল নেহেরু

Correct Answer
(B) মহাত্মা গান্ধী
55. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়

(A) অমৃতসর-এ
(B) দিল্লি-তে
(C) জলন্ধর-এ
(D) লাহোর-এ

Correct Answer
(A) অমৃতসর-এ
56. নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন ?

(A) লর্ড হার্ডিঞ্জ
(B) লর্ড মিন্টো
(C) লর্ড কার্জন
(D) লর্ড চেমসফোর্ড

Correct Answer
(A) লর্ড হার্ডিঞ্জ
57. কর্ণাটকের যুদ্ধ হয়েছিল

(A) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোং -এর মধ্যে
(B) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ও ডাচ ইস্ট ইন্ডিয়া কোং -এর মধ্যে
(C) ডাচ ইস্ট ইন্ডিয়া কোং ও পর্তুগীজ-দের মধ্যে
(D) ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোং ও ডাচ (ওলন্দাজ) -দের মধ্যে

Correct Answer
(A) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোং -এর মধ্যে
58. মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলনটি ছিল

(A) অসহযোগ আন্দোলন
(B) ভারত-ছাড় আন্দোলন
(C) নীল বিদ্রোহ
(D) লবণ আন্দোলন

Correct Answer
(A) অসহযোগ আন্দোলন
59. ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্যসেন জড়িত ছিলেন ?

(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
(B) কাকোরী ষড়যন্ত্র মামলা
(C) আইন অমান্য আন্দোলন
(D) হোমরুল আন্দোলন

Correct Answer
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p3]