WBCS 2019 Previous Year Question Paper - Page 4

60. 1857 -র মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন

(A) তাঁতিয়া টোপি
(B) রানী লক্ষ্মীবাঈ
(C) নানাসাহেব
(D) কুনওয়ার সিং

Correct Answer
(C) নানাসাহেব
61. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

(A) সি এফ এন্ড্রুজ
(B) রাজা রামমোহন রায়
(C) স্যার উইলিয়াম জোন্স
(D) উইলিয়াম মার্শাল

Correct Answer
(C) স্যার উইলিয়াম জোন্স
62. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) স্যার সিরিল রাডক্লিফ
(C) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(D) স্যার পেথিক লরেন্স

Correct Answer
(B) স্যার সিরিল রাডক্লিফ
63. স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন

(A) বিঠলভাই জে প্যাটেল ও ডঃ আনসারি
(B) এম. এন. রায় ও মুজফফর আহমেদ
(C) মতিলাল নেহরু ও সি. আর. দাশ
(D) বি আর আম্বেদকর ও পি সি যোশী

Correct Answer
(C) মতিলাল নেহরু ও সি. আর. দাশ
64. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন ?

(A) অ্যানি বেসান্ত
(B) মিরা বেন
(C) সরোজিনী নাইডু
(D) সরলা দেবী চৌধুরানী

Correct Answer
(A) অ্যানি বেসান্ত
65. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

(A) এ. ও. হিউম
(B) বাল গঙ্গাধর তিলক
(C) মতিলাল নেহরু
(D) সুরেন্দ্র নাথ ব্যানার্জী

Correct Answer
(A) এ. ও. হিউম
66. বক্সারের যুদ্ধ ঘটে

(A) 1762 খ্রিস্টাব্দে
(B) 1764 খ্রিস্টাব্দে
(C) 1768 খ্রিস্টাব্দে
(D) 1772 খ্রিস্টাব্দে

Correct Answer
(B) 1764 খ্রিস্টাব্দে
67. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন ?

(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরংজেব

Correct Answer
(B) জাহাঙ্গীর
68. ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ?

(A) 1498 খ্রিস্টাব্দে
(B) 1409 খ্রিস্টাব্দে
(C) 1496 খ্রিস্টাব্দে
(D) 1492 খ্রিস্টাব্দে

Correct Answer
(A) 1498 খ্রিস্টাব্দে
69. ফতেপুর সিক্রীতে ইবাদতখানা-র নির্মাতা ছিলেন

(A) শাহজাহান
(B) ওরংজেব
(C) আকবর
(D) জাহাঙ্গীর

Correct Answer
(C) আকবর
70. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

(A) ফিরোজশাহ তুঘলক
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) বিম্বিসার
(D) আলাউদ্দিন খিলজী

Correct Answer
(D) আলাউদ্দিন খিলজী
71. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেছিলেন ?

(A) লুম্বিনী
(B) সারনাথ
(C) কুশীনগর
(D) বোধগয়া

Correct Answer
(D) বোধগয়া
72. 'মৃচ্ছকটিকম' নাটকটির রচয়িতা ছিলেন ?

(A) বিশাখদত্ত
(B) শূদ্রক
(C) বানভট্ট
(D) ভাস

Correct Answer
(B) শূদ্রক
73. গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) বিষ্ণুগুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত

Correct Answer
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
74. অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন

(A) আলেকজান্ডার কানিংহাম
(B) জেমস প্রিন্সেপ
(C) ম্যাক্স ম্যুলার
(D) মটিমর হুইলার

Correct Answer
(B) জেমস প্রিন্সেপ
75. নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ?

(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাত

Correct Answer
(B) মেহেরগড়
76. অক্ষরবিশিষ্ট জোড়া নির্বাচন করো যার সঙ্গে মোটা হরফে লেখা মৌলিক জোড়াটির কিছু সম্পর্ক আছে ।
Poverty : Prosperity


(A) Love : Sorrow
(B) Train : Cart
(C) Rain : Flood
(D) Intelligence : Stupidity

Correct Answer
(D) Intelligence : Stupidity
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p4]