WBCS 2019 Previous Year Question Paper - Page 5

77. একটি নির্দিষ্ট সংকেত পদ্ধতিতে BREAKTHROUGH কে লেখা হয় EAOUHRBRGHKT, সেই সংকেত পদ্ধতি মেনে DISTRIBUTION -কে কী লেখা হবে ?

(A) TISTBUONDIRI
(B) STTIBUONRIDI
(C) STTIBUDIONRI
(D) RISTTIBUDION

Correct Answer
(C) STTIBUDIONRI
81. একটি camera -র সর্বদা থাকে

(A) Lens
(B) Reels
(C) Flash
(D) Stand

Correct Answer
(A) Lens
82. একটি নদীর সর্বদা থাকে

(A) Delta
(B) Tributaries
(C) Boats
(D) Banks

Correct Answer
(D) Banks
84. এক ব্যক্তির কাছে কিছু ছোটো বাক্স আছে যেগুলি মোড়কজাতকরণ করতে হবে । তিনি যদি 3, 4, 5, বা 6 করে মোড়ক করেন তাহলে তার কাছে 1 টি বাকি থাকে ; যদি তিনি 7 টি করে মোড়ক করেন, তাহলে কিছু অবশিষ্ট থাকে না । বাক্সের সংখ্যা কতকগুলি যা মোড়ক করতে হবে ?

(A) 106
(B) 301
(C) 309
(D) 400

Correct Answer
(B) 301
87. নিম্নলিখিত কোন সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় হলে দেয় সমীকরণটি সঠিক হবে ?
8 x 20 ÷ 3 + 9 - 5 = 38


(A) 3, 8
(B) 8, 9
(C) 3, 5
(D) 3, 9

Correct Answer
(C) 3, 5
88. যদি A > B, B > C and C > D হয়, তাহলে কোন সিদ্ধান্তটি নিশ্চিতভাবে ভুল ?

(A) A > D
(B) A > C
(C) D > A
(D) B > D

Correct Answer
(C) D > A
89. যদি '<' চিহ্ন মানে 'বিয়োগ' হয়, '>' চিহ্ন মানে 'যোগ' হয়, '=' চিহ্ন মানে 'গুণিতক' হয়, এবং '$ ' মানে বিভাজ্য হয়, তাহলে 27 > 81 $ 9 < 6 এর মান কত ?

(A) 6
(B) 33
(C) 30
(D) 54

Correct Answer
(C) 30
90. নিম্নলিখিত পর্যায়ক্রমে কতগুলি 3 আছে যেগুলির পূর্বে 6 অবস্থিত নয়, এমনকি ঠিক পরবর্তী স্থান 9 দ্বারা অনুসরণকৃত নয় ?
9 3 6 6 3 9 5 9 3 7 8 9 1 6 3 9 6 3 9


(A) One
(B) Two
(C) Three
(D) Four

Correct Answer
(B) Two
91. নিম্নলিখিত অনুক্রমে কতগুলি বিষম সংখ্যা আছে যেগুলি 3 বা 5 দ্বারা বিভাজ্য এবং তারপর বিষম সংখ্যা দ্বারা অনুসরণকৃত এবং তারপর জোড়সংখ্যা দ্বারা অনুসরণকৃত ?
12, 19, 21, 3, 25, 18, 35, 20, 22, 21, 45, 46, 47, 48, 9, 50, 52, 54, 55, 56


(A) Zero
(B) One
(C) Two
(D) Three

Correct Answer
(C) Two
93. MEAN শব্দটির কেবলমাত্র consonant গুলির পরিবর্তন করে কতগুলি অর্থযুক্ত শব্দ লেখা যাবে এই শর্তে যে consonant গুলির প্রত্যেকটি স্থান পরিবর্তন করা হবে English বর্ণমালার ঠিক পূর্ববর্তী অক্ষর দ্বারা এবং প্রতিটি অক্ষর প্রতিটি শব্দে কেবলমাত্র একবারই ব্যবহৃত হবে ?

(A) One
(B) Two
(C) Three
(D) Four

Correct Answer
(A) One
94. NESSARY শব্দের নিম্নলিখিত অক্ষরগুলি যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে লেখা হয় যেমন - প্রথম ও তৃতীয় অক্ষর একে অপরের স্থানে, চতুর্থ এবং ষষ্ঠ অক্ষরদ্বয় একে অপরের স্থানে, সপ্তম এবং নবম অক্ষরদ্বয় একে অপরের স্থানে, তাহলে বাম দিক থেকে সপ্তম স্থানে কোন অক্ষরটি থাকবে ?

(A) A
(B) Y
(C) R
(D) E

Correct Answer
(B) Y
97. A এবং B -এর আয়ের যোগফল C এবং D -এর যৌথ আয়ের থেকে বেশি । A এবং C -এর আয়ের যোগফল B এবং D -এর আয়ের যোগফলের সমান । অধিকন্তু A -এর আয় B এবং D -এর আয়ের যোগফলের অর্ধেক । কার আয় সর্বাধিক ?

(A) A
(B) B
(C) C
(D) D

Correct Answer
(B) B
98. যদি ROME লেখা হয় MORE, তাহলে DARE লেখা হবে

(A) RDAE
(B) RDEA
(C) RAED
(D) RADE

Correct Answer
(D) RADE
99. বিষম কোনটি ?

(A) BdEg
(B) KmNp
(C) PrSu
(D) TwXz

Correct Answer
(D) TwXz
100. Igloos : Canada : : Rondavels : কী ?

(A) Africa
(B) Rangoon
(C) Russia
(D) Indonesia

Correct Answer
(A) Africa
101. ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি

(A) মৌলিক অধিকার
(B) স্বাভাবিক অধিকার
(C) সাংবিধানিক অধিকার
(D) বৈধ বা আইনি অধিকার

Correct Answer
(D) বৈধ বা আইনি অধিকার
102. ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে —

(A) Preamble to the Constitution -এ .
(B) Directive Principles of State Policy -এ
(C) Fundamental Duties -এ .
(D) Ninth Schedule -এ .

Correct Answer
(B) Directive Principles of State Policy -এ
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p5]