WBCS 2019 Previous Year Question Paper - Page 6

103. যদি একটি Monetary Bill রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপ কী হবে ?

(A) লোকসভা, রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে ।
(B) লোকসভা পুনরায় বিবেচনার জন্য ঐ বিল গ্রহণ করতে পারে না ।
(C) লোকসভা ঐ বিল পুনরায় রাজ্যসভায় ফেরত পাঠাতে পারে পূনর্বিবেচনার জন্য ।
(D) রাষ্ট্রপতি একটি যৌথ আলোচনায় বসার জন্য বলতে পারেন বিলটি পাশ করার জন্য ।

Correct Answer
(A) লোকসভা, রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে ।
104. 'Welfare State' -এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায় ?

(A) প্রস্তাবনায়
(B) রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
(C) মৌলিক অধিকারে
(D সপ্তম তালিকায়

Correct Answer
(B) রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
105. 'Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা ?

(A) উন্নতিতে জনগণের অংশগ্রহণ
(B) রাজনৈতিক দায়বদ্ধতা
(C) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
(D) আর্থিক যোজন

Correct Answer
(C) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
106. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে —

(A) ভারতের রাষ্ট্রপতি
(B) লোকসভা
(C) ভারতের প্রধান বিচারপতি
(D) আইন কমিশন

Correct Answer
(B) লোকসভা
107. Hausla 2018 সম্পর্কীয় নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো —

1. It is an initiative of Ministry of Minority Affairs.
2. It provides a platform to children living in Child Care Institutions (CCIs) to showcase their skills.

এই বিবৃতিগুলির মধ্যে কোনটি/কোনগুলি সঠিক ?

(A) কেবলমাত্র 1
(B) কেবলমাত্র 2
(C) 1 এবং 2 উভয়ই
(D) 1 বা 2 কোনোটিই নয়

Correct Answer
(B) কেবলমাত্র 2
108. অতি সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক প্রকাশিত 'Ease of Doing Business Report 2019' অনুযায়ী ভারতের স্থান (A) 67 তম

(B) 77 তম
(C) 87 তম
(D) 100 তম

Correct Answer
(B) 77 তম
109. PCA শব্দসংক্ষেপটি কী মূল শব্দ বোঝায় ?

(A) Public Current Account
(B) Principles of Corporate Accounting
(C) Prompt Corrective Action
(D) Public Channel Agency

Correct Answer
(C) Prompt Corrective Action
110. Regional Comprehensive Economic Programme (RCEP) সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো ।

1. It is an economic cooperation for the China led free trade.
2. It is a counter cooperation for the America led trans-Pacific partnership.
3. In the countries involved in this cooperation Indian Professionals will have job market.

নিম্নলিখিত code ব্যবহার করে সঠিক উত্তর নির্দেশ করো ।

(A) কেবলমাত্র 1 এবং 2
(B) কেবলমাত্র 1 এবং 3
(C) কেবলমাত্র 2 এবং 3
(D) উপরের সবগুলি

Correct Answer
(A) কেবলমাত্র 1 এবং 2
111. সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন, যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল :

(A) 15th August, 1947
(B) 24th July, 1948
(C) 20th January, 1951
(D) 26th January, 1950

Correct Answer
(D) 26th January, 1950
112. ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে (লোকসভার টেবিলে) উপস্থাপন করা নিম্নলিখিতগুলি —

1. Recommendations of Union Finance Commission ( কেন্দ্রীয় ফিন্যান্স কমিশনের সুপারিশগুলি )
2. Public Accounts Committee -এর Report
3. Comptroller and Auditor General -এর Report
4. National Scheduled Caste Commission -এর Report

Which of the statements given above is/are correct ?

(A) কেবলমাত্র 1
(B) 2 এবং 4
(C) 1, 3 এবং 4
(D) 1, 2, 3 এবং 4

Correct Answer
(C) 1, 3 এবং 4
113. নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত —'Agricultural Marketing and Farm Friendly Reforms Index' ?

(A) NITI Aayog
(B) Ministry of Agriculture
(C) Commission for Agricultural Costs and Prices (CACP)
(D) কোনোটিই নয়

Correct Answer
(A) NITI Aayog
114. 'United Sovereign Bengal' -এর advocate-দের মধ্যে একজন ছিলেন ?

(A) H.S. Surhawardi
(B) Shyamaprasad Mukherjee
(C) Maulana Abdul Kalam Azad
(D) উপরের কেউই নন

Correct Answer
(A) H.S. Surhawardi
115. সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article -এ নিশ্চিত করা হয়েছে ?

(A) Article 16
(B) Article 17
(C) Article 18
(D) Article 19

Correct Answer
(D) Article 19
116. ECF কী ?

(A) Economic Capital Framework
(B) Equity Cash Flow
(C) Entity Concept Fund
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) Economic Capital Framework
117. ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে ?

(A) First Schedule
(B) Second Schedule
(C) Sixth Schedule
(D) Seventh Schedule

Correct Answer
(D) Seventh Schedule
118. ভারতীয় সংবিধানের 86 নং সংশোধনে Directive Principle -এ পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য ?

(A) early childhood care and education for all children until they complete the age of six years.
(B) the state to provide free legal aid.
(C) encouraging village panchayats,
(D) prohibiting intoxicating drinks and drugs injurious to health.

Correct Answer
(A) early childhood care and education for all children until they complete the age of six years.
119. কোন রাজ্যে District Judge যুক্ত হন

(A) Governor দ্বারা
(B) High court -এর প্রধান বিচারক দ্বারা
(C) রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা
(D) রাজ্যের Advocate General দ্বারা

Correct Answer
(A) Governor দ্বারা
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p6]