WBCS 2019 Previous Year Question Paper - Page 7

120. ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়

(A) পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ।
(B) পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ।
(C) লোকসভায় এককভাবে ।
(D) রাজ্যসভায় একক ভাবে ।

Correct Answer
(A) পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ।
121. নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার কর :

Public Accounts -এর উপর Parliamentary Committee

1. লোকসভার 25 জন সদস্য -এর অধিক দ্বারা গঠিত হয় না ।

2. কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে public expenditure পরীক্ষা করে না কোন রকম technical অনিয়ম আছে কিনা জানার জন্য, উপরন্তু অর্থনৈতিক, স্বচ্ছতা, জ্ঞান এবং যথার্থতা দেখার জন্যও পরীক্ষিত হয় ।

3. ভারতের Comptroller এবং Auditor General এর রিপোর্ট পরীক্ষার জন্য ।

উপরিউল্লিখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক ?

(A) কেবলমাত্র 1
(B) 2 এবং 3
(C) কেবলমাত্র 3
(D) 1, 2 এবং 3

Correct Answer
(B) 2 এবং 3
122. নিম্নলিখিত কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ?

(A) রাষ্ট্রপতির
(B) রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের
(C) রাজ্যপালের
(D) ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য বা প্রধান বিচারকের

Correct Answer
(B) রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের
123. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ?

(A) পরিকল্পনা কমিশন
(B) আন্তঃরাজ্য কাউন্সিল
(C) নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল
(D) অর্থ কমিশন

Correct Answer
(D) অর্থ কমিশন
124. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

(A) একস্তর
(B) দ্বিস্তর
(C) তিনস্তর
(D) চারস্তর

Correct Answer
(C) তিনস্তর
125. ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় SC এবং ST -র জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত ?

(A) 54তম সংশোধন
(B) 63তম সংশোধন
(C) 111তম সংশোধন
(D) 79তম সংশোধন

Correct Answer
(D) 79তম সংশোধন
126. 121 cm দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে 77° কোণ উৎপন্ন করে । বৃত্তের ব্যাসার্ধ হল

(A) 110 cm
(B) 100 cm
(C) 90 cm
(D) 70 cm

Correct Answer
(C) 90 cm
127. 9, 12, 15, 18, 20 ও 22 -এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 -এর বদলে নেওয়া হয়

(A) 16
(B) 17
(C) 19
(D) 21

Correct Answer
(D) 21
128. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল

(A) 12 জোড়া
(B) 31 জোড়া
(C) 31
(D) 12

Correct Answer
(C) 31
129. কোন চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হল । বিমান চালক দেখবে যে

(A) বোমটি বক্রপথে চলে ঐ স্থানের পিছনে পড়ে ।
(B) বোমটি বক্রপথে চলে ঐ স্থানের সামনে পড়ে । .
(C) বোমটি উলম্বভাবে নীচে পড়ে ।
(D) বোমাটি কিছু সময় বায়ুতে স্থির থাকে ।

Correct Answer
(B) বোমটি বক্রপথে চলে ঐ স্থানের সামনে পড়ে । .
130. 'বিউটি পার্লারে' চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়

(A) ক্লোরিন
(B) সালফার
(C) ফসফরাস
(D) সিলিকন

Correct Answer
(B) সালফার
131. নীচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?

(A) ইউরিয়া
(B) অ্যামোনিয়াম নাইট্রেট
(C) পটাশিয়াম নাইট্রেট
(D) অ্যামোনিয়াম ফসফেট

Correct Answer
(A) ইউরিয়া
132. উত্তম তাপ শোষকরা হল

(A) দুর্বল বিকিরক
(B) অ-বিকিরক
(C) উত্তম বিকিরক
(D) উচ্চ পালিশযুক্ত

Correct Answer
(C) উত্তম বিকিরক
133. ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে

(A) শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য ।
(B) যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে ।
(C) বাতাসের পরিচলনস্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য ।
(D) কার্বন ডাই অক্সাইডের একটি নির্গমন পথ রাখার জন্য ।

Correct Answer
(C) বাতাসের পরিচলনস্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য ।
134. তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার

(A) পিচ (তীক্ষ্ণতা) দ্বারা
(B) কোয়ালিটি (গুণ বা জাতি) দ্বারা
(C) প্রাবল্য (তীব্রতা) দ্বারা
(D) বেগ দ্বারা

Correct Answer
(B) কোয়ালিটি (গুণ বা জাতি) দ্বারা
135. 'আলোকবর্ষ' হল

(A) এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে ।
(B) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে ।
(C) শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে ।
(D) সূর্যের চারদিকে এক বার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে ।

Correct Answer
(C) শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে ।
136. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

(A) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
(B) পৃথিবীর ঘূর্ণন
(C) তারাদের বিশাল আকার
(D) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

Correct Answer
(D) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p7]