137. যেটির pH < 7 সেটি হল
(A) লেবুর রস
(B) চুন জল
(C) মানুষের রক্ত
(D) অম্লাশক (এন্টাসিড)
(A) লেবুর রস
(A) লেবুর রস
(B) চুন জল
(C) মানুষের রক্ত
(D) অম্লাশক (এন্টাসিড)
Correct Answer
138. দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেয়া হয় । যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হল
(A) আম্লিক
(B) নিরপেক্ষ (নিউট্রাল)
(C) ক্ষারীয়
(D) ক্ষয়কারক (করোসিভ)
(C) ক্ষারীয়
(A) আম্লিক
(B) নিরপেক্ষ (নিউট্রাল)
(C) ক্ষারীয়
(D) ক্ষয়কারক (করোসিভ)
Correct Answer
139. নীচের কোনটি সিমেন্টের মূল উপাদান ?
(A) জিপসাম
(B) চুনাপাথর
(C) মাটি
(D) ছাই
(B) চুনাপাথর
(A) জিপসাম
(B) চুনাপাথর
(C) মাটি
(D) ছাই
Correct Answer
140. পিতল কোনটির মিশ্রণ ?
(A) তামা ও দস্তা
(B) তামা ও টিন
(C) তামা, নিকেল ও দস্তা
(D) তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
(A) তামা ও দস্তা
(A) তামা ও দস্তা
(B) তামা ও টিন
(C) তামা, নিকেল ও দস্তা
(D) তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
Correct Answer
144. দুটি গাড়ি, উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে । তাদের পাশাপাশি চলার বিপদ -এর কারণ
(A) তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া ।
(B) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া ।
(C) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া ।
(D) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ বেড়ে যাওয়া ।
(C) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া ।
(A) তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া ।
(B) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া ।
(C) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া ।
(D) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ বেড়ে যাওয়া ।
Correct Answer
145. প্রতি একর ভরে বেশি ক্যালরি যোগান দেয় যে খাদ্য তা হল
(A) প্রোটিন
(B) কার্বোহাইড্রেট
(C) ফ্যাট
(D) জল
(C) ফ্যাট
(A) প্রোটিন
(B) কার্বোহাইড্রেট
(C) ফ্যাট
(D) জল
Correct Answer
146. ECG লিপিবদ্ধ করে
(A) হার্টবীট (হৃদস্পন্দন) এর হার
(B) বিভব পার্থক্য
(C) ভেন্টিকুলার ঘনত্ব
(D) পাম্প করা রক্তের আয়তন
(A) হার্টবীট (হৃদস্পন্দন) এর হার
(A) হার্টবীট (হৃদস্পন্দন) এর হার
(B) বিভব পার্থক্য
(C) ভেন্টিকুলার ঘনত্ব
(D) পাম্প করা রক্তের আয়তন
Correct Answer
147. 'বায়োগ্যাসের' উপাদানগুলি
(A) কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
(B) কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
(C) কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন
(D) কার্বন ডাই অক্সাইড, ইথেন ও হাইড্রোজেন
(B) কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
(A) কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
(B) কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
(C) কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন
(D) কার্বন ডাই অক্সাইড, ইথেন ও হাইড্রোজেন
Correct Answer
148. শব্দদূষণ হয়, শব্দের (গোলমাল) মাত্রা যদি বেশি হয়
(A) 70-75 dB -এর
(B) 50-60 dB -এর
(C) 80-99 dB -এর
(D) 40-65 dB -এর
(C) 80-99 dB -এর
(A) 70-75 dB -এর
(B) 50-60 dB -এর
(C) 80-99 dB -এর
(D) 40-65 dB -এর
Correct Answer
149. কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ একি
(A) অ্যালকোহলের উপাদান অপসারিত করে ।
(B) বাড়তি গ্লাইকন সঞ্চয় করে ।
(C) বেশি উদ্দীপিত করে যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে ।
(D) বেশি ফ্যাট সঞ্চয় করে ।
(D) বেশি ফ্যাট সঞ্চয় করে ।
(A) অ্যালকোহলের উপাদান অপসারিত করে ।
(B) বাড়তি গ্লাইকন সঞ্চয় করে ।
(C) বেশি উদ্দীপিত করে যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে ।
(D) বেশি ফ্যাট সঞ্চয় করে ।
Correct Answer
150. চৌম্বক মেরুতে বিনতি কোণ—
(A) 45°
(B) 30°
(C) শূন্য
(D) 90°
(D) 90°
(A) 45°
(B) 30°
(C) শূন্য
(D) 90°
Correct Answer
151. 123 তম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
(A) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
(B) ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
(C) ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন
(D) ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন
(A) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
(A) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
(B) ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
(C) ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন
(D) ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন
Correct Answer
152. ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে ?
(A) 496
(B) 497
(C) 498
(D) 499
(B) 497
(A) 496
(B) 497
(C) 498
(D) 499
Correct Answer
153. 2018 -য় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমী পুরস্কার পান ?
(A) স্যম রকওয়েল
(B) লী স্মীথ
(C) আলেকজান্ডার দেস্প্ল্যাত
(D) রিচার্ড কিং
(A) স্যম রকওয়েল
(A) স্যম রকওয়েল
(B) লী স্মীথ
(C) আলেকজান্ডার দেস্প্ল্যাত
(D) রিচার্ড কিং
Correct Answer
154. 2018 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ?
(A) অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার
(B) ঝুম্পা লাহিড়ী
(C) অরবিন্দ এডিগা
(D) হারনান ডিয়াজ
(A) অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার
(A) অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার
(B) ঝুম্পা লাহিড়ী
(C) অরবিন্দ এডিগা
(D) হারনান ডিয়াজ
Correct Answer
155. আগামী জি 20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে ?
(A) ওসাকা
(B) ওকলাহোমা
(C) ওরলিয়েন্স
(D) ওসলো
(A) ওসাকা
(A) ওসাকা
(B) ওকলাহোমা
(C) ওরলিয়েন্স
(D) ওসলো
Correct Answer
156. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীর ক্ষমতা দেয়া হয়েছে ?
(A) 156
(B) 155
(C) 154
(D) 153
(C) 154
(A) 156
(B) 155
(C) 154
(D) 153
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p8]