WBCS 2019 Previous Year Question Paper - Page 8

137. যেটির pH < 7 সেটি হল

(A) লেবুর রস
(B) চুন জল
(C) মানুষের রক্ত
(D) অম্লাশক (এন্টাসিড)

Correct Answer
(A) লেবুর রস
138. দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেয়া হয় । যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হল

(A) আম্লিক
(B) নিরপেক্ষ (নিউট্রাল)
(C) ক্ষারীয়
(D) ক্ষয়কারক (করোসিভ)

Correct Answer
(C) ক্ষারীয়
139. নীচের কোনটি সিমেন্টের মূল উপাদান ?

(A) জিপসাম
(B) চুনাপাথর
(C) মাটি
(D) ছাই

Correct Answer
(B) চুনাপাথর
140. পিতল কোনটির মিশ্রণ ?

(A) তামা ও দস্তা
(B) তামা ও টিন
(C) তামা, নিকেল ও দস্তা
(D) তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

Correct Answer
(A) তামা ও দস্তা
144. দুটি গাড়ি, উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে । তাদের পাশাপাশি চলার বিপদ -এর কারণ

(A) তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া ।
(B) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া ।
(C) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া ।
(D) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ বেড়ে যাওয়া ।

Correct Answer
(C) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া ।
145. প্রতি একর ভরে বেশি ক্যালরি যোগান দেয় যে খাদ্য তা হল

(A) প্রোটিন
(B) কার্বোহাইড্রেট
(C) ফ্যাট
(D) জল

Correct Answer
(C) ফ্যাট
146. ECG লিপিবদ্ধ করে

(A) হার্টবীট (হৃদস্পন্দন) এর হার
(B) বিভব পার্থক্য
(C) ভেন্টিকুলার ঘনত্ব
(D) পাম্প করা রক্তের আয়তন

Correct Answer
(A) হার্টবীট (হৃদস্পন্দন) এর হার
147. 'বায়োগ্যাসের' উপাদানগুলি

(A) কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
(B) কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
(C) কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন
(D) কার্বন ডাই অক্সাইড, ইথেন ও হাইড্রোজেন

Correct Answer
(B) কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
148. শব্দদূষণ হয়, শব্দের (গোলমাল) মাত্রা যদি বেশি হয়

(A) 70-75 dB -এর
(B) 50-60 dB -এর
(C) 80-99 dB -এর
(D) 40-65 dB -এর

Correct Answer
(C) 80-99 dB -এর
149. কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ একি

(A) অ্যালকোহলের উপাদান অপসারিত করে ।
(B) বাড়তি গ্লাইকন সঞ্চয় করে ।
(C) বেশি উদ্দীপিত করে যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে ।
(D) বেশি ফ্যাট সঞ্চয় করে ।

Correct Answer
(D) বেশি ফ্যাট সঞ্চয় করে ।
150. চৌম্বক মেরুতে বিনতি কোণ—

(A) 45°
(B) 30°
(C) শূন্য
(D) 90°

Correct Answer
(D) 90°
151. 123 তম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?

(A) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
(B) ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
(C) ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন
(D) ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন

Correct Answer
(A) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
152. ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে ?

(A) 496
(B) 497
(C) 498
(D) 499

Correct Answer
(B) 497
153. 2018 -য় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমী পুরস্কার পান ?

(A) স্যম রকওয়েল
(B) লী স্মীথ
(C) আলেকজান্ডার দেস্প্ল্যাত
(D) রিচার্ড কিং

Correct Answer
(A) স্যম রকওয়েল
154. 2018 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ?

(A) অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার
(B) ঝুম্পা লাহিড়ী
(C) অরবিন্দ এডিগা
(D) হারনান ডিয়াজ

Correct Answer
(A) অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার
155. আগামী জি 20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) ওসাকা
(B) ওকলাহোমা
(C) ওরলিয়েন্স
(D) ওসলো

Correct Answer
(A) ওসাকা
156. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীর ক্ষমতা দেয়া হয়েছে ?

(A) 156
(B) 155
(C) 154
(D) 153

Correct Answer
(C) 154
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p8]