WBCS 2019 Previous Year Question Paper - Page 9

157, 'ফ্লাড অফ ফায়ার' বইটি কার লেখা ?

(A) অমিত মিত্র
(B) অমিত চৌধুরী
(C) অমিতাভ ঘোষ
(D) অতুল কে ঠাকুর

Correct Answer
(C) অমিতাভ ঘোষ
158. UNICEF -এর নবনিযুক্ত Goodwill Ambassador কে ?

(A) মিলি ববি ব্রাউন
(B) ডমিনিক লাপিয়ের
(C) দীপিকা পাড়ুকোন
(D) সালমা হায়েক

Correct Answer
(A) মিলি ববি ব্রাউন
159. চিনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত কে ?

(A) বিজয় গোখলে
(B) বিক্রম মিস্রী
(C) বিজয় অরোরা
(D) রামেন্দ্র সিং

Correct Answer
(B) বিক্রম মিস্রী
160. আই এম এফ -এর অধ্যক্ষ কে ?

(A) হরস্ট কোহলার
(B) রডরিগো র‍্যাটো
(C) ডমিনিক স্ট্রাউস
(D) খ্রিস্টিন লাগার্দে

Correct Answer
(D) খ্রিস্টিন লাগার্দে
161. মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কী ?

(A) ইব্রাহীম মোহাম্মেদ সলিহ
(B) ইব্রাহীম নাসের
(C) মোহাম্মেদ নাসীদ
(D) আব্দাল্লা ইয়ামেন

Correct Answer
(A) ইব্রাহীম মোহাম্মেদ সলিহ
162. মিউনিখ গণহত্যার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

(A) গোল্ডা মেয়ের
(B) ডেভিড বেন-গুরিয়ন
(C) লেভি এশকল
(D) শিমন পেরেস

Correct Answer
(A) গোল্ডা মেয়ের
163. বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব কে ?

(A) মাইক পম্পেও
(B) রেক্স টিলারসন
(C) হিলারি রোঢাম ক্লিন্টন
(D) ওয়ারেন ক্রিস্টফার

Correct Answer
(A) মাইক পম্পেও
164. কে 2019 -এর এপ্রিল পর্যন্ত জাপানের সম্রাট থাকবেন ?

(A) মুতসুহিতো
(B) আকিহিতো
(C) হিরোহিতো
(D) মিচিকো

Correct Answer
(B) আকিহিতো
165. দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কী ?

(A) মুন জে ইন
(B) লি জে মিউং
(C) বান কি মুন
(D) আহন চেওল সু

Correct Answer
(A) মুন জে ইন
166. সিকিমের শেষ স্বাধীন শাসক কে ?

(A) ফুন্টসগ নামগেয়াল
(B) তেনসুং নামগেয়াল
(C) তাশি নামগেয়াল
(D) পালদেন নামগেয়াল

Correct Answer
(D) পালদেন নামগেয়াল
167. প্রেসিডেন্ট ট্রাম্প কবে 'এশিয়া রিয়াসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট' -কে স্বাক্ষর করে আইনে পরিণত করেন ?

(A) 31শে ডিসেম্বর 2018
(B) 31শে অক্টোবর 2018
(C) 31শে জুলাই 2018
(D) 31শে আগস্ট 2018

Correct Answer
(A) 31শে ডিসেম্বর 2018
168. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

(A) উত্তরপ্রদেশ
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) মধ্যপ্রদেশ

Correct Answer
(B) গুজরাট
169. ইরানের মুদ্রা কী ?

(A) ইরানি রিয়াল
(B) ইরানি রুবেল
(C) ইরানি দিনার
(D) ইরানি ডলার

Correct Answer
(A) ইরানি রিয়াল
170. World Day for War Orphans কবে পালিত হয় ?

(A) 3রা জানুয়ারি
(B) 4ঠা জানুয়ারি
(C) 5ই জানুয়ারি
(D) 6ই জানুয়ারি

Correct Answer
(D) 6ই জানুয়ারি
171. সুপ্রিম কোর্টের শবরিমালা রায়ে কোন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন ?

(A) বিচারপতি ইন্দিরা ব্যানার্জী
(B) বিচারপতি নারিমান
(C) বিচারপতি খানুইল্কার
(D) বিচারপতি ইন্দু মালহোত্রা

Correct Answer
(D) বিচারপতি ইন্দু মালহোত্রা
172. এঁদের মধ্যে কে এ.আই.এম.আই.এম -এর নেতা ?

(A) জুল্ফিকর আলি
(B) আসাদুদ্দীন ওয়েসি
(C) ওয়েসুদ্দীন সিদ্দীকি
(D) দিনকার রাই

Correct Answer
(B) আসাদুদ্দীন ওয়েসি
173. ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় ?

(A) মিজোরাম
(B) ত্রিপুরা
(C) অরুণাচলপ্রদেশ
(D) সিকিম

Correct Answer
(D) সিকিম
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p9]