প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর - Part 10

91.গুপ্তযুগে পুলিশ বাহিনীর প্রধানকে কি বলা হতো?
(A) ভন্ডপাশিক
(B) চৌরধারণিক
(C) ভন্ড পাশাধীকরন
(D) উপরে সবগুলিই

Correct Answer
(C) ভন্ড পাশাধীকরন
(সাধারণ পুলিশকে বলা হত ভন্ডপাশিক, চৌরধারণিক, চাত, ভাট এবং ভন্ডিক)।
92. গুপ্তযুগে প্রাদেশিক শাসনকার্য পরিচালনা করতো কে?
(A) কুমারত্য
(B) আয়ুক্ত
(C) উপরিক
(D) A এবং B দুটোই

Correct Answer
(D) A এবং B দুটোই
(গুপ্তযুগে প্রাদেশিকশাসনকার্য পরিচালনা করতো কুমারত্য ও আয়ুক্ত নামের কর্মচারী। * প্রদেশকে বলা হতো ভুক্তি)।
93. গুপ্তযুগে সাধারণ পুলিশকে বলা হতো চৌরধারণিক।চৌরধারণিক কথার অর্থ কি?
(A) যে চোর ধরে
(B) যে চোরকে পালাতে সাহায্য করে
(C) যে চোরের সন্ধান দেয়
(D) উপরের সবগুলিই

Correct Answer
(A) যে চোর ধরে
94. গুপ্তযুগের ব্যাকরণ ও শিক্ষাবিদ কে ছিলেন?
(A) আর্যভট্ট
(B) বরাহমিহির
(C) বেতালভট্ট
(D) বররুচি

Correct Answer
(D) বররুচি
(বররুচির লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হলো-“প্রাকৃত প্রকাশ” এবং “বর্তিকা”।
95. বেতালভট্ট কে ছিলেন?
(A) একজন শিক্ষাবিদ
(B) স্থপতি
(C) ম্যাজিশিয়ান
(D) একজন গবেষক

Correct Answer
(C) ম্যাজিশিয়ান
(বেতালভট্টের বিখ্যাত বইয়ের নাম হলো ” নীতি প্রদীপ”। * এটিই ছিলো প্রাকৃত ভাষার উপর প্রথম ব্যাকরণ বই। ইনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের অন্যতম)।
96. গুপ্তযুগে মহাকাশ গবেষক কে ছিলেন?
(A) বরাহমিহির
(B) ব্রম্মগুপ্ত
(C) আর্যভট্ট
(D) ক্ষণপক

Correct Answer
(A) বরাহমিহির
(বরাহমিহিরের রচিত বিখ্যাত গ্রন্থ গুলি হলো- “পঞ্চসিদ্ধান্তিকা”, “বৃহৎসংহিতা” এবং বৃহৎজাতক।
* “পঞ্চসিদ্ধান্তিকা” পাঁচটি বিষয়ের উপর লিখিত বই-
(i) সূর্যসিদ্ধান্ত – মায়াসুরের লেখা।
(ii) পৌলিমাসিদ্ধান্ত – পৌলিমার লেখা।
(iii) বশিষ্টসিদ্ধান্ত – বিষ্ণুচন্দ্রের লেখা।
(iv) রামকসিদ্ধান্ত – সিরিসেনার লেখা।
(V) পৈতোমহাসিদ্ধান্ত – এটার লেখকরের পরিচয় পাওয়া যায় না)।
97. ” মহেন্দ্রাদিত্য” উপাধি কোন গুপ্ত সম্রাট নেন?
(A) প্রথম কুমারগুপ্ত
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) সমুদ্রগুপ্ত
(D) প্রথম চন্দ্রগুপ্ত

Correct Answer
(A) প্রথম কুমারগুপ্ত (414-454 খ্রি:)।
98. স্কন্দগুপ্তের তারিখ বিহীন ভিটারী গুহালেখ থেকে হুন আক্রমণের কাহিনী জানা যায়। কথাটি কি সত্য?
(A) কথাটি সত্য
(B) আংশিক সত্য এবং আংশিক মিথ্যা
(C) মিথ্যা
(D) শুধুমাত্র A সঠিক

Correct Answer
(C) মিথ্যা
(ভিটারী গুহালেখ নয় ভিটারী স্তম্ভ লিপি থেকে হুন আক্রমণের কাহিনী জানা যায়)।
99. কোন গুপ্তরাজা তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করেন?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) রামগুপ্ত
(C) সমুদ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত

Correct Answer
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(তৃতীয় রুদ্রসেন শকরাজা ছিলেন।তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের হাতে নিহত হন)।
100. প্রথম চন্দ্রগুপ্তের পত্নী ছিলেন বৈশালীর মানুষ।কথাটি কি সত্য?
(A) মিথ্যা
(B) আংশিক সত্য এবং আংশিক মিথ্যা
(C) সত্য
(D) শুধুমাত্র B সঠিক

Correct Answer
(C) সত্য
(প্রথম চন্দ্রগুপ্ত বৈশালীর লিচ্ছবি বংশের রাজকন্যা কুমারদেবীকে বিবাহ করেন।এবং এই কুমারদেবীর গর্ভে সমুদ্রগুপ্ত জন্ম গ্রহন করেন)।
[id:adgkhisaihp10]