প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর - Part 11

101. গুপ্তযুগে জেলার নথি সংক্রান্ত দপ্তরকে কি বলা হত?
(A) শত্যবহ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল

Correct Answer
(D) অক্ষপাতাল
102. গুপ্তযুগে গিল্ডের সভাপতিকে কি বলা হত?
(A) শত্যবহ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল

Correct Answer
(C) নগর শ্রেষ্ঠী
(গিল্ডের প্রধান বনিককে বলা হত “শত্যবহ”)।
103. গিল্ডের প্রধান কারিগরকে কি বলা হত?
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল

Correct Answer
(B) প্রথম কুলীক
104. গুপ্তযুগে প্রধান লেখক বা কেরানিকে কি বলা হত?
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল

Correct Answer
(A) কায়স্থ
105. গুপ্তযুগে শহরের প্রধানকে কি বলা হতো?
(A) পুরপাল
(B) প্রথম কুলীক
(C) নগর প্রধান
(D) অক্ষপাতাল

Correct Answer
(A) পুরপাল
106. উদয়গিরি গুহা বা মন্দির কোথায় অবস্থিত?
(A) উড়িষ্যায়
(B) বিহারে
(C) দক্ষিণ ভারতের কর্ণাটকে
(D) উত্তরপ্রদেশে

Correct Answer
(A) উড়িষ্যায়
107. গুপ্তযুগে দলিল রাখত যে কর্মচারী তাকে কি বলা হত?
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) উস্টপাল

Correct Answer
(D) উস্টপাল
108. মিহিরকুল কিসের উপাসক ছিলেন?
(A) কৃষ্ণের
(B) রামের
(C) শিবের
(D) সিতার

Correct Answer
(C) শিবের বা শৈবের উপাসক ছিলেন।
( মিহিরকুল Black Hun(ব্ল্যাক হুন) শাখার নেতা ছিলেন)।
109. “ভারতের এটিলা”- কাকে বলা হয়?
(A) তোরমানকে
(B) মিহিরকুলকে
(C) গোপরাজকে
(D) স্কন্দগুপ্তকে

Correct Answer
(B) মিহিরকুলকে
(গুপ্ত সম্রাট নরসিংহ গুপ্ত বালাদিত্য 533 খ্রিস্টাব্দে মিহিরকুলকে চূড়ান্ত ভাবে পরাজিত করেন।”মান্দাশোর লিপি” থেকে জানা যায় মিহিরকুল প্রথমে মালবের রাজা যশোধর্মনের কাছে এবং হিউয়েন-সাং এর বিবরণ থেকে জানা যায় 531/532 খ্রিস্টাব্দে নরসিংহ গুপ্ত অর্থাৎ বালাদিত্যের কাছে মিহিরকুল চূড়ান্ত ভাবে পরাজিত হন। নরসিংহ গুপ্ত “নরেন্দ্রাদিত্য”-উপাধি নিয়েছিলেন)।
110. শ্বেত হুন শাখার নেতা কে ছিলেন?
(A) তোরমান
(B) মিহিরকুল
(C) গোপরাজ
(D) স্কন্দগুপ্ত

Correct Answer
(A) তোরমান
[id:adgkhisaihp11]