101. গুপ্তযুগে জেলার নথি সংক্রান্ত দপ্তরকে কি বলা হত?
(A) শত্যবহ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
(D) অক্ষপাতাল
(A) শত্যবহ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
Correct Answer
102. গুপ্তযুগে গিল্ডের সভাপতিকে কি বলা হত?
(A) শত্যবহ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
(C) নগর শ্রেষ্ঠী
(গিল্ডের প্রধান বনিককে বলা হত “শত্যবহ”)।
(A) শত্যবহ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
Correct Answer
(গিল্ডের প্রধান বনিককে বলা হত “শত্যবহ”)।
103. গিল্ডের প্রধান কারিগরকে কি বলা হত?
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
(B) প্রথম কুলীক
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
Correct Answer
104. গুপ্তযুগে প্রধান লেখক বা কেরানিকে কি বলা হত?
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
(A) কায়স্থ
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) অক্ষপাতাল
Correct Answer
105. গুপ্তযুগে শহরের প্রধানকে কি বলা হতো?
(A) পুরপাল
(B) প্রথম কুলীক
(C) নগর প্রধান
(D) অক্ষপাতাল
(A) পুরপাল
(A) পুরপাল
(B) প্রথম কুলীক
(C) নগর প্রধান
(D) অক্ষপাতাল
Correct Answer
106. উদয়গিরি গুহা বা মন্দির কোথায় অবস্থিত?
(A) উড়িষ্যায়
(B) বিহারে
(C) দক্ষিণ ভারতের কর্ণাটকে
(D) উত্তরপ্রদেশে
(A) উড়িষ্যায়
(A) উড়িষ্যায়
(B) বিহারে
(C) দক্ষিণ ভারতের কর্ণাটকে
(D) উত্তরপ্রদেশে
Correct Answer
107. গুপ্তযুগে দলিল রাখত যে কর্মচারী তাকে কি বলা হত?
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) উস্টপাল
(D) উস্টপাল
(A) কায়স্থ
(B) প্রথম কুলীক
(C) নগর শ্রেষ্ঠী
(D) উস্টপাল
Correct Answer
108. মিহিরকুল কিসের উপাসক ছিলেন?
(A) কৃষ্ণের
(B) রামের
(C) শিবের
(D) সিতার
(C) শিবের বা শৈবের উপাসক ছিলেন।
( মিহিরকুল Black Hun(ব্ল্যাক হুন) শাখার নেতা ছিলেন)।
(A) কৃষ্ণের
(B) রামের
(C) শিবের
(D) সিতার
Correct Answer
( মিহিরকুল Black Hun(ব্ল্যাক হুন) শাখার নেতা ছিলেন)।
109. “ভারতের এটিলা”- কাকে বলা হয়?
(A) তোরমানকে
(B) মিহিরকুলকে
(C) গোপরাজকে
(D) স্কন্দগুপ্তকে
(B) মিহিরকুলকে
(গুপ্ত সম্রাট নরসিংহ গুপ্ত বালাদিত্য 533 খ্রিস্টাব্দে মিহিরকুলকে চূড়ান্ত ভাবে পরাজিত করেন।”মান্দাশোর লিপি” থেকে জানা যায় মিহিরকুল প্রথমে মালবের রাজা যশোধর্মনের কাছে এবং হিউয়েন-সাং এর বিবরণ থেকে জানা যায় 531/532 খ্রিস্টাব্দে নরসিংহ গুপ্ত অর্থাৎ বালাদিত্যের কাছে মিহিরকুল চূড়ান্ত ভাবে পরাজিত হন। নরসিংহ গুপ্ত “নরেন্দ্রাদিত্য”-উপাধি নিয়েছিলেন)।
(A) তোরমানকে
(B) মিহিরকুলকে
(C) গোপরাজকে
(D) স্কন্দগুপ্তকে
Correct Answer
(গুপ্ত সম্রাট নরসিংহ গুপ্ত বালাদিত্য 533 খ্রিস্টাব্দে মিহিরকুলকে চূড়ান্ত ভাবে পরাজিত করেন।”মান্দাশোর লিপি” থেকে জানা যায় মিহিরকুল প্রথমে মালবের রাজা যশোধর্মনের কাছে এবং হিউয়েন-সাং এর বিবরণ থেকে জানা যায় 531/532 খ্রিস্টাব্দে নরসিংহ গুপ্ত অর্থাৎ বালাদিত্যের কাছে মিহিরকুল চূড়ান্ত ভাবে পরাজিত হন। নরসিংহ গুপ্ত “নরেন্দ্রাদিত্য”-উপাধি নিয়েছিলেন)।
110. শ্বেত হুন শাখার নেতা কে ছিলেন?
(A) তোরমান
(B) মিহিরকুল
(C) গোপরাজ
(D) স্কন্দগুপ্ত
(A) তোরমান
(A) তোরমান
(B) মিহিরকুল
(C) গোপরাজ
(D) স্কন্দগুপ্ত
Correct Answer
[id:adgkhisaihp11]