111. “ধনাইদহ তাম্রশাসন”- কোন গুপ্ত রাজার?
(A) প্রথম কুমার গুপ্তের
(B) স্কন্দগুপ্তের
(C) সমুদ্রগুপ্তের
(D) দ্বিতীয় চন্দ্রগুপ্তের
(A) প্রথম কুমার গুপ্তের (415খ্রি: – 454 খ্রি:)।
(A) প্রথম কুমার গুপ্তের
(B) স্কন্দগুপ্তের
(C) সমুদ্রগুপ্তের
(D) দ্বিতীয় চন্দ্রগুপ্তের
Correct Answer
112. কোথায় সমুদ্রগুপ্তকে “লিচ্ছবি দৌহিত্য”- আখ্যা দেওয়া হয়েছে?
(A) মেহেরৌলি লিপিতে
(B) এলাহাবাদ প্রশস্তিতে
(C) সমুদ্রগুপ্তের মুদ্রায়
(D) গয়া তাম্র লেখতে
(C) সমুদ্রগুপ্তের মুদ্রায়
(A) মেহেরৌলি লিপিতে
(B) এলাহাবাদ প্রশস্তিতে
(C) সমুদ্রগুপ্তের মুদ্রায়
(D) গয়া তাম্র লেখতে
Correct Answer
113. সমুদ্রগুপ্তের শিলালেখের সংখ্যা কয়টি ?
(A) 43 টি
(B) 04 টি
(C) 11 টি
(D) 13 টি
(B) 04 টি
(এই চারটি শিলালেখের নাম হলো –
(i) এলাহাবাদ স্তম্ভলেখ (প্রশস্তি)
(ii) মধ্যপ্রদেশের এরণ স্তম্ভলেখ (প্রশস্তি)
(iii) নালন্দা তাম্রলেখ (রাজকীয় সনদ বা চার্টার)
(iv) গয়া তাম্রলেখ (রাজকীয় সনদ বা চার্টার)।
(A) 43 টি
(B) 04 টি
(C) 11 টি
(D) 13 টি
Correct Answer
(এই চারটি শিলালেখের নাম হলো –
(i) এলাহাবাদ স্তম্ভলেখ (প্রশস্তি)
(ii) মধ্যপ্রদেশের এরণ স্তম্ভলেখ (প্রশস্তি)
(iii) নালন্দা তাম্রলেখ (রাজকীয় সনদ বা চার্টার)
(iv) গয়া তাম্রলেখ (রাজকীয় সনদ বা চার্টার)।
114. গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক কি ছিলো?
(A) ময়ূর
(B) ষাঁড়
(C) সিংহ
(D) গড়ুঢ়
(D) গড়ুঢ় (বিষ্ণুর বাহন)
(তবে প্রথম কুমারগুপ্তের জনপ্রিয় শাসন প্রতীক ছিল ময়ূর)।
(A) ময়ূর
(B) ষাঁড়
(C) সিংহ
(D) গড়ুঢ়
Correct Answer
(তবে প্রথম কুমারগুপ্তের জনপ্রিয় শাসন প্রতীক ছিল ময়ূর)।
115. গুপ্তযুগের “নিউটন”- কাকে বলা হয়?
(A) আর্যভট্টকে
(B) বরাহমিহিরকে
(C) ব্রম্মগুপ্তকে
(D) কামনন্দকে
(A) আর্যভট্টকে (খ্রিস্টীয় পঞ্চম – ষষ্ঠ শতকে এই মানুষটির জন্ম হয়)।
(A) আর্যভট্টকে
(B) বরাহমিহিরকে
(C) ব্রম্মগুপ্তকে
(D) কামনন্দকে
Correct Answer
116. প্রথম কুমারগুপ্তের শাসন প্রতীক কি ছিল?
(A) বিষ্ণুর বাহন গড়ুঢ়
(B) ষাঁড়
(C) ময়ূর
(D) জোড়া বলদ
(C) ময়ূর
(A) বিষ্ণুর বাহন গড়ুঢ়
(B) ষাঁড়
(C) ময়ূর
(D) জোড়া বলদ
Correct Answer
117. অজন্তা বর্তমানে কোথায় অবস্থিত?
(A) মধ্যপ্রদেশে
(B) উত্তরপ্রদেশে
(C) মহারাষ্ট্রে
(D) কর্ণাটকে
(C) মহারাষ্ট্রে (পশ্চিম ভারতে)
গুপ্ত বাকাটক শাসনকালে ভারতের মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরার স্থাপত্য-ভাস্কর্য-চিত্রশিল্প সত্যিই বিস্ময়কর।পাথর নির্মিত গুহা,সুশোভিত স্তম্ভ,জলরঙে আঁকা ছবিগুলি অনন্য।এখানকার গুহা গুলিতে বুদ্ধ ও জাতকের কাহিনী,রাজা ও রাজপ্রাসাদ,রানী ও তার অন্তঃপুর, কৃষক-সন্ন্যাসীর চিত্রগুলি অতুলনীয়।বর্ণে ও রেখায়, ভাবে ও ব্যঞ্জনায় অজন্তা ইলোরার গুহাচিত্র গুলি আজও দর্শকের মন হরণ করে)।
(A) মধ্যপ্রদেশে
(B) উত্তরপ্রদেশে
(C) মহারাষ্ট্রে
(D) কর্ণাটকে
Correct Answer
গুপ্ত বাকাটক শাসনকালে ভারতের মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরার স্থাপত্য-ভাস্কর্য-চিত্রশিল্প সত্যিই বিস্ময়কর।পাথর নির্মিত গুহা,সুশোভিত স্তম্ভ,জলরঙে আঁকা ছবিগুলি অনন্য।এখানকার গুহা গুলিতে বুদ্ধ ও জাতকের কাহিনী,রাজা ও রাজপ্রাসাদ,রানী ও তার অন্তঃপুর, কৃষক-সন্ন্যাসীর চিত্রগুলি অতুলনীয়।বর্ণে ও রেখায়, ভাবে ও ব্যঞ্জনায় অজন্তা ইলোরার গুহাচিত্র গুলি আজও দর্শকের মন হরণ করে)।
118. কোন গ্রন্থের প্রধান চরিত্র অগ্নিমিত্র?
(A) মালবিকাগ্নিমিত্রম
(B) রঘু বংশ
(C) কুমার সম্ভব
(D) মেঘদূত
(A) মালবিকাগ্নিমিত্রম (মহাকবি কালিদাস গুপ্তযুগে “মালবিকাগ্নিমিত্রম”
নামে এই নাটকটি লেখেন।এই নাটকের নায়ক অগ্নিমিত্র।তার পিতা ছিলেন সুঙ্গ
বংশের প্রতিষ্ঠাতা পূষ্যমিত্র শূঙ্গ।পূষ্যমিত্র শূঙ্গের অশ্বমেধ যজ্ঞের কথা
ও অগ্নিমিত্রের বিদর্ভের বিরুদ্ধে যুদ্ধের কথা এই নাটক থেকে জানা
যায়।মালবিকার সাথে রাজা অগ্নিমিত্রের প্রণয় কাহিনী এই নাটকের মূল
বিষয়বস্তু।
** সাধারণত মনে করা হয় কালিদাস ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজদরবারের তথাকথিত নবরত্নের মধ্যে উজ্জ্বল রত্ন।কবি ও নাট্যকার হিসাবে প্রসিদ্ধ।
** উজ্জয়নীর এই নিষ্ঠাবান ব্রাম্মন সন্তান শৈব ধর্মের অনুরাগী ছিলেন।
** কালিদাসের লেখা এপর্যন্ত জ্ঞাত নাটক তিনটি–
(i) মালবিকাগ্নিমিত্রম
(ii) বিক্রমোবর্শী
(iii) অভিজ্ঞান শকুন্তলা
** কালিদাসের কাব্যের সংখ্যা চারটি —
(i) রঘু বংশ
(ii) কুমার সম্ভব
(iii) মেঘদূত
(iv) ঋতুসংহার)
(A) মালবিকাগ্নিমিত্রম
(B) রঘু বংশ
(C) কুমার সম্ভব
(D) মেঘদূত
Correct Answer
** সাধারণত মনে করা হয় কালিদাস ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজদরবারের তথাকথিত নবরত্নের মধ্যে উজ্জ্বল রত্ন।কবি ও নাট্যকার হিসাবে প্রসিদ্ধ।
** উজ্জয়নীর এই নিষ্ঠাবান ব্রাম্মন সন্তান শৈব ধর্মের অনুরাগী ছিলেন।
** কালিদাসের লেখা এপর্যন্ত জ্ঞাত নাটক তিনটি–
(i) মালবিকাগ্নিমিত্রম
(ii) বিক্রমোবর্শী
(iii) অভিজ্ঞান শকুন্তলা
** কালিদাসের কাব্যের সংখ্যা চারটি —
(i) রঘু বংশ
(ii) কুমার সম্ভব
(iii) মেঘদূত
(iv) ঋতুসংহার)
119. কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিলো “অপ্রতিরথ”?
(A) সমুদ্রগুপ্তের
(B) প্রথম চন্দ্রগুপ্তের
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্তের
(D) স্কন্দগুপ্তের
(A) সমুদ্রগুপ্তের
(335/340 – 375/380 খ্রিস্টাব্দ)।
(A) সমুদ্রগুপ্তের
(B) প্রথম চন্দ্রগুপ্তের
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্তের
(D) স্কন্দগুপ্তের
Correct Answer
(335/340 – 375/380 খ্রিস্টাব্দ)।
120. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্তরাজা স্থাপন করেন?
(A) সমুদ্রগুপ্ত
(B) প্রথম চন্দ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) প্রথম কুমারগুপ্ত
(D) প্রথম কুমারগুপ্ত(415 – 454 খ্রি:)।
(A) সমুদ্রগুপ্ত
(B) প্রথম চন্দ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) প্রথম কুমারগুপ্ত
Correct Answer
[id:adgkhisaihp12]