121. “গ্রীস দেশের পেরিক্লীয় যুগের সাথে গুপ্তযুগের তুলনা”-করেছেন কোন ঐতিহাসিক?
(A) এলফিনস্টোন
(B) ভিনসেন্ট স্মিথ
(C) বানেট
(D) মহিবুল হাসান
(C) বানেট (ইনি ছিলেন গ্রীক ঐতিহাসিক)।
(A) এলফিনস্টোন
(B) ভিনসেন্ট স্মিথ
(C) বানেট
(D) মহিবুল হাসান
Correct Answer
122. “নীধিধর্ম” কিসের সাথে যুক্ত?
(A) রাজস্ব ব্যবস্থার সাথে
(B) ভূমি ব্যবস্থার সাথে
(C) জমিদারী ব্যবস্থার সাথে
(D) পরিবহন ব্যবস্থার সাথে
(B) ভূমি ব্যবস্থার সাথে
(A) রাজস্ব ব্যবস্থার সাথে
(B) ভূমি ব্যবস্থার সাথে
(C) জমিদারী ব্যবস্থার সাথে
(D) পরিবহন ব্যবস্থার সাথে
Correct Answer
123. কবে “বিক্রম সম্বত”বা “বিক্রম সংবৎ”- চালু হয় বলে মনে করা হয়?
(A) 78 খ্রিস্টাব্দে
(B) খ্রিষ্টীয় প্রথম শতকে
(C) 58 খ্রি:পূ:
(D) 251 খ্রি:পূ:
(C) 58 খ্রি:পূ:
(উজ্জয়নীর নগরীর জনৈক চন্দ্র বংশীয় রাজা বিক্রমাদিত্য শকদের পরাজিত করে তার বিজয় উপলক্ষে 58 খ্রিষ্টপূর্বাদে চালু করেন চান্দ্র অব্দ বিক্রম সংবৎ। এটি 56.7 বছর এগিয়ে রয়েছে “গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি থেকে)।
(A) 78 খ্রিস্টাব্দে
(B) খ্রিষ্টীয় প্রথম শতকে
(C) 58 খ্রি:পূ:
(D) 251 খ্রি:পূ:
Correct Answer
(উজ্জয়নীর নগরীর জনৈক চন্দ্র বংশীয় রাজা বিক্রমাদিত্য শকদের পরাজিত করে তার বিজয় উপলক্ষে 58 খ্রিষ্টপূর্বাদে চালু করেন চান্দ্র অব্দ বিক্রম সংবৎ। এটি 56.7 বছর এগিয়ে রয়েছে “গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি থেকে)।
124. গুপ্তযুগে জমির ফসলের 1/6 অংশ রাজস্বকে কি বলা হতো?
(A) ভাগ
(B) ভোগ
(C) উপরিক
(D) পিদিভরি
(A) ভাগ
(কর্মচারীদের বেতন বাবদ আদায় করা হত “ভোগ”)।
(A) ভাগ
(B) ভোগ
(C) উপরিক
(D) পিদিভরি
Correct Answer
(কর্মচারীদের বেতন বাবদ আদায় করা হত “ভোগ”)।
125. “অ্যাপথালাইটস্”- কাদের নাম?
(A) শ্বেত হুনদের
(B) ব্ল্যাক হুন(কালো হুন)দের
(C) শকদের
(D) গুপ্তযুগের জাহাজের ক্যাপ্টেনকে বলা হতো
(A) শ্বেত হুনদের
(শ্বেত হুনদের নেতা ছিলেন তোরমান। * তোরমানের পুত্র মিহিরকুল ছিলেন ব্ল্যাক হুনদের নেতা)।
(A) শ্বেত হুনদের
(B) ব্ল্যাক হুন(কালো হুন)দের
(C) শকদের
(D) গুপ্তযুগের জাহাজের ক্যাপ্টেনকে বলা হতো
Correct Answer
(শ্বেত হুনদের নেতা ছিলেন তোরমান। * তোরমানের পুত্র মিহিরকুল ছিলেন ব্ল্যাক হুনদের নেতা)।
126. “বাগ গুহা”- কোথায় অবস্থিত?
(A) মহারাষ্ট্রে
(B) কর্ণাটকে
(C) মধ্যপ্রদেশে
(D) উত্তরপ্রদেশে
(C) মধ্যপ্রদেশে
(A) মহারাষ্ট্রে
(B) কর্ণাটকে
(C) মধ্যপ্রদেশে
(D) উত্তরপ্রদেশে
Correct Answer
127. প্রথম কুমারগুপ্ত পরে অন্য একটি ধৰ্ম গ্রহণ করেছিলেন সেটি কি ?
(A) বৌদ্ধ ধর্ম
(B) জৈন ধৰ্ম
(C) আজীবক ধর্ম
(D) শৈব ধর্ম
(A) বৌদ্ধ ধর্ম
(প্রথম কুমারগুপ্ত প্রথমে দেবতা কার্তিকের উপাসক ও ভক্ত ছিলেন।পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহন করেন। * তার রাজত্বের শেষের দিকে নর্মদার মেকলা অঞ্চলের পুষ্যমিত্র উপজাতির নেতা নরেন্দ্রসেন আক্রমণ করলে তা তিনি প্রতিহত করেন। * প্রথম কুমারগুপ্ত(414 – 454) “মহেন্দ্রাদিত্য” উপাধি নেন)।
(A) বৌদ্ধ ধর্ম
(B) জৈন ধৰ্ম
(C) আজীবক ধর্ম
(D) শৈব ধর্ম
Correct Answer
(প্রথম কুমারগুপ্ত প্রথমে দেবতা কার্তিকের উপাসক ও ভক্ত ছিলেন।পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহন করেন। * তার রাজত্বের শেষের দিকে নর্মদার মেকলা অঞ্চলের পুষ্যমিত্র উপজাতির নেতা নরেন্দ্রসেন আক্রমণ করলে তা তিনি প্রতিহত করেন। * প্রথম কুমারগুপ্ত(414 – 454) “মহেন্দ্রাদিত্য” উপাধি নেন)।
128. গুপ্তরাজরা নিচের কোন উপাধিটি নিতেন?
(A) পরমদৈবত, ভট্টারক
(B) মহারাজাধিরাজ, পৃথ্বীপাল, চক্রবর্তী
(C) পরমেশ্বর , সম্রাট, একাধিরাজ
(D) উপরের সবগুলিই
(D) উপরের সবগুলিই
(A) পরমদৈবত, ভট্টারক
(B) মহারাজাধিরাজ, পৃথ্বীপাল, চক্রবর্তী
(C) পরমেশ্বর , সম্রাট, একাধিরাজ
(D) উপরের সবগুলিই
Correct Answer
129. গুপ্ত শাসন কার্যে সাহায্য করত প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীকে কি বলা হতো?
(A) অমাত্য
(B) মন্ত্রী বা সচিব
(C) সর্বাধ্যক্ষ
(D) মহাসেনাপতি
(B) মন্ত্রী বা সচিব
(A) অমাত্য
(B) মন্ত্রী বা সচিব
(C) সর্বাধ্যক্ষ
(D) মহাসেনাপতি
Correct Answer
130. “ভিতরগাঁও”-এর মন্দির কোথায় অবস্থিত?
(A) ঝাঁসিতে
(B) নাগপুরে
(C) মহারাষ্ট্রে
(D) কানপুরে
(D) কানপুরে
(A) ঝাঁসিতে
(B) নাগপুরে
(C) মহারাষ্ট্রে
(D) কানপুরে
Correct Answer
[id:adgkhisaihp13]