প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর - Part 15

141. “মুদ্রারাক্ষস”- নাটকটি কার রচিত?
(A) বিশাখ দত্তের
(B) শূদ্রকের
(C) তুলসী দাসের
(D) কৌটিল্যের

Correct Answer
(A) বিশাখদত্তের
(বিশাখদত্তের সময়কাল যথেষ্ট বিতর্কিত হলেও তিনি গুপ্তযুগের মানুষ ছিলেন।দুটি বিখ্যাত নাটক তিনি রচনা করেছিলেন যেগুলি ইতিহাস রচনার কাজেও লাগে। এগুলি হলো “মুদ্রারাক্ষস” ও “দেবীচন্দ্রগুপ্তম”।
(i) মুদ্রারাক্ষস নাটকে চাণক্য বা কৌটিল্যের সাহায্যে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তার বর্ণনা আছে।
(ii) আর “দেবীচন্দ্রগুপ্তম”- নাটকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল ও তার অগ্রজ রামগুপ্তের কাহিনী বর্ণিত আছে)।
142. “মৃচ্ছ্কটিকম্”- কার রচনা?
(A) বিশাখ দত্তের
(B) শূদ্রকের
(C) তুলসী দাসের
(D) কৌটিল্যের

Correct Answer
(B) শূদ্রকের
143. “কিরাতার্জুনীয়ম্”- গ্রন্থটি কার রচিত?
(A) ভবদেব ভট্টির
(B) দন্ডিনের
(C) ভামহরের
(D) ভারবির

Correct Answer
(D) ভারবির
144. “ভট্টিকাব্য”- কার রচনা?
(A) ভবদেব ভট্টির
(B) দন্ডিনের
(C) ভামহরের
(D) ব্যাৎসায়নের

Correct Answer
(A) ভবদেব ভট্টির
145. “পঞ্চতন্ত্র”- লেখেন কে?
(A) বিষ্ণুশর্মা
(B) দন্ডিন
(C) ভামহর
(D) ব্যাৎসায়ন

Correct Answer
(A) বিষ্ণুশর্মা
146. “দশকুমারচরিত”- কার রচনা?
(A) নারায়ণ শর্মার
(B) দন্ডিনের
(C) ভামহরের
(D) ব্যাৎসায়নের

Correct Answer
(B) দন্ডিনের
147. “কাব্যালঙ্কার”- কার রচিত?
(A) নারায়ণ শর্মার
(B) দন্ডিনের
(C) ভামহরের
(D) ব্যাৎসায়নের

Correct Answer
(C) ভামহরের
148. “কামসূত্র”-এর লেখক কে?
(A) নারায়ণ শর্মা
(B) দন্ডিন
(C) কবি গোপাল
(D) ব্যাৎসায়ন

Correct Answer
(D) ব্যাৎসায়ন
149. “হিতোপদেশ”- যিনি রচনা করেছেন তার নাম কি?
(A) নারায়ণ শর্মা
(B) দন্ডিন
(C) কবি গোপাল
(D) মুকুন্দ দাস

Correct Answer
(A) নারায়ণ শর্মা
150. “পার্বতী মন্দির”- কোথায় অবস্থিত?
(A) মধ্যপ্রদেশের এরণে
(B) নাচনা কুঠারায়
(C) দেওঘরে
(D) কানপুরে

Correct Answer
(B) নাচনা কুঠারায়
[id:adgkhisaihp15]