151. সবথেকে বেশি সখ্যক মন্ত্র (শ্লোক) কোন বেদে সংকলিত আছে?
(A) ঋক বেদে
(B) সাম বেদে
(C) যযুর বেদে
(D) অথর্ব বেদে
(A) ঋক বেদে
(A) ঋক বেদে
(B) সাম বেদে
(C) যযুর বেদে
(D) অথর্ব বেদে
Correct Answer
152. বেদের কোন অংশে আত্মা ও পরমাত্মা সম্পর্কিত দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে?
(A) সংহিতা
(B) ব্রাম্মন
(C) আরণ্যক
(D) উপনিষদে
(D) উপনিষদে (এটি বেদের শেষ ভাগ।বেদ চার ভাগে বিভক্ত সংহিতা ,ব্রাম্মন, আরণ্যক ও উপনিষদ)।
(A) সংহিতা
(B) ব্রাম্মন
(C) আরণ্যক
(D) উপনিষদে
Correct Answer
153. কোন বৌদ্ধধর্ম গ্রন্থে বুদ্ধের পূর্বজীবন গুলির কাহিনী গুলি বর্ণিত আছে?
(A) বিনয় পিটকে
(B) সূত্ত পিটকে
(C) অভিধম্ম পিটকে
(D) জাতকে
(D) জাতকে
(A) বিনয় পিটকে
(B) সূত্ত পিটকে
(C) অভিধম্ম পিটকে
(D) জাতকে
Correct Answer
154. নিচের কোন গ্রন্থটি রাস্ত্রকূট রাজ অমোঘবর্ষ রচিত?
(A) রত্নাবলি
(B) কবিরাজমার্গ
(C) A এবং B উভয়ই
(D) উপরের কোনোটিই নয়
(C) A এবং B উভয়ই
(A) রত্নাবলি
(B) কবিরাজমার্গ
(C) A এবং B উভয়ই
(D) উপরের কোনোটিই নয়
Correct Answer
155. ব্যাকট্রিয় রাজ মিনান্দার এবং বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের মধ্যে কথোপকথনের ওপর রচিত গ্রন্থের নাম কি?
(A) অঙ্গুত্তরনিকয়
(B) সি-ইউ-কি
(C) ফো-কুয়ো-কিং
(D) মিলিন্দপঞ্চহ
(D) মিলিন্দপঞ্চহ( বা মিলিন্দের প্রশ্ন। এটি রচনা করেন নাগসেন
(A) অঙ্গুত্তরনিকয়
(B) সি-ইউ-কি
(C) ফো-কুয়ো-কিং
(D) মিলিন্দপঞ্চহ
Correct Answer
156. কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী জানতে পারা যায়?
(A) অর্থশাস্ত্র
(B) সি-ইউ-কি
(C) ইন্ডিকা
(D) কিতাব উল রাহেলা
(C) ইন্ডিকা( গ্রন্থটি রচনা করেন মেগাস্থিনিস ইনার এই গ্রন্থটিকে “ভারত
কোষ” বলা হয়। এই গ্রিক পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে (304-299
খ্রিস্টপূর্ব) ভারতে আসেন)।
(A) অর্থশাস্ত্র
(B) সি-ইউ-কি
(C) ইন্ডিকা
(D) কিতাব উল রাহেলা
Correct Answer
157. “দেবী চন্দ্রগুপ্তমের”- রচিয়তা কে?
(A) শূদ্রক
(B) চক্রপানি দত্ত
(C) বিশাখ দত্ত
(D) কালিদাস
(C) বিশাখ দত্ত (এটি একটি নাটক)।
(A) শূদ্রক
(B) চক্রপানি দত্ত
(C) বিশাখ দত্ত
(D) কালিদাস
Correct Answer
158. নিচের কোন গ্রন্থটি চক্রপানি দত্তের রচিত?
(A) চিকিৎসা সংগ্রহ
(B) শব্দ চন্দ্রিকা
(C) দ্রব্যগুন সংগ্রহ
(D) উপরের সবকটিই
(D) উপরের সবকটিই
(A) চিকিৎসা সংগ্রহ
(B) শব্দ চন্দ্রিকা
(C) দ্রব্যগুন সংগ্রহ
(D) উপরের সবকটিই
Correct Answer
159. নিচের কোন গ্রন্থটি জ্যোতিষ শাস্ত্রের ওপর রচিত?
(A) শব্দ চন্দ্রিকা
(B) মিতাক্ষরা
(C) পঞ্চসিদ্ধান্তিকা
(D) মাধ্যমিকসূত্র
(C) পঞ্চসিদ্ধান্তিকা(এটি রচনা করেন বরাহমিহির গুপ্ত যুগে। বরাহমিহিরের আর একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সূর্যসিদ্ধান্ত)
(A) শব্দ চন্দ্রিকা
(B) মিতাক্ষরা
(C) পঞ্চসিদ্ধান্তিকা
(D) মাধ্যমিকসূত্র
Correct Answer
160. “ভগবতীসূত্র”- কোন ধর্মের গ্রন্থ?
(A) বৌদ্ধ ধর্মের
(B) জৈন ধর্মের
(C) আজীবক ধর্মের
(D) হিন্দু ধর্মের
(B) জৈন ধর্মের ( জৈনদের প্রধান ধর্ম গ্রন্থ হল “দ্বাদশ অঙ্গ”)।
(A) বৌদ্ধ ধর্মের
(B) জৈন ধর্মের
(C) আজীবক ধর্মের
(D) হিন্দু ধর্মের
Correct Answer
[id:adgkhisaihp16]