প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর - Part 05

41. গুপ্ত যুগের অফিসিয়াল ভাষা কি ছিলো?
(A) প্রাকৃত
(B) ব্রাম্মী
(C) খরেস্ট্রি
(D) সংস্কৃত

Correct Answer
(D) সংস্কৃত
(কিন্তু মৌখিক ভাষা ছিলো প্রাকৃত।আর সরকারি ভাষা ছিলো সংস্কৃত)।
42. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সামন্ত কে ছিলেন?
(A) দর্ভপানি
(B) অমর কাদের
(C) কেদার মিশ্র
(D) মারফৎ আলী

Correct Answer
(B) অমর কাদের
(ইনি ছিলেন সাঁচির সেনাপতি)।
43. গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রাকে কি বলাহত?
(A) দিনার
(B) আশরাফি
(C) জিতল
(D) গুপ্ত সম্বৎ

Correct Answer
(A) দিনার
44. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বিখ্যাত টিকাকার কে ছিলেন?
(A) মল্লিনাথ
(B) দিকনাগ
(C) সোমদেব ভট্ট
(D) বীরসেন

Correct Answer
(A) মল্লিনাথ
45. গুপ্ত যুগে ধর্মশাস্ত্রের বিখ্যাত ভাষ্যকর কে ছিলেন?
(A) জগবন্ধু
(B) বিক্রম শেঠ
(C) দিগাচার্য
(D) দিগনাগ

Correct Answer
(C) দিগাচার্য
46. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চৈনিক পর্যটক ভারতে আসেন?
(A) হিয়েন সাং
(B) মেগাস্থিনিস
(C) ফা-ইয়েন
(D) সেলুকাস নিকেটর

Correct Answer
(C) ফা-ইয়েন
(তার রচিত বিখ্যাত গ্রন্থের নাম ফো-কুয়ো-কিং (ভারত ভ্রমণ সংক্রান্ত)বা বৌদ্ধ রাজ্যগুলির বিবরণ।তিনি ভারতে ছিলেন 399-414 খ্রি: পর্যন্ত)।
47. স্কন্দ গুপ্তের কোন শিলালিপিতে হুন এবং পষ‍্যুমিত্রকে তার সবথেকে ভয়ঙ্কর শত্রু হিসাবে বর্ণনা করেছেন?
(A) এলাহাবাদ পিলার শিলালিপি
(B) মেহেরৌলি পিলার লিপি
(C) জুনাগর শিলালেখ
(D) এলাহাবাদ প্রশস্তি

Correct Answer
(A) এলাহাবাদ পিলার শিলালিপি
48. কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) প্রথম কুমার গুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত

Correct Answer
(B) প্রথম কুমার গুপ্ত
(সম্ভবতঃ গুপ্তযুগে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। খ্রীষ্টিয় পঞ্চম শতকে গুপ্তরাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র প্রথম কুমার গুপ্ত এটি স্থাপন করেন। তিনি “মহেন্দ্রাদিত্য” উপাধি নিয়েছিলেন)।
49. “দেবী চন্দ্রগুপ্তম”- নাটকটি কার লেখা?
(A) শূদ্রকের
(B) কালিদাসের
(C) বিশাখ দত্তের
(D) তুলসী দাসের

Correct Answer
(C) বিশাখ দত্তের
(এই নাটকটি থেকে সমুদ্র গুপ্তের পর তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত সিংহাসনে বসেন তার কাহিনী জানা যায়)।
50. রামগুপ্তকে হত্যা করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধ্রুবদেবীকে বিবাহ করেন। ধ্রুবদেবীর পুত্রের নাম কি?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) প্রথম কুমার গুপ্ত
(C) বুধ গুপ্ত
(D) ভানু গুপ্ত

Correct Answer
(B) প্রথম কুমার গুপ্ত(414-454)।
(এ কথা জানা যায় বিশাখ দত্তের “দেবী চন্দ্রগুপ্তম”- নাটক থেকে। তিনি প্রায় 40 বছর(414-454) রাজত্ব করেন)।
[id:adgkhisaihp5]