প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর - Part 06

51. শক কতৃক রামগুপ্তের পরাজয় কোন বইতে উল্লেখিত আছে?
(A) নীতিসারে
(B) দেবী চন্দ্রগুপ্তমে
(C) হর্ষচরিতে
(D) কাব্যমীমাংসায়

Correct Answer
(B) দেবী চন্দ্রগুপ্তমে
(এটি একটি নাটক। এই নাটকটি রচনা করেছেন বিশাখ দত্ত)।
52. “মেহেরৌলি প্রশস্তি”- কোন গুপ্ত রাজার?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্তের
(B) সমুদ্র গুপ্তের
(C) প্রথম কুমার গুপ্তের
(D) বিষ্ণু গুপ্তের

Correct Answer
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্তের (380-414 খ্রি:)।
* এটি কুতুবমিনারের কাছে দিল্লীতে অবস্থিত)।
53. সিংহলের কোন রাজা সমুদ্র গুপ্তের সভায় দূত পাঠান?
(A) বিক্রম সিংহক
(B) মেঘলাল
(C) শিলাদিত্য
(D) মেঘবর্ম/মেঘবর্ন

Correct Answer
(D) মেঘবর্ম/মেঘবর্ন
(ইনি ছিলেন সিংহলের রাজা। ইনি সমুদ্র গুপ্তের অনুমতি নিয়ে বুদ্ধগয়ায় একটি বৌদ্ধ মঠ নির্মাণ করেন।
* উত্তর পশ্চিম ভারতের কুষান বংশীয় রাজা দৈবপুত্র শাহী শাহানুশাহী সমুদ্র গুপ্তের রাজসভায় দূত পাঠান এবং ভালো সম্পর্কও স্থাপন করেন।
* সুবর্ণ দ্বীপের(জাভা, যবদ্বীপ, মালায়)রাজরাও সমুদ্র গুপ্তের সঙ্গে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হন)।
54. কে সমুদ্র গুপ্তকে “ভারতের নেপোলিয়ন”- বলেন?
(A) এলফিনস্টোন
(B) রুদেলা
(C) ভিনসেন্ট স্মিথ
(D) নেপিয়ার

Correct Answer
(C) ভিনসেন্ট স্মিথ
(ইনি হলেন ইংরেজ ঐতিহাসিক)।
55. ফা-ইয়েনের বর্ণনায় কোন নগরীর উল্লেখ আছে?
(A) পাটলিপুত্রের
(B) মথুরা
(C) উজ্জয়নী
(D) সুরাট

Correct Answer
(A) পাটলিপুত্রের
(ফা-ইয়েনের গ্রন্থের নাম “বৌদ্ধ রাজ্য গুলির বিবরণ বা ফো-কুয়ো-কিং”)।
* ফা-ইয়েন ভারতে ছিলেন (399-414) বছর।
56. দ্বিতীয় চন্দ্রগুপ্তের (380-414)উপাধি কি ছিলো?
(A) বিক্রমাদিত্য
(B) শকারী
(C) পরম ভাগবত
(D) উপরের সবগুলিই

Correct Answer
(D) উপরের সবগুলিই
56. প্রথম কুমার গুপ্তের পর সিংহাসনে বসেন কে?
(A) ভানু গুপ্ত
(B) বৈন গুপ্ত
(C) বিষ্ণু গুপ্ত
(D) স্কন্দ গুপ্ত

Correct Answer
(D) স্কন্দ গুপ্ত (455-467 খ্রি:)
57. “কথাসরিৎসাগর”- কার রচনা?
(A) ভবভূতি ভট্টের
(B) সোমদেব ভট্টের
(C) রাজশেখর বসুর
(D) হর্ষবর্ধনের

Correct Answer
(B) সোমদেব ভট্টের
58. গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য ব্যক্তি কে ছিলেন?
(A) বরাহমিহির
(B) সুশ্রুত
(C) চক্রপানি দত্ত
(D) বাগভট্ট

Correct Answer
(D) বাগভট্ট
(বাগভট্টের রচিত দুটি গ্রন্থ হলো-
(i) অষ্টাঙ্গ সংগ্রহ এবং
(ii) অষ্টাঙ্গ হৃদয় সংহিতা)
59. “বিক্রমাদিত্য”- শব্দের অর্থ কি?
(A) সূর্যের মতো দেখতে
(B) তেজস্বী
(C) ক্ষমতার সূর্য
(D) বিক্রমশীল

Correct Answer
(C) ক্ষমতার সূর্য (Sun of Power)
* “বিক্রমাদিত্য” উপাধিটি ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত)।
60. প্রথম কুমার গুপ্ত কার উপাসনা করতেন?
(A) শিবের
(B) কার্তিকের
(C) কৃষ্ণের
(D) দুর্গার

Correct Answer
(B) কার্তিকের
(প্রথম কুমার গুপ্ত হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র। প্রথম কুমার গুপ্তের সময়কাল হলো (414-455)।
[id:adgkhisaihp6]