১। লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন।
(ক) সরলাদেবী চৌধুরানী (খ) হেমাঙ্গিনী দাস (গ) বীনা দাস (ঘ) কুমুদিনী মিত্র
উত্তরঃ (ক) সরলাদেবী চৌধুরানী
২। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের অন্যতম মহিলা নেত্রী ছিলেন।
(ক) সরলাদেবী চৌধুরানী (খ) বীনা দাস (গ) সুনীতি দাস (ঘ) মাতঙ্গিনী হাজরা
উত্তরঃ (ক) সরলাদেবী চৌধুরানী
৩। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন হয়েছিল
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে (গ) ১৯২০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
৪। বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দের
(ক) ১৬ অক্টোবর (খ) ২৬ জুন (গ) ১৫ আগস্ট (ঘ) ২৬ জানুয়ারি
উত্তরঃ (ক) ১৬ অক্টোবর
৫৷ ইয়ং ইন্ডিয়া’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) সি আর দাস (খ) নেহরু (গ) ভগত সিং (ঘ) গান্ধীজি
উত্তরঃ (ঘ) গান্ধীজি
৬। অহিংস অসহযোগ আন্দোলন ঘোষিত হয়।
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
৭। কোন বাঙালি নারী অহিংস অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন?
(ক) বাসন্তী জানা (খ) বাসন্তী রায় (গ) বাসন্তী দাশ (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তরঃ (গ) বাসন্তী দাশ
৮। কোন মহিলা কংগ্রেসের নেত্রী রেডিয়োতে প্রচার করতেন?
(ক) বাসন্তী দেবী (খ) উষা মেহতা (গ) কনকলতা (ঘ) অরুণা আসফ আলি
উত্তরঃ (খ) উষা মেহতা
৯। গান্ধিবুড়ি’ বলা হয়
(ক) মাতঙ্গিনী হাজরাকে (খ) সরলাদেবীকে (গ) বাসন্তী দেবীকে (ঘ) সরোজিনী নাইডুকে
উত্তরঃ (ক) মাতঙ্গিনী হাজরাকে
১০। আইন অমান্য আন্দোলনে কোন্ নারী শহিদ হন?
(ক) বাসন্তী দেবী (খ) গুইডালু (গ) কনকলতা (ঘ) উর্মিবালা
উত্তরঃ (ঘ) উর্মিবালা
১১। রানি গুইডালু কোন্ রাজ্যে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন?
(ক) আসাম (খ) নাগাভূমি (গ) ত্রিপুরা (ঘ) কোচবিহার
উত্তরঃ (খ) নাগাভূমি
১২। বোম্বাই শহরে স্বাধীনতার আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী হলেন।
(ক) অরুণা আসফ আলি (খ) উষা মেহতা (গ) কমলা নেহরু (ঘ) কস্তুরবা গান্ধি
উত্তরঃ (ক) অরুণা আসফ আলি
১৩। দীপালি সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন।
(ক) নেলী সেনগুপ্ত (খ) লীলা নাগ (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) কল্পনা দত্ত
উত্তরঃ (খ) লীলা নাগ
১৪। চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয়ান ক্লাবে কোন মহিলা বিপ্লবী আক্রমণ চালান?
(ক) প্রীতিলতা ওয়াদ্দেদার (খ) কল্পনা দত্ত (ঘ) নেলী সেনগুপ্ত (গ) বীনা দাস
উত্তরঃ (খ) কল্পনা দত্ত
১৫। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের ‘স্ব-নিয়োজিত স্বেচ্ছাসেবক’ কারা ছিল?
(ক) শ্রমিক শ্রেণি (খ) কৃষক শ্রেণি (গ) ছাত্র শ্রেণি (ঘ) বুদ্ধিজীবী শ্রেণি
উত্তরঃ (গ) ছাত্র শ্রেণি
১৬। শান্তি ও সুনীতি কোন ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন?
(ক) বার্জ (খ) পেটি (গ) ডগলাস (ঘ) স্টিভেনসন
উত্তরঃ (ঘ) স্টিভেনসন
১৭। পূর্ব খান্দেশে স্বাধীনতা আন্দোলনে কে নেতৃত্ব দেন ?
(ক) লীলা পালিত (খ) নানা পাতিল (গ) অরুণা আসফ আলি (ঘ) উষা মেহতা
উত্তরঃ (গ) অরুণা আসফ আলি
১৮। কার্লাইল কে ছিলেন?
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দের বাংলার শিক্ষাসচিব (খ) বড়োলাট (গ) বাংলার গভর্নর (ঘ) নৌ-সেনাপতি
উত্তরঃ (ক) ১৯০৫ খ্রিস্টাব্দের বাংলার শিক্ষাসচিব
১৯। কার্লাইল সার্কুলার’ কবে জারি হয়?
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দের ১০ মার্চ (খ) ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর (গ) ১৯০৫ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উত্তরঃ (গ) ১৯০৫ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর
২০। অ্যান্টি সার্কুলার সোসাইটি’ কে গঠন করেন?
(ক) সুভাষচন্দ্র (খ) শচীন্দ্রপ্রসাদ (গ) অরবিন্দ (ঘ) বিপিনচন্দ্র পাল
উত্তরঃ (খ) শচীন্দ্রপ্রসাদ
২১। অলিন্দ যুদ্ধে কে নেতৃত্ব দেন?
(ক) বিনয় বসু (খ) ক্ষুদিরাম বসু (গ) সুভাষ বসু (ঘ) সত্যেন বসু
উত্তরঃ (ক) বিনয় বসু
২২। বেঙ্গল ভলান্টিয়ার্স’ গঠিত হয়
(ক) ১৯২৭ খ্রিস্টাব্দে (খ) ১৯১৬ খ্রিস্টাব্দে (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
২৩। কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভারত ছাড়ো আন্দোলনের সময় থানা জ্বালাও, স্টেশন পোড়াও’ বলে স্লোগান দিতে দিতে বিহার ও উত্তরপ্রদেশে মিছিল করত?
(ক) বেনারস হিন্দু (খ) কলকাতা (গ) মাদ্রাজ (ঘ) জামিয়া মিলিয়া ইসলামিয়া
উত্তরঃ (ক) বেনারস হিন্দু
২৪। নিখিল ভারত ছাত্র কনফারেন্স সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) কানপুরে (খ) লক্ষৌতে (গ) বেনারসে (ঘ) কলকাতায়
উত্তরঃ (খ) লক্ষৌতে
২৫। মেদিনীপুরে জেলাশাসক পেডিকে কে হত্যা করেন?
(ক) প্রদ্যোৎ ভট্টাচার্য (খ) বিমল দাশগুপ্ত (গ) অনাথ পাঁজা (ঘ) মৃগেন দত্ত
উত্তরঃ (খ) বিমল দাশগুপ্ত
২৬। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দেন?
(ক) সূর্য সেন (খ) সুভাষচন্দ্র বসু (গ) ক্ষুদিরাম বসু (ঘ) বিনয় বসু
উত্তরঃ (ক) সূর্য সেন
২৭। স্ট্যানলি জনসনকে লক্ষ করে কে গুলি ছোঁড়েন?
(ক) বীনা দাস (খ) শান্তি ঘোষ (গ) কল্পনা দত্ত (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তরঃ (ক) বীনা দাস
২৮। কোন্ দিনটিকে ‘রশিদ আলি দিবস’ হিসেবে পালন করা হয়?
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৫ মার্চ (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি
উত্তরঃ (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি
২৯। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়।
(ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
৩০। সর্বভারতীয় দলিত সমিতির সভাপতি ছিলেন।
(ক) এস সি রাজা (খ) আম্বেদকর (গ) নারায়ণ গুরু (ঘ) জ্যোতিবা ফুলে
উত্তরঃ (খ) আম্বেদকর
৩১। ভারতের নিম্নবর্গের মানুষদের বলা হত
(ক) শ্রমিক (খ) কৃষক (গ) দলিত (ঘ) শ্রমজীবী
উত্তরঃ (গ) দলিত
৩২। মহারাষ্ট্রে দলিত শ্রেণিকে কে সংগঠিত করেন?
(ক) জ্যোতিবা ফুলে (খ) আম্বেদকর (গ) নারায়ণ গুরু (ঘ) এদের কেউ নন
উত্তরঃ (ক) জ্যোতিবা ফুলে
৩৩। ভাইকম সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন ?
(ক) জ্যোতিবা ফুলে (খ) আম্বেদকর (গ) বীরসালিঙ্গম (ঘ) নারায়ণ গুরু
উত্তরঃ (ঘ) নারায়ণ গুরু
৩৪। মাহার মার্চের কে নেতৃত্ব দেন?
(ক) এস সি রাজা (খ) আম্বেদকর (গ) নারায়ণ গুরু (ঘ) জ্যোতিবা ফুলে
উত্তরঃ (খ) আম্বেদকর
৩৫। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন?
(ক) র্যামসে ম্যাকডোনাল্ড (খ) চার্চিল (গ) এটলি (ঘ) চেম্বারলেন
উত্তরঃ (ক) র্যামসে ম্যাকডোনাল্ড
৩৬। পুণা চুক্তি হয়
(ক) ১৯৩২ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৩২ খ্রিস্টাব্দে
৩৭। বাংলার দলিত শ্রেণি হল
(ক) মাহিষ্যরা (খ) তাম্বুলিরা (গ) নমঃশূদ্ররা (ঘ) কায়স্থরা
উত্তরঃ (গ) নমঃশূদ্ররা
৩৮। বাংলার দলিত শ্রেণির নেতৃত্ব দেন
(ক) হরিচাঁদ ঠাকুর (খ) প্রেমচাঁদ ঠাকুর (গ) গান্ধীজি (ঘ) আম্বেদকর
উত্তরঃ (ক) হরিচাদ ঠাকুর
৩৯। মতুয়া ধর্মের প্রবর্তক হলেন
(ক) হরিচাঁদ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) দ্বারকানাথ ঠাকুর (ঘ) পি এন ঠাকুর
উত্তরঃ (ক) হরিচাদ ঠাকুর
৪০। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন
(ক) তমলুকে (খ) সুতাহাটায় (গ) বরিশালে (ঘ) বীরভূমে
উত্তরঃ (ক) তমলুকে
বিভাগ-খ : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion
অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১। বাসন্তী দেবী কে ছিলেন?
উত্তরঃ বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী
২। লক্ষ্মীর ভাণ্ডার’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সরলাদেবী চৌধুরানী
৩। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কবে কার্যকরী হয়?
উত্তরঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর
৪। মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নে রে ভাই’–এই গানটি কার লেখা?
উত্তরঃ রজনীকান্ত সেনের
৫। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে একজন মহিলা নেত্রীর নাম লেখো।
উত্তরঃ সরলাদেবী চৌধুরানী
৬। ধরসানা লবণ সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন?
উত্তরঃ মহাত্মা গান্ধি
৭। গান্ধীজির নেতৃত্বে ডাণ্ডী অভিযান কবে শুর হয়?
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ
৮। লীলা নাগ কে ছিলেন?
উত্তরঃ দীপালি সংঘের প্রতিষ্ঠাতা
৯। ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম শহিদের নাম কী?
উত্তরঃ ক্ষুদিরাম বসু
১০। কার্লাইল কে ছিলেন?
উত্তরঃ বাংলা সরকারের মুখ্যসচিব
১১। অ্যান্টি সার্কুলার সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শচীন্দ্রপ্রসাদ বসু
১২। জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯২৮ খ্রিস্টাব্দে
১৩। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম লেখো।
উত্তরঃ যুগান্তর সমিতি ও অনুশীলন সমিতি
১৪। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ মাস্টারদা সূর্য সেন
১৫।‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ হেমচন্দ্র ঘোষ
১৬। অলিন্দ যুদ্ধ কখন হয়?
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে
১৭। মেদিনীপুরের জেলাশাসক বার্জকে কে হত্যা করেন ?
উত্তরঃ অনাথ পাঁজা ও মৃগেন দত্ত
১৮। মাস্টারদা’র প্রকৃত নাম কী?
উত্তরঃ সূর্য সেন
১৯। সত্যশোধক সমিতির মুখপত্রের নাম কী?
উত্তরঃ দীন মিত্র
২০। আজাদ হিন্দ বাহিনীর নারী সংগঠনের নাম কী?
উত্তরঃ ঝাঁসীর রানি
২১। দক্ষিণের বিদ্যাসাগর’ কাকে বলা হয় ?
উত্তরঃ বীরসালিঙ্গম পালুকে
২২। জ্যোতিবা ফুলে কে ছিলেন?
উত্তরঃ মহারাষ্ট্রে দলিত আন্দোলনের একজন অন্যতম নেতা
২৩। ১৯১৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় দলিত সম্মেলন কোথায় হয়?
উত্তরঃ নাগপুরে
২৪। সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ বি আর আম্বেদকর
২৫। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৩২ খ্রিস্টাব্দে
২৬। বঙ্গীয় দলিত শ্রেণি সমিতির প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ মুকুন্দ বিহারী মল্লিক
ঠিক না ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। চিত্তরঞ্জন দাশ রাখিবন্ধন উৎসব-এর সূচনা করেন।[F]
২। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।[T]
৩। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বঙ্গলক্ষ্মী ব্রতের সূচনা করেন।[T]
৪। সুভাষচন্দ্র বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন।[F]
৫। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন।[T]
৬। নমঃশূদ্ররা বাংলার দলিত শ্রেণি।[T]
৭। প্রীতিলতা ভারতের প্রথম মহিলা শহিদ।[T]
৮। কমলাদেবী ধরসানা সত্যাগ্রহে নেতৃত্ব দেন।[T]
৯। বাসন্তীদেবী অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন।[T]
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও(প্রতিটি প্রশ্নের মান-১)
1.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) ধরসানা সত্যাগ্রহ | (i) সতীশচন্দ্র |
(খ) দীপালি সংঘ | (ii) সরোজিনী নাইডু |
(গ) পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ | (iii) লীলা রায় |
(ঘ) ডন সোসাইটি | (iv) প্রীতিলতা ওয়াদ্দেদার |
উত্তরঃ ১। (ক)-(ii), (খ)—(iii), (গ)—(iv), (ঘ)(i)
2.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) রশিদ আলি | (i) অনুশীলন সমিতি |
(খ) সূর্য সেন | (ii) যুগান্তর দল |
(গ) বারীন্দ্র ঘোষ | (iii) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি |
(ঘ) সতীশচন্দ্র বসু | (iv) আজাদ হিন্দ ফৌজ |
উত্তরঃ ২। (ক)(iv), (খ)—(iii), (গ)—(ii), (ঘ)(i)
3.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) বীনা দাস | (i) স্টিভেন্স |
(খ) শান্তি ঘোষ | (ii) জ্যাকসন |
(গ) উজ্জ্বলা মজুমদার | (iii) ডগলাস |
(ঘ) প্রদ্যোৎ ভট্টাচার্য | (iv) অ্যান্ডারসন |
উত্তরঃ ৩। (ক)-(ii), (খ)—(i), (গ)—(iv), (ঘ)—(iii)
4.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) স্বদেশি আন্দোলন | (i) ১৯২০ খ্রিস্টাব্দ |
(খ) অসহযোগ আন্দোলন | (ii) ১৯০৫ খ্রিস্টাব্দ |
(গ) আইন অমান্য আন্দোলন | (ii) ১৯৪২ খ্রিস্টাব্দ |
(ঘ) ভারত ছাড়ো আন্দোলন | (iv) ১৯৩০ খ্রিস্টাব্দ |
উত্তরঃ (ক)(ii), (খ)—(i), (গ)—(iv), (ঘ)(iii)
ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। বিপ্লবী আন্দোলনের কেন্দ্ররূপে চট্টগ্রাম, ঢাকা, তাম্রলিপ্ত, কথি
২। অবিভক্ত ভারতের রাজধানীরূপে দিল্লী
৩। কার্জনের বঙ্গভঙ্গের পর অবশিষ্ট বাংলাকে চিহ্নিত করো
৪। দলিত আন্দোলনের কেন্দ্ররূপে পুণা, ভাইকম, কলারাম তাণের বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম-এর এলাকা চিহিত করে।
নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো(প্রতিটি প্রশ্নের মান-১)
১। বিবৃতি : ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন।
ব্যাখ্যা ১: ভারতের রাজস্ব সমানভাবে বণ্টনের জন্য।
ব্যাখ্যা ২ : ভারতের সকল শ্রেণির মানুষের সমান উন্নতির জন্য।
ব্যাখ্যা ৩: ভারতের বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের পৃথক নির্বাচনের অধিকার দেওয়ার জন্য।
উত্তরঃ
২। বিবৃতি : রশিদ আলিকে ব্রিটিশ সরকার সাতবছর সশ্রম কারাদণ্ড দেয়।
ব্যাখ্যা ১: কারণ তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
ব্যাখ্যা ২ : কারণ তিনি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন ছিলেন।
ব্যাখ্যা ৩ : কারণ তিনি ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন।
উত্তরঃ
৩। বিবৃতি : ১৯২০ দশকের শেষ দিকে ভারতের ছাত্র আন্দোলনে সাম্যবাদী প্রভাব বৃদ্ধি পায়।
ব্যাখ্যা ১: ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রভাবে।
ব্যাখ্যা ২: গান্ধীজির প্রভাবে।
ব্যাখ্যা ৩ : ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।
উত্তরঃ
৪। বিবৃতি : ভারতে নারীরা বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে প্রথম অংশ নয়।
ব্যাখ্যা ১: নারীরা গান্ধীজির ডাকে অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ২: অরবিন্দ ঘোষের অনুপ্রেরণায়।
ব্যাখ্যা ৩ : বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়ে।
উত্তরঃ
বিভাগ-গ : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১। দলিত শ্রেণি কাদের বলা হয়?
২। বাংলার কয়েকটি দলিত শ্রেণির নাম লেখো।
৩। ভারতের কয়েকটি দলিত শ্রেণির নাম লেখো।
৪। প্রান্তিক শ্রেণি কাদের বলা হয়?
৫। অহিংস অসহযোগ আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম লেখো।
৬। আইন অমান্য আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম লেখো।
৭। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম লেখো।
৮। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে মহিলা পরিচালিত দুটি জনসভার নাম লেখো।
৯। তিলক স্বরাজ তহবিল গঠনে নারীদের অবদান লেখো।
১০। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?
১১। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী স্মরণীয় কেন?
১২। দীপালি সংঘ’ কোথায়, কেন প্রতিষ্ঠিত হয়?
১৩। দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো।
১৪। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুজন মহিলা সদস্যের নাম লেখো।
১৫। কার্লাইল সাকুলার কী?
১৬। প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
১৭। কে, কবে, কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন?
১৮। কবে, কোথায় ‘নিখিল ভারত ছাত্র কনফারেন্স অনুষ্ঠিত হয়?
১৯। স্বদেশি আন্দোলনের সময় ছাত্র স্বার্থবিরোধী দুটি সার্কুলারের নাম লেখো।
২০। বি ভি-এর পুরোনাম কী? মেদিনীপুরে এই দল কোন্ কোম্যাজিস্ট্রেটকে হত্যা করে?
২১। কে, কখন বেঙ্গল ভলান্টিয়ার্স প্রতিষ্ঠা করেন?
২২। স্বদেশি যুগে দুটি ছাত্র সংগঠনের নাম লেখো।
২৩। কার্লাইল সার্কুলার কবে, কেন জারি করা হয়?
২৪। অলিন্দ যুদ্ধ কী?
২৫। জালালাবাদের মুক্তিযুদ্ধ কী?
২৬। বীনা দাস স্মরণীয় কেন?
২৭। কবে, কেন রশিদ আলি দিবস পালিত হয়?
২৮। কে, কবে ‘সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন?
২৯। কাকে, কেন ‘দক্ষিণের বিদ্যাসাগর’ বলা হয়?
৩০। ভাইকম সত্যাগ্রহ কী?
৩১। বাংলার দলিত আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
৩২। সাম্প্রদায়িক বাটোয়ারা কী ?
৩৩। কবে, কাদের মধ্যে পুণা চুক্তি স্বাক্ষরিত হয়?
৩৪। কে, কবে সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
৩৫। গান্ধি-আম্বেদকর বিতর্ক কী?
৩৬। কবে, কোথায় দলিত সম্মেলন অনুষ্ঠিত হয়?
বিভাগ-ঘ : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion
বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো।
২। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজের ভূমিকা আলোচনা করো।
৩। অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় নারীদের অবদান লেখো।
৪। আইন অমান্য আন্দোলনে নারীসমাজের ভূমিকা লেখো।
৫। নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো।
৬। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা লেখো।
৭। ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো।
৮। বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো।
৯। টীকা লেখো : মাস্টারদা সূর্য সেন।
১০। অলিন্দ যুদ্ধ’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
১১। ‘রশিদ আলি দিবস’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
১২। প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
১৩। গান্ধি-আম্বেদকর বিতর্ক বলতে কী বোঝো?
১৪। টীকা লেখো : পুণা চুক্তি।
১৫। টীকা লেখো : বাংলার দলিত আন্দোলন।
১৬। দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো।
১৭। টীকা লেখো : সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি।
বিভাগ-ঙ : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion
ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১। দলিত শ্রেণি কাদের বলা হয়? বিংশ শতকে এই শ্রেণির বিকাশ আলোচনা করো।
২। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
৩। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রশ্রেণির ভূমিকা আলোচনা করো।
৪। বিংশ শতকের নারী আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
৫। জাতীয় আন্দোলনের ধারা হিসেবে ছাত্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো।