বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর

. ব্রিটিশ শাসনে সর্বাপেক্ষা শোষিত শ্রেণি ছিল

(ক) কৃষক শ্রেণি (খ) জমিদার শ্রেণি (গ) মধ্যবিত্ত শ্রেণি (ঘ) মুসলিম শ্রেণি

উত্তরঃ (ক) কৃষক শ্রেণি

 

২। সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন

(ক) হেমন্তকুমার সরকার (খ) নরেশচন্দ্র গুপ্ত (গ) নজরুল ইসলাম (ঘ) আর এস নিম্বকার

উত্তরঃ (ঘ) আর এস নিম্বকার

 

৩। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সূচনা হয়।

(ক) ১৯১০ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

 

৪। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন

(ক) মিঠুবেন প্যাটেল (খ) বল্লভভাই প্যাটেল (গ) দয়ালজি মেহতা (ঘ) মনিবেন প্যাটেল

উত্তরঃ (খ) বল্লভভাই প্যাটেল

 

৫| মাদারি পাশি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?

(ক) শ্ৰমিক (খ) রেল শ্রমিক (গ) বারদৌলি (ঘ) একা আন্দোলন

উত্তরঃ (ঘ) একা আন্দোলন

 

৬। জৌনপুর ও প্রতাপগড় জেলায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

(ক) বিনয় সিং পথিক (খ) বাবা রামচন্দ্র (গ) বীরেন্দ্র শাসমল (ঘ) সোমেশ্বর প্রসাদ চৌধুরী

উত্তরঃ (খ) বাবা রামচন্দ্র

 

৭। মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে

 

৮। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে

 

৯। একা আন্দোলন শুরু হয়

(ক) অযোধ্যাতে (খ) বিহারে (গ) বাংলাতে (ঘ) গুজরাটে

উত্তরঃ (ক) অযোধ্যাতে

 

১০। রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল

(ক) মাদ্রাজ (খ) বাংলা (গ) বোম্বাই (ঘ) উড়িষ্যা

উত্তরঃ (গ) বোম্বাই

 

১১। একা আন্দোলনের নেতৃত্ব দেন।

(ক) মাদারি পাশি (খ) আম্বেদকর (গ) গান্ধীজি (ঘ) বাবা রামচন্দ্র

উত্তরঃ (ক) মাদারি পাশি

 

১২। হালি’ প্রথা প্রচলিত ছিল

(ক) বারদৌলিতে (খ) বীরভূমে (গ) খেদায় (ঘ) আমেদাবাদে

উত্তরঃ (ক) বারদৌলিতে

 

১৩। লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন

(ক) মুজফফর আহমেদ (খ) কাজী নজরুল ইসলাম (গ) সন্তোষকুমারী গুপ্তা (ঘ) আর এস নিম্বকার

উত্তরঃ (খ) কাজী নজরুল ইসলাম

 

১৪। ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ-বিদ্রোহ সংঘটিত হয়েছিল।

(ক) বাংলায় (খ) বোম্বাইতে (গ) মাদ্রাজে (ঘ) দিল্লীতে

উত্তরঃ (খ) বোম্বাইতে

 

১৫। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল

(ক) আসামে (খ) বিহারে (গ) মাদ্রাজে (ঘ) গুজরাটে

উত্তরঃ (ঘ) গুজরাটে

 

১৬। উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন

(ক) রাজা রামচন্দ্র (খ) বল্লভভাই প্যাটেল (গ) গান্ধীজি (ঘ) সুভাষচন্দ্র

উত্তরঃ (ক) রাজা রামচন্দ্র

 

১৭। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়।

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২২ খ্রিস্টাব্দে (গ) ১৯২৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯২০ খ্রিস্টাব্দে

 

১৮। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন

(ক) সতীশচন্দ্র (খ) অজয় মুখার্জী (গ) শ্যামাপ্রসাদ (ঘ) এঁদের কেউ নন

উত্তরঃ (ক) সতীশচন্দ্র

 

১৯। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।

(ক) ভারতে (খ) চিনে (গ) রাশিয়াতে (ঘ) কিউবাতে

উত্তরঃ (ক) ভারতে

 

২০। আমাদের শ্রমিক সমস্যা’ গ্রন্থটির রচয়িতা হলেন।

(ক) সুব্রম্মন্যম আইয়ার (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (গ) মুজফফর আহমেদ (ঘ) দেওয়ান চমনলাল

উত্তরঃ (ক) সুব্রম্মন্যম আইয়ার

 

২১। তেভাগা আন্দোলনের একজন নেত্রী হলেন ।

(ক) জয়া ঘোষ (খ) সাবিত্রী পাল (গ) মল্লিকা হালদার (ঘ) সুদীপা সেন

উত্তরঃ (ক) জয়া ঘোষ

 

২২। বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন।

(ক) বল্লভভাই প্যাটেল (খ) গান্ধীজি (গ) নেহরু (ঘ) মাদারি পাশা

উত্তরঃ (ক) বল্লভভাই প্যাটেল

 

২৩। তেলেঙ্গানা আন্দোলন হয়।

(ক) হায়দ্রাবাদে (খ) বিহারে (গ) উত্তরপ্রদেশে (ঘ) অপ্রদেশে

উত্তরঃ (ক) হায়দ্রাবাদে

 

২৪। সারা ভারত কিষান কংগ্রেসের সম্পাদক

(খ) পি সি জোশী (গ) আচার্য নরেন্দ্র দেব (ঘ) এস এ ডাঙ্গে

উত্তরঃ (ক) স্বামী সহজানন্দ সরস্বতী

 

২৫। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা রেন।

(ক) গান্ধীজি (খ) সুভাষচন্দ্র (গ) নেহরু (ঘ) জিন্না

উত্তরঃ (ক) গান্ধীজি

 

২৬। স্বরাজ্য দলের সভাপতি ছিলেন

(ক) মতিলাল নেহরু (খ) চিত্তরঞ্জন দাশ (গ) নেতাজি (ঘ) জওহরলাল নেহরু

উত্তরঃ (ক) মতিলাল নেহরু

 

২৭। যুব কমরেড লিগ কার নেতৃত্বে গড়ে ওঠে?

(ক) এস এ ডাঙেগ-এর (খ) মুজফফর আহমেদ-এর (গ) পি সি জোশী-র (ঘ) নিম্বকার-এর

উত্তরঃ (খ) মুজফফর আহমেদ-এর

২৮। সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়।

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

বিভাগ-খ : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion

অতিসংক্ষিপ্ত প্রশ্ন(প্রতিটি প্রশ্নের মান-১)

১। কোথায় পতিদার যুবমণ্ডল গড়ে ওঠে?

উত্তরঃ বারদৌলিতে

২। ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে কে সভাপতিত্ব করেন ?

উত্তরঃ জওহরলাল নেহরু

৩। মুজফফর আহমেদ সম্পাদিত পত্রিকাটির নাম কী?

উত্তরঃ গণবাণী

৪। বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন?

উত্তরঃ মেদিনীপুরের কৃষক আন্দোলনের একজন নেতা

৫। কবে ‘মে দিবস’ পালন করা হয়?

উত্তরঃ ১৯২৭ খ্রিস্টাব্দের ১ মে

৬। কে র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন?

উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়

৭। কংগ্রেস কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করে?

উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

৮। কংগ্রেস কেন একা আন্দোলন থেকে দূরে সরে?

উত্তরঃ হিংসাত্মক কার্যকলাপ ঘটলে

৯। কে অপ্রদেশ রায়তসভা প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ এন জি রঙ্গ

১০। কার নেতৃত্বে বিহারে কিষানসভা গড়ে ওঠে?

উত্তরঃ স্বামী সহজানন্দের

১১। একা আন্দোলনের দুজন নেতার নাম লেখো।

উত্তরঃ মাদারি পাশি ও গরীব দাস

১২। কংগ্রেসের কোন অধিবেশনে পর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়?

উত্তরঃ ১৯২৯ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে

১৩। গিরনি কামগার ইউনিয়ন কী?

উত্তরঃ কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি শ্রমিক সংগঠন

১৪। মস্কোয় কে শ্রমিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়

১৫। কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুজন নেতার নাম লেখো।

উত্তরঃ আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ

১৬। কে, কবে বাংলা দ্বিখণ্ডিত করেন?

উত্তরঃ ১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জন

১৭। ইন্ডিয়ান ইন ট্রানজিশন’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়

১৮। কে, কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ তাসখন্দে, মানবেন্দ্রনাথ রায়

১৯। ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে?

উত্তরঃ লালা লাজপৎ রাই

২০। মানবেন্দ্রনাথ রায়ের ছদ্মনাম কী ছিল?

উত্তরঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য

২১। সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ এন জি রঙ্গ

২২। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির যুবশাখার নাম কী?

উত্তরঃ যুব কমরেড লিগ

ঠিক বা ভূল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। রম্পা বিদ্রোহ ঘটেছিল অন্ত্রের গোদাবরী উপত্যকায়।[T]

২। অযোধ্যা কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র[T]

৩। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকদের স্বার্থে কোনো কর্মসূচি ছিল না।[T]

৪। মোপালারা বাস করতেন কোঙ্কন উপকূলে।[T]

৫। কাজী নজরুল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সঙ্গে যুক্ত ছিলেন।[T]

৬। কানপুরে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল।[T]

৭। বকস্তভূমি আন্দোলন হয়েছিল বিহারে।[T]

৮। এম এন রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য।[T]

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও (প্রতিটি প্রশ্নের মান-১)

১।

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) ১৯২১-২২ খ্রিস্টাব্দ (ক) AITUC প্রতিষ্ঠা
(ii) ১৯২০ খ্রিস্টাব্দ (খ) একা আন্দোলন
(iii) ১৯৩৪ খ্রিস্টাব্দ (গ) বারদৌলি সত্যাগ্রহ
(iv) ১৯২৬ খ্রিস্টাব্দ (ঘ) কংগ্রেস সমাজতন্ত্রী দল

উত্তরঃ ১। (ক)—(ii), (খ)—(i), (গ)—(iv), (ঘ)—(iii)

২.

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) মাদারি পাশি (i) মালাবার উপকূল
(খ) মোপালা বিদ্রোহ (ii) একা আন্দোলন
(গ) এম এন রায় (iii) রম্পা আন্দোলন
(ঘ) আল্লুরি শ্রীরাম রাজু (iv) র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি

উত্তরঃ ২। (ক)—(ii), (খ)—(i), (গ)—(iv), (ঘ)(iii)

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। বারদৌলি, অযোধ্যা, চৌরিচৌরা

২। একা আন্দোলনের এলাকা

৩। মালাবার উপকূল, গোদাবরী উপত্যকা

নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। বিবৃতি : ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়।

ব্যাখ্যা ১: ভারতের কমিউনিস্ট পার্টির ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়াতে, ১৯২৫ খ্রিস্টাব্দে ভারতে—দু-বার জন্ম হয় বলে।

ব্যাখ্যা ২: দ্বিজ অর্থাৎ ব্রাত্মণরা এই পার্টি প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ৩: এই দলের বেশিরভাগ সদস্য দ্বিজ ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ১

২। বিবৃতি : একা আন্দোলন (১৯২১-২২) ভারতের অন্যতম কৃষক আন্দোলন।

ব্যাখ্যা ১: উত্তর-পশ্চিম অযোধ্যায় সংগঠিত হয় ইজারাদারের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে।

ব্যাখ্যা ২: এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন জগলুল পাশা।

ব্যাখ্যা ৩: খিলাফৎ ও কংগ্রেস নেতারা এই আন্দোলনের বিরোধিতা করেন।

উত্তরঃ ব্যাখ্যা ১

৩। বিবৃতি : ১৯২০ খ্রিস্টাব্দে AITUC প্রতিষ্ঠিত হওয়ার ঐতিহাসিক গুরুত্ব ছিল।

ব্যাখ্যা ১: এটি ভারতের শ্রমিক সংগঠন।

ব্যাখ্যা ২: এই সংগঠনের সভাপতি ছিলেন লালা লাজপৎ রাই।

ব্যাখ্যা ৩: এই সংগঠন জঙ্গি শ্রমিক আন্দোলন শুরু করে।

উত্তরঃ ব্যাখ্যা ১

বিভাগ-গ : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)

১। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী ছিল?

২। একা আন্দোলনের প্রধান দুটি কারণ লেখো।

৩। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন থেকে কৃষকগণ কেন সরে দাঁড়ায়?

৪। মীরাট ষড়যন্ত্র মামলা কী?

৫। চৌরিচৌরা ঘটনাটি কী?

৬। ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল?

৭। বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো?

৮। ভারতে শ্রমিক আন্দোলনের দুটি দুর্বলতা লেখো।

৯। দুজন বামপন্থী শ্রমিক নেতার নাম লেখো।

১০। বারদৌলি সত্যাগ্রহে অংশগ্রহণকারী কয়েকজন নেত্রীর নাম লেখো।

১১। স্ট্রাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়?

১২। মানবেন্দ্রনাথ রায় কী উদ্দেশ্যে কংগ্রেস দলে যোগ দেন?

১৩। ১৯২১ খ্রিস্টাব্দে চা বাগিচার শ্রমিকরা কেন আসাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল?

১৪। ভারতের কমিউনিস্ট পার্টিকে ‘দ্বিজ’ বলা হয় কেন?

১৫। ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন্ কোন স্থানে শ্রমিক ধর্মঘট হয়?

১৬। কবে, কাদের উদ্যোগে রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়?

১৭। সারা ভারত কিষান কংগ্রেসের প্রধান দাবিগুলি কী কী ছিল?

১৮। কে, কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?

১৯। স্বদেশি আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের চরিত্রে কী পরিবর্তন দেখা যায়?

২০। বিশ শতকের তিরিশের দশকে বিশ্বব্যাপী আর্থিক মন্দা কৃষক সমাজের ওপর কী প্রভাব ফেলেছিল?

২১। বারদৌলি সত্যাগ্রহের পরিণতি কী হয়?

২২। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় বাংলার বাইরে কয়েকটি শ্রমিক ধর্মঘটের নাম লেখো।

২৩। একা আন্দোলনের প্রধান দাবিগুলি কী কী ছিল?

২৪। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল’-এর সভাপতি ও সম্পাদক কারা ছিলেন?

২৫। মানবেন্দ্রনাথ রায় প্রথম কবে, কোন মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন?

২৬। ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন্ কোন্ প্রদেশে কৃষক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে?

২৭। স্বাধীনতা লাভের পূর্বে ২৬ জানুয়ারি দিনটির গুরুত্ব কী?

২৮। বারদৌলি সত্যাগ্রহের সমর্থনে কারা আইনসভা থেকে পদত্যাগ করেন ?

২৯। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?

বিভাগ-ঘ : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)

১। বারদৌলি সত্যাগ্রহ কীভাবে অসহযোগ আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত ছিল ?

২। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণির ভূমিকা কী ছিল?

৩। সারা ভারত কিষানসভার উদ্দেশ্য ও কার্যাবলি লেখো।

৪। টীকা লেখো : কংগ্রেস সমাজতন্ত্রী দল।

৫। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির যোগদান কীরূপ ছিল ?

৬। আইন অমান্য আন্দোলন পর্বে বামপন্থীরা কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল ?

৭। উত্তরপ্রদেশে কৃষকসভার নেতৃত্বে কৃষক আন্দোলন সম্পর্কে কী জানো?

৮। একা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো।

৯। টীকা লেখো : ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।

১০। বামপন্থী গোষ্ঠী উদ্ভবের জাতীয় পটভূমি কী ছিল বলে তোমার মনে হয়?

১১। ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল?

১২। মোপালা কৃষকদের আন্দোলনকে গড়ে তোলার ক্ষেত্রে খিলাফৎ নেতারা কী ভূমিকা পালন করেছিল?

বিভাগ ঙ : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন – Madhyamik History Suggestion

ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)

১। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনগুলির পরিচয় দাও। বাংলার বাইরে দুটি বিপ্লবী আন্দোলনের নাম লেখো।৫+৩

২। ভারতের ঔপনিবেশিক-বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র বিশ্লেষণ করো।

৩। উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের কারণগুলি লেখো। এই আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ছিল?৫+৩

৪। অসহযোগ আন্দোলনের পর্বে গড়ে ওঠা কৃষক আন্দোলনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলনগুলি কি শেষ পর্যন্ত অহিংস অসহযোগের পথে টিকে থাকতে পেরেছিল?৫+৩

৫। ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল?

৬। বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।

৭। বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেসও বামপন্থী রাজনীতির সংযোগ বিশ্লেষণ করো।

৮। ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ কেন গড়ে উঠেছিল? এদের উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?৩+৫

৯। বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষে সমাজতন্ত্রের প্রসারের ক্ষেত্রে বামপন্থী গোষ্ঠীর ভূমিকা উল্লেখ করো।৩+৫

১০। ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক ও শ্রমিকশ্রেণির ভূমিকা উল্লেখ করো।

১১। বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।