উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

 সঠিক উত্তরটি নির্বাচন করো |

  1. কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সব থেকে বেশি নির্ভরযোগ্য হলো— 

(A) গড় / 

(B) মধ্যমমান / 

(C) ভূষিষ্টক বা কল্পিতমান / 

(D) পরিসংখ্যা । 

Ans: (A) গড় /

 

  1. মধ্যমমান পরিমাপক স্কোরগুলির – 

(A) প্রধান বিন্দু / 

(B) প্রান্তবিন্দু / 

(C) মধ্যবিন্দু / 

(D) মোড ।

Ans: (C) মধ্যবিন্দু /

 

  1. গাণিতিক গড়কে বলা হয়– 

(A) মোড / 

(B) মিন / 

(C) ভূষিষ্টক / 

(D) স্ট্যান্ডার্ড ডেভিয়েশন । 

Ans: (B) মিন /

 

  1. গণিত ভিত্তিক একটি কৌশল হলো – 

(A) ভৌতবিজ্ঞান / 

(B) জীবনবিজ্ঞান / 

(C) রাশিবিজ্ঞান / 

(D) পদার্থবিদ্যা । 

Ans: (C) রাশিবিজ্ঞান /

 

  1. হিস্টোগ্রাম হলো এক ধরনের – 

(A) বিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র / 

(B) জটিল স্তম্ভ লেখচিত্র / 

(C) অস্বাভাবিক স্তম্ভ লেখচিত্র / 

(D) অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র । 

Ans: (D) অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র ।

 

  1. রাশিবিজ্ঞান একটি – ভিত্তিক পদ্ধতি ।

(A) গণিত / 

(B) অর্থনীতি / 

(C) ভৌতবিজ্ঞান / 

(D) জীবনবিজ্ঞান । 

Ans: (A) গণিত / 

 

  1. চল বা চলক প্রধানত – 

(A) আট রকমের হয় / 

(B) চার রকমের হয় / 

(C) দু’রকমের হয় / 

(D) ছয় রকমের হয় । 

Ans: (C) দু’রকমের হয় /

 

  1. নীচের কোন লেখচিত্রটি ভিন্ন প্রকৃতির ? 

(A) আয়তলেখ / 

(B) স্তম্ভলেখ / 

(C) ওজাইভ / 

(D) হিস্টোগ্রাম ।

Ans: (C) ওজাইভ / 

 

অতিসংক্ষিপ্ত প্রশ্ন | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer : 

  1. গড় দ্বারা কী জানা যায় ? 

Ans: গড় দ্বারা স্কোর গুচ্ছের কেন্দ্রীয় প্রবণতা জানা যায় ৷ 

  1. মধ্যমার মাধ্যমে কী জানা যায় ? 

Ans: স্কোরগুলির মাঝখানে স্কোরটির মান মধ্যমার মাধ্যমে জানা যায় । 

  1. কল্পিত গড় কী ? 

Ans: রাশিমালায় পরিসংখ্যা ও স্কোরের গুণফল নির্ণয়ের জন্য অনেক সময় সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্য নেওয়া হয় । এক্ষেত্রে বন্টনের মধ্যে থাকা যেকোনো রাশিকে গড় হিসেবে ধরে নেওয়া হয় । অনুমিত এই রাশিটিই কল্পিত গড় বলে পরিচিত । 

  1. মিডিয়ানের একটি ব্যবহার উল্লেখ করো । Ans: বণ্টনের মধ্যমমানটি নির্দিষ্টকরণের জন্য মিডিয়ান ব্যবহৃত হয় । 
  2. মিনের সংক্ষিপ্ত সূত্রে C- এর অর্থ উল্লেখ করো ।

Ans: C ( শুদ্ধিকরণ ) = £ f / N 

  1. পরিসংখ্যান তত্ত্ব ( Statistics ) বা রাশিবিজ্ঞান কাকে বলে ? 

Ans: যখন কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত বিভিন্ন রাশির তাৎপর্য নির্ণীত হয় তখন সেই তাৎপর্য সমন্বিত রাশিতত্ত্বকে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান তত্ত্ব বলে । 

  1. চল কাকে বলে ? 

Ans: চল বলতে বোঝায় পরিবর্তনশীল মান । 

  1. রাশিমালার প্রসার বলতে কী বোঝো ? 

Ans: রাশিমালার অন্তর্গত সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যবর্তী সংখ্যাই হলো রাশিমালার প্রসার বা Range । 

  1. Histogram কখন ব্যবহৃত হয় ? 

Ans: প্রাপ্ত তথ্য বা স্কোরগুলি যখন অবিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত থাকে তখন অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র বা Histogram ব্যবহৃত হয় । 

  1. গাণিতিক গড় , মধ্যমমান এবং ভূষিষ্টকের সম্পর্ক উল্লেখ করো । 

Ans: ভূষিষ্টক ( Mode ) – 3x মধ্যমমান ( Median ) গড় ( Mean ) । 

  1. পরিসংখ্যা বণ্টনকালে ট্যালি চিহ্ন কেন ব্যবহৃত হয় ? 

Ans: একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণিবিভাজনের স্কোর সংখ্যা দ্রুত নির্ণয়ের জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় । 

  1. অবিচ্ছিন্ন সারি বলতে কী বোঝো ?

Ans: পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ না থাকলে তাকে অবিচ্ছিন্ন সারি বলে । উদাহরণ স্বরূপ — 3 , 3.5 , 4 , 4.5 , 5 ইত্যাদি । 

  1. বিচ্ছিন্ন সারি কাকে বলে ?

Ans: পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ থাকলে তবে তাকে বিচ্ছিন্ন সারি বলে । উদাহরণস্বরূপ – 3 , 5 , 7 , 9 , 11 , 13 , 15 ইত্যাদি । 

  1. নীচের সারিটির ভূষিষ্টক কী হবে ? 

Ans: 10 , 4 , 5 , 3 , 2 , 4 , 3 , 4 সারিটির ভূষিষ্টক হলো ৪ । 

  1. রাশিবিজ্ঞান কী ? 

Ans: রাশিবিজ্ঞান মূলত প্রয়োগমূলক বিজ্ঞান । এটি হলো এমন এক গণিত ভিত্তিক বিজ্ঞান যার দ্বারা তথ্য ( Dat (A) সংগ্রহ , তথ্যকে সারণিতে সুবিন্যস্ত করে সারণিপত্র তৈরি এবং একে বিশ্লেষণ করা হয় । ইংরেজিতে একে বলা হয় Statistics । 

  1. কেন্দ্রীয় প্রবণতা কী ? 

Ans: একগুচ্ছ স্কোরে বিভিন্ন মানের স্কোর থাকে । তবে এদের সকলেরই কেন্দ্রের দিকে যাওয়ার বা সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করার প্রবণতা থাকে । এটাকেই বলা যায় কেন্দ্রীয় প্রবণতা । 

রচনাধর্মী প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer : 

  1. কেন্দ্রীয় পরিমাপের সুবিধা / অসুবিধাগুলি উল্লেখ করো । 

অথবা , ভূষিষ্টকের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো । 

অথবা , গড়ের সুবিধা / অসুবিধাগুলি কী ? 

Ans: রাশিবিজ্ঞানের ছাত্রদের প্রাপ্ত নম্বরগুলি হলো স্কোর । কোনো শ্রেণির একটি বিশেষ বিষয়ের স্কোরগুলিকে খুঁটিয়ে দেখলে দেখা যায় যে একটি বিন্দু বা স্কোরের প্রতি অন্যান্য স্কোরের প্রবণতা রয়েছে । অর্থাৎ একটি স্কোরের চারপাশে অন্যান্য স্কোরগুলির প্রবণতা লক্ষিত হয় । এটাই হলো কেন্দ্রীয় প্রবণতা । এই কেন্দ্রীয় প্রবণতা ৩ প্রকার । 

যথা— 1. গড় ( Mean ) 2. মধ্যমমান ( Medium ) 3. ভূষিষ্টক ( Mode ) । নীচে তিন প্রকার কেন্দ্রীয় প্রবণতার সুবিধা ও অসুবিধা দেওয়া হলো— 

  1. গড় ( Mean ) – যে রাশিমালার চারপাশে অন্যান্য রাশিগুলির প্রবণতা চোখে পড়ে , তার সংখ্যাগত মানকে বলে গড় । সুবিধা : ( ক ) এটি রাশিমালার সাম্যবিন্দু , ( খ ) এটি সহজে অনুধাবন করা যায় , ( গ ) এটি খুব সহজে গাণিতিক পদ্ধতিতে বের করা যায় , ( ঘ ) এর মান নিরূপণে রাশি তথ্যমালার সমস্ত রাশি ব্যবহৃত হয় , ( ঙ ) এর সংখ্যা পূর্ণ এবং দ্ব্যর্থহীন , ( চ ) এর দ্বারা সমজাতীয় দুই বা ততোধিক রাশিমালার বৈশিষ্ট্য নির্ণয় সম্ভব হয় । 

অসুবিধা : ( ক ) রাশিমালার যেকোনো একটি রাশির মানের দ্বারা এটি প্রভাবিত হয় , ( খ ) বিভিন্ন পাঠ্য বিষয়ে প্রাপ্ত গড় তুলনীয় নয় , ( গ ) এর মান রাশিমালার কোনো রাশির সঙ্গে মেলে না , ( ঘ ) এর মান দেখে রাশিমালার যেকোনো রাশি সম্পর্কে বিশেষভাবে জানা যায় না , ( ঙ ) রাশিমালা দেখেই সঙ্গে সঙ্গে এর মান দ্রুত বের করা যায় না । 

  1. মধ্যমমান ( Median ) — রাশিমালার মধ্যবর্তী স্থানে অবস্থিত সেই বিশেষ রাশিটি মিডিয়ান বা মধ্যমমান , যার উপরে ও নীচে সমসংখ্যক রাশি থাকে। 

সুবিধা : ( ক ) এটি সহজে বোঝা যায় , ( খ ) এটি সহজে নির্ণয় করা যায় , ( গ ) কোনো কোনো সময় এটি রাশিমালা পর্যবেক্ষণ করে বের করতে হয় । 

অসুবিধা : ( ক ) এটি নির্ণয়ের ক্ষেত্রে রাশিমালার মানকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সজ্জিত করতে হয় , ( খ ) বীজগণিতের নিয়মের মান নির্ণয় সহজ হয় , ( গ ) এটি নির্ণয়ে রাশিমালার সব রাশি কাজে লাগানো হয় না । ” 

  1. ভূষিষ্টক ( Mode ) – কোনো একটি রাশিমালায় সব থেকে বেশি বার যে রাশির পুনরাবৃত্তি ঘটে সেটাকেই বলে রাশিমালার ভূষিষ্টক । 

সুবিধা : ( ক ) গড় এবং মধ্যমমানের মতো একেও সহজে বোঝা যায় । ( খ ) অন্য দু’টির থেকে এর ব্যবহার অপেক্ষাকৃত বেশি । ( গ ) এর মান রাশিমালার বিস্তৃতির উপর নির্ভরশীল নয় । অসুবিধা : ( ক ) এটি নির্ণয়ে রাশিমালার সব রাশি কাজে লাগে না , ( খ ) একটি রাশিমালায় দুই বা ততোধিক ভূষিষ্টক থাকলেও গড় ও মধ্যমমানের একটি মাত্র মান হয় , ( গ ) একটি বিভাজনের ভূষিষ্টক থাকা , না থাকা দুই – ই সম্ভব । উপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির সুবিধা এবং অসুবিধা উল্লেখ করা হলো ।