উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর

 সঠিক উত্তরটি নির্বাচন করো |

  1. কারণ হলো— 

(A) আপতিক ঘটনার সমষ্টি 

(B) অনিবার্য ঘটনার সমষ্টি 

(C) শর্তের সমষ্টি 

(D) সংশয়াত্মক ঘটনার সমষ্টি । 

Ans: (C) শর্তের সমষ্টি 

 

  1. “ কারণ হল কার্যের অব্যবহিত , শর্তান্তরহীন , অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা ” — একথা বলেছেন—  

(A) কান্ট 

(B) ইউয়িং 

(C) হিউম 

(D) মিল । 

Ans: (D) মিল

 

  1. “ গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত , শর্তান্তরহীন , অপরিবর্তনীয় , অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান । ” – একথা বলেছেন 

(A) জে এস মিল 

(B) ডব্লু ভি ও কোয়াইন 

(C) কার্ভেদ রিড

(D) আই এম কোপি । 

Ans: (C) কার্ভেদ রিড

 

  1. পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান ‘ – এই কথা মনে করেন – 

(A) কার্ভেদ রিড  

(B) প্লেটো 

(C) অ্যারিস্টট্ল 

(D) মিল । 

Ans: (A) কার্ভেদ রিড

 

  1. ‘ শক্তির অবিনশ্বতা’র সূত্রটি হলো— 

(A) কারণের আবশ্যিক শর্ত 

(B) কারণের পরিমাণগত লক্ষণ 

(C) কারণের পর্যাপ্ত শর্ত 

(D) কারণের গুণগত লক্ষণ । 

Ans: (B) কারণের পরিমাণগত লক্ষণ

 

  1. ‘ ক ’ হলো ‘ খ ’ -এর ঘটার আবশ্যিক শর্ত – এ কথার অর্থ হলো- 

(A) যদি ‘ খ ’ তবে ‘ ক ’ 

(B) যদি ‘ ক ’ নয় , তবে ‘ খ ’ নয় 

(C) যদি ‘ খ ’ নয় , তবে ‘ ক ’ নয় 

(D) যদি ‘ ক ’ তবে ‘ খ ’ 

Ans: (B) যদি ‘ ক ’ নয় ,তবে ‘ খ ‘ নয়

 

  1. ‘ অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ ’ – এখানে ‘ কারণ ‘ কথাটি যে অর্থে ব্যবহৃত তা হলো— 

(A) পর্যাপ্ত শর্ত 

(B) আবশ্যিক পর্যাপ্ত শর্ত 

(C) বহুকারণবাদ 

(D) আবশ্যিক শর্ত ।

Ans: (D) আবশ্যিক শর্ত

 

  1. কারণ হলো পর্যাপ্ত শর্ত একথা বলেছেন 

(A) হিউম্ 

(B) ইউয়িং 

(C) মিল 

(D) জোসেফ । 

Ans: (C) মিল

 

  1. ‘ ক ’ হলো ‘ খ ’ – এর পর্যাপ্ত শর্ত– একথার অর্থ— 

(A) যদি খ না ঘটে , তবে ক ঘটে না 

(B) যদি ক ঘটে , তবে খ ঘটে 

(C) যদি খ ঘটে , তবে ক ঘটে 

(D) যদি ক না ঘটে , তবে খ ঘটে না । 

Ans: (B) যদি ক ঘটে , তবে খ ঘটে 

 

  1. ‘ বহুকারণবাদ ‘ কে সমর্থন করেন ? 

(A) হোয়েলে 

(B) কার্ভেদ রিড

(C) মিল

(D) বেইন ।

Ans: (D) বেইন ।

 

  1. ‘ ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ’- এখানে ‘ কারণ ‘ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো— 

(A) যৌক্তিক শর্ত

(B) আবশ্যিক শর্ত

(C) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত

(D) পর্যাপ্ত শর্ত

Ans: (C) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত

 

  1. বহুকারণবাদের একজন সমর্থক হলেন— 

(A) মিল 

(B) স্পিনোজা 

(C) লক্‌ 

(D) দেকার্ত । 

Ans: (A) মিল

 

  1. কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত , একথা বলেন— 

(A) বুদ্ধিবাদী

(B) সংশয়বাদী 

(C) প্রজ্ঞাবাদী 

(D) অভিজ্ঞতাবাদীরা

Ans: (A) বুদ্ধিবাদী

 

  1. শর্ত হলো কারণের অপরিহার্য অংশ একথা বলেছেন – 

(A) মিল 

(B) কার্ডের্থ রিড 

(C) বেন 

(D) কোপি ।

Ans: (B) কার্ডের্থ রিড

 

  1. কারণ ও কার্যের সম্বন্ধ হলো 

(A) কারণ কার্যের অনুগামী ঘটনা 

(B) কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা 

(C) কালীক ঘটনা 

(D) অব্যবহিত শর্তহীন পূর্ববর্তী ঘটনা । 

Ans: (D) অব্যবহিত শর্তহীন পূর্ববর্তী ঘটনা ।

 

  1. ‘ A System of Logic ‘ গ্রন্থটির লেখক হলেন— 

(A) কোপি 

(B) বেন 

(C) মিল 

(D) জর্জ বুল 

Ans: (C) মিল

 

  1. বহুকারণবাদের মূল বক্তব্য কী ? 

(A) ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয় 

(B) একই কারণ থেকে ভিন্ন ভিন্ন কার্য উৎপন্ন হয় 

(C) ভিন্ন ভিন্ন কারণ থেকে ভিন্ন ভিন্ন কার্যের সৃষ্টি হয় 

(D) একটি কার্য একটি কারণ থেকে উৎপন্ন হয় । 

Ans: (A) ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়

 

  1. অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ’— বাক্যটিতে ‘ কারণ ‘ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো 

(A) পর্যাপ্ত শর্ত 

(B) আবশ্যিক শর্ত 

(C) বহুকারণবাদ 

(D) আবশ্যিক পর্যাপ্ত শর্ত । 

Ans: (B) আবশ্যিক শর্ত 

 

  1. কারণের আবশ্যিক শর্ত কী ? 

(A) যা ঘটলে কার্য ঘটবেই 

(B) যা না ঘটলে কার্য ঘটে না 

(C) যা না ঘটলে কার্য ঘটে 

(D) যা ঘটলেও কার্যটি ঘটে না । 

 

  1. এককারণবাদে কারণকে গ্রহণ করা হয় – 

(A) নঞর্থক শর্ত হিসাবে 

(B) পর্যাপ্ত শর্ত

(C) আবশ্যিক শর্ত 

(D) আবশ্যিক পর্যাপ্ত শর্ত ।

Ans: (B) পর্যাপ্ত শর্ত

  1. আবশ্যিক শর্ত প্রকাশিত হয় – 

(A) নঞর্থক বাক্যে 

(B) সম্মতিসূচক বাক্যে

(C) প্রশ্নবোধক বাক্যে

(D) সদর্থক বাক্যে ।

Ans: (A) নঞর্থক বাক্যে

  1. কোন সময়ে কারণের ধারণাটি আসে ? 

(A) কার্যের ধারণায় আসে 

(B) কার্যের সঙ্গে আসে

(C) কার্যের পরে আসে 

(D) কার্যের আগে আসে ।

Ans: 

  1. কারণ কোন শর্তের সমষ্টি ? 

(A) সদর্থক ও নঞর্থক শর্তের 

(B) নঞর্থক শর্তের

(C) সদর্থক শর্তের 

(D) কোনোটিই নয় ।

Ans: (A) সদর্থক ও নঞর্থক শর্তের

  1. বিষপান মৃত্যুর – 

(A) আবশ্যিক পর্যাপ্ত শর্ত 

(B) পর্যাপ্ত শর্ত

(C) পর্যাপ্ত শর্ত 

(D) কোনোটিই নয় ।

Ans: (C) পর্যাপ্ত শর্ত

  1. কারণের ধারণাটি কার সঙ্গে জড়িত ? 

(A) বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে জড়িত 

(B) ঘটনার ধারণার সঙ্গে জড়িত

(C) কার্যের ধারণার সঙ্গে জড়িত 

(D) কাল্পনিক বিষয়ের সঙ্গে জড়িত । 

Ans: (C) কার্যের ধারণার সঙ্গে জড়িত

  1. বহুকারণবাদে কারণকে গ্রহণ করা হয়েছে – 

(A) পর্যাপ্ত শর্ত হিসেবে 

(B) সদর্থক শর্ত হিসাবে 

(C) আবশ্যিক শর্ত হিসেবে 

(D) আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে । 

Ans: (A) পর্যাপ্ত শর্ত হিসেবে 

  1. কারণ একটি – 

(A) অনুবর্তী ঘটনা 

(B) অবান্তর ঘটনা 

(C) সামান্য ঘটনা 

(D) পূর্ববর্তী ঘটনা । 

Ans: (D) পূর্ববর্তী ঘটনা

  1. “ কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূববর্তী ঘটনা ” । একথা বলেছেন— – 

(A) হিউম 

(B) ডেকার্ত 

(C) মিল 

(D) কান্ট 

Ans: (C) মিল

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 

  1. কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি দৃষ্টান্ত দাও । 

Ans: ভিজে কাঠে আগুন জ্বালানো হলো ধূমের আবশ্যিক পর্যাপ্ত শর্ত । 

  1. কারণের পরিমাণগত লক্ষণ কী ? 

Ans: জড়ের সংরক্ষণ নীতি ও শক্তির নিত্যতা নীতি । 

  1. কার্য কাকে বলে ? 

Ans: কারণ যা ঘটায় তা – ই হলো কার্য । 

  1. শর্ত কয় প্রকার ও কী কী ? 

Ans: শর্ত দু’প্রকার – সদর্থক ও নঞর্থক শর্ত । 

  1. শর্ত কাকে বলে ? 

Ans: শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটতে সাহায্য করে । 

  1. কারণের লক্ষণ ক’টি ও কী কী ? 

Ans: কারণের লক্ষণ দু’টি – 1. গুণগত লক্ষণ 2.  পরিমাণগত লক্ষণ । 

  1. একটি ঘটনার কয়টি আবশ্যিক শর্ত থাকতে পারে ?

Ans: একাধিক । 

  1. একটি ঘটনার কয়টি পর্যাপ্ত শর্ত থাকতে পারে ? 

Ans: একাধিক । 

  1. এককারণবাদ বলতে কী বোঝো ? 

Ans: যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবলমাত্র একটিই কারণ থাকতে পারে , তাকে এককারণবাদ বলে । 

  1. মিল কারণের কী সংজ্ঞা দেন ? 

Ans: কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা । 

  1. “ বিষপান হলো মৃত্যুর কারণ ” – এক্ষেত্রে ‘ কারণ ’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? Ans: পর্যাপ্ত শর্ত অর্থে । 
  2. কারণের পরিমাণগত লক্ষণ কী ? 

Ans: পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান । 

  1. পর্যাপ্ত কারণ হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও ।

Ans: ভিতর হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ হওয়া হলো মৃত্যুর পর্যাপ্ত কারণ । 

  1. এককারণবাদ কী ? 

Ans: যে মতানুসারে , একটি কার্যের কেবল একটি কারণ থাকে , তাকে এককারণবাদ বলে । 

  1. ‘ মেঘ না করলে বৃষ্টি হবে না ’ — মেঘ বৃষ্টির কীরূপ শর্ত ? 

Ans: মেঘ হলো বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত ।