উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর

 MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো |

  1. আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো— 

(A) সামান্য বিশ্লেষক বচন 

(B) বিশেষ সংশ্লেষক বচন

(C) সামান্য সংশ্লেষক বচন 

(D) বিশেষ বিশ্লেষক বচন ।

Ans: (C) সামান্য সংশ্লেষক বচন 

 

  1. ‘ আরোহ – সংক্রান্ত লাফ ’ লক্ষ্য করা যায় – 

(A) আরোহ যুক্তিতে 

(B) প্রাকল্পিক যুক্তিতে

(C) অবরোহ যুক্তিতে 

(D) কোনোটিই নয় ।

Ans: (A) আরোহ যুক্তিতে

 

3.’ আরোহ অনুমান – সংক্রান্ত লাফ ‘ – এর কথা কে বলেছেন ? 

(A) যুক্তিবিজ্ঞানী মিল 

(B) যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল 

(C) যুক্তিবিজ্ঞানী বেন 

(D) যুক্তিবিজ্ঞানী কোপি । 

Ans: (A) যুক্তিবিজ্ঞানী মিল

 

  1. আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই— 

(A) সত্য 

(B) বৈধ 

(C) সুনিশ্চিত 

(D) সম্ভাব্য । 

Ans: (D) সম্ভাব্য

 

  1. আরোহ অনুমানের সমস্যাটি হলো – 

(A) আকারগত সত্যতা নির্ণয়

(B) বৈধতা নির্ণয় ।

(C) সামান্যীকরণ

(D) অবৈধতা নির্ণয়

Ans: (C) সামান্যীকরণ

 

  1. “ বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান । ” – এটি বলেছেন – 

(A) জয়েস 

(B) ফাউলার 

(C) বেইন 

(D) মিল । 

Ans: (A) জয়েস

 

  1. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন ?

(A) বিশ্লেষক বচন

(B) সংশ্লেষক ও বিশ্লেষক বচন

(C) সামান্য সংশ্লেষক বচন 

(D) সামান্য বিশ্লেষক বচন । 

Ans: (C) সামান্য সংশ্লেষক বচন 

 

  1. অপসারণ , সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো . অনুমানের অনুসৃত প্রক্রিয়া । 

(A) কারণতাভিত্তিক 

(B) সাদৃশ্যমূলক

(C) লোকিক 

(D) বৈজ্ঞানিক ।

Ans: (D) বৈজ্ঞানিক ।

 

  1. লৌকিক আরোহ অনুমানকে ‘ শিশুসুলভ অনুমান ’ বলেছেন- 

(A) বেকন 

(B) জনস 

(C) মিল 

(D) হবস্ । 

Ans: (A) বেকন

 

  1. যে যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে— 

(A) অবরোহ যুক্তি

(B) আরোহ যুক্তি

(C) মাধ্যম যুক্তি

(D) উপমা যুক্তি

Ans: (B) আরোহ যুক্তি

 

  1. আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো – 

(A) বিশেষ বচন 

(B) সামান্য বচন

(C) সামান্য সংশ্লেষক বচন 

(D) বিশেষ বিশ্লেষক বচন 

Ans: (C) সামান্য সংশ্লেষক বচন

 

  1. আরোহ অনুমানের লক্ষণটি হলো— 

(A) সামান্যীকরণ 

(B) বিশেষীকরণ 

(C) সরলীকরণ

(D) কোনোটিই নয় 

Ans: (A) সামান্যীকরণ 

 

  1. আরোহ অনুমানের সমস্যাটি হলো – 

(A) বৈধতা 

(B) অবৈধতা

(C) আকারগত সত্যতা 

(D) সামান্যীকরণ

Ans: (D) সামান্যীকরণ

 

  1. আরোহ অনুমানের যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে না – 

(A) প্রযুক্তি সম্বন্ধ 

(B) যৌক্তিক সম্বন্ধ 

(C) কার্যকারণ সম্বন্ধ 

(D) বিজ্ঞানসম্মত সম্বন্ধ 

Ans: (A) প্রযুক্তি সম্বন্ধ

 

  1. বৈধতার বিষয়টি কোন অনুমানের বিষয় ? 

(A) সাদৃশ্য অনুমানের 

(B) আরোহ অনুমানের 

(C) অবরোহ অনুমানের 

(D) লৌকিক অনুমানের । 

Ans: (B) আরোহ অনুমানের

 

  1. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানে কীরূপ দৃষ্টান্তের গণনা করা হয় ? 

(A) পাঁচ থেকে দশটি দৃষ্টান্তের গণনা করা হয় 

(B) সমস্ত দৃষ্টাস্তের গণনা করা হয় । 

(C) কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয় 

(D) অসংখ্য দৃষ্টান্তের গণনা করা হয় । 

Ans: (C) কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয় 

  1. উপমা যুক্তি কত প্রকার ? 

(A) ২ প্রকার 

(B) ৪ প্রকার

(C) ৩ প্রকার 

(D) ৫ প্রকার ।

Ans: (A) ২ প্রকার

  1. উপমা যুক্তির সিদ্ধান্ত কী হবে ? 

(A) সম্ভাব্য 

(B) বৈধ

(C) অবৈধ 

(D) ভালো উপমা যুক্তি ।

Ans: (A) সম্ভাব্য

  1. সাদৃশ্য অনুমানকে বলা হয় – 

(A) সাদৃশ্য যুক্তি 

(B) উপমা যুক্তি

(C) সমযুক্তি 

(D) সুনিশ্চিত । 

Ans: (B) উপমা যুক্তি

  1. আরোহ অনুমানের লক্ষণ কোনটি ? 

(A) সিদ্ধান্তের প্রমাণ 

(B) প্রত্যক্ষের অতিক্রমণ

(C) অনুমান গঠন 

(D) যুক্তিবাক্যের প্রতিষ্ঠা । 

Ans: (B) প্রত্যক্ষের অতিক্রমণ

  1. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কীরূপ ? 

(A) সিদ্ধাস্তটি বৈধরূপে গণ্য 

(B) সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য 

(C) সিদ্ধান্তটি অবৈধরূপে গণ্য 

(D) সিদ্ধান্তটি নিশ্চিতরূপে গণ্য । 

Ans: (B) সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য

(A) সাদৃশ্যের সংখ্যা (C) ব্যক্তিগত বৈসাদৃশ্য 22. উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো – 

(A) সাদৃশ্যের সংখ্যা 

(B) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা 

(C) ব্যক্তিগত বৈসাদৃশ্য 

(D) ব্যক্তিগত সাদৃশ্য ৷ 

Ans: (A) সাদৃশ্যের সংখ্যা 

  1. লৌকিক আরোহ অনুমান বলা হয় – 

(A) উপমা যুক্তিকে 

(B) ন্যায় অনুমানকে 

(C) বৈজ্ঞানিক আরোহ অনুমানকে 

(D) অবৈজ্ঞানিক আরোহকে । 

Ans: (D) অবৈজ্ঞানিক আরোহকে

  1. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কী ? 

(A) অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানজী 

(B) পূর্ণ গণনামূলক আরোহ অনুমান 

(C) বৈসাদৃশ্যমূলক আরোহ অনুমান 

(D) সাদৃশ্যমূলক আরোহ অনুমান । 

Ans: (A) অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান

  1. প্রকৃতির একরূপতার অর্থ কী ? 

(A) বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন আচরণ 

(B) একই পরিবেশে একইরকম আচরণ 

(C) বিভিন্ন পরিবেশে একরকম আচরণ 

(D) একই পরিবেশে ভিন্ন রকম আচরণ ।

Ans: (B) একই পরিবেশে একইরকম আচরণ 

  1. আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো (A) বৈধতা 

(B) সামান্যীকরণ 

(C) অবৈধতা 

(D) আরোহমূলক লাফ । 

Ans: (B) সামান্যীকরণ 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 

  1. উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো । 

Ans: জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে । 

  1. পর্যবেক্ষণ কাকে বলে ?

Ans: বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে দেখাই হলো পর্যবেক্ষণ । 

  1. অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী ? 

Ans: অবাধ অভিজ্ঞতা । 

  1. উত্তম উপমা কাকে বলে ? 

Ans: যে উপমা যুক্তিতে উপমা বা সাদৃশ্য প্রাসঙ্গিক , তাকে বলে উত্তম উপমা যুক্তি । 

  1. কার্যকারণ নিয়ম কী ? 

Ans: প্রত্যেকটি কার্যেরই একটি নিয়ম আছে । 

  1. আরোহ অনুমান – সংক্রান্ত লাফ কাকে বলে ?

Ans: আরোহ অনুমানে বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান – সংক্রান্ত লাফ বলে । 

  1. উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান কাকে বলে ?

Ans: দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় , তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান । 8. ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও । 

Ans: যত বাঘ দেখেছি , তাদের সবক’টি মাংস খায় । সব বাঘ মাংসাশী । 

  1. মন্দ উপমা কাকে বলে ? 

Ans: যে উপমা যুক্তিতে সাদৃশ্য প্রাসঙ্গিক নয় , তাকে বলে মন্দ উপমা ৷ 

  1. আরোহ অনুমানের লক্ষণ কী ? 

Ans: আরোহ অনুমানের লক্ষণ হলো প্রত্যক্ষের অতিক্রমণ । 

  1. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী ? Ans: প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ বিধি । 
  2. প্রকৃতির একরূপতা নীতি কী ? 

Ans: যে নীতি অনুসারে , প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে , তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে । 

  1. উপমা যুক্তি কীরূপ বচন প্রতিষ্ঠা করে ? Ans: বিশেষ বচন প্রতিষ্ঠা করে উপমা যুক্তি । 
  2. উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও । 

Ans: রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে । রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে । .. যদুও কুইনাইন খেয়ে ভালো হবে ।