উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর

 সঠিক উত্তরটি নির্বাচন করো |

  1. ‘ সকল অ- S হয় P’– এই বচনটির বুলীয় ভাষ্য হলো- 

(A) SP = 0 

(B) S P = 0

(C) SP = 0  

(D) SP = 01 

Ans: (C) SP = 0

 

  1. ‘ সকল S হয় অ- P’– বচনটির বুলীয় রূপ হলো— 

(A) SP = 0 

(B) SP # 0 

(C) SP = 0 

(D) SP ≠ 01 

Ans: (D) SP ≠ 01

 

  1. ‘ কোনো কোনো অ- S নয় P ’ বচনটির বুলীয় ভাষ্য হলো- 

(A) SP ≠ 0

(B) SP ≠ 0

(C) SP # 0  

(D) SP = 01 

Ans: 

 

  1. ‘ কোনো অ- S নয় অ- P’- এই বচনটির বুলীয় ভাষ্য হলো- 

(A) SP = 0

(B) P = 0

(C) SP = 0

(D) S P = 0 

Ans: (D) S P = 0 

 

  1. কোনো কোনো অ- S হয় P ’ বচনটির বুলীয় ভাষ্য হলো—

(A) SP 0

(B) SP ≠ 0 

(C) SP 0

(D) SP # 01

Ans: (B) SP ≠ 0 

 

  1. I বচনের বুলীয় ভাষ্য হলো— 

(A) SP ≠ 0 

(B) S P = 0

(C) SP # 0 

(D) SP = 01 

Ans: (A) SP ≠ 0 

 

  1. শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হলো— 

(A) S = O 

(B) S #O 

(C) SP = O

(D) SP #O

Ans: (A) S = O

 

  1. বুলীয় ভাষ্য অনুযায়ী বৈধ বিরোধিতা হলো— 

(A) বিপরীত বিরোধিতা

(B) অধীন বিপরীত বিরোধিতা

(C) অসম বিরোধিতা

(D) বিরুদ্ধ বিরোধিতা 

Ans: (D) বিরুদ্ধ বিরোধিতা 

 

  1. যে শ্রেণির মধ্যে অন্তত একজন সদস্যের অস্তিত্ব আছে , তাকে বলা হয়— 

(A) শূন্য 

(B) অশূন্য

(C) পরিপূরক

(D) বিরুদ্ধ শ্রেণি

Ans: (B) অশূন্য

 

  1. বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই— 

(A) সামান্য বচনের 

(B) বিশেষ বচনের 

(C) সাপেক্ষ বচনের 

(D) নিরপেক্ষ বচনের 

Ans: (A) সামান্য বচনের

 

  1. পরিপূরক শ্রেণি বলতে বোঝায় – 

(A) নিঃশূন্য শ্রেণি 

(B) কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টির শ্রেণি 

(C) শূন্য শ্রেণি 

(D) কোনোটিই নয় ।

Ans: (B) কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টির শ্রেণি

 

  1. S = শূন্য শ্রেণি হলে এর প্রতীক রূপটি হবে – (A) S ≠ O 

(B) S = O 

(C) S = O 

(D) SP ≠ O 

Ans: (B) S = O 

 

  1. জর্জ বুল বলেন অস্তিত্বমূলক তাৎপর্য আসলে (A) বৈকল্পিক বাক্য 

(B) প্রাকল্পিক বাক্য 

(C) সংযৌগিক বাক্য 

(D) নিরপেক্ষ বাক্য ।

Ans: (B) প্রাকল্পিক বাক্য

 

  1. সকল S হয় P- এর বুলীয় ভাষ্যটি হলো – 

(A) S P = O 

(B) SP ≠ O 

(C) S #O 

(D) SP = O 

Ans: (D) SP = O

 

  1. নিঃশূন্য পদের উদাহরণ হলো— 

(A) ঘটত্ব 

(B) পক্ষীরাজ ঘোড়া

(C) মানুষ 

(D) কোনোটিই নয় ।

Ans: (B) পক্ষীরাজ ঘোড়া

 

  1. পরিপুরক শ্রেণি বলা হয় 

(A) মূল শ্রেণির বিরুদ্ধ শ্রেণিকে 

(B) মূল শ্রেণির সমার্থক শ্রেণিকে 

(C) মূল শ্রেণিকে 

(D) কোনোটিই নয় ।

Ans: (A) মূল শ্রেণির বিরুদ্ধ শ্রেণিকে

 

  1. SP = 0 এই বুলীয় লিপিটির বচনটি হলো 

(A) E 

(B) O 

(C) A 

(D) I

Ans: (A) E 

 

  1. অস্তিত্বমূলক তাৎপর্য হলো – 

(A) যার বাস্তব অস্তিত্ব থাকবে 

(B) যার বাস্তব অস্তিত্ব না – ও থাকতে পারে 

(C) যার বাস্তব অস্তিত্ব থাকবে না 

(D) কোনোটিই নয় । 

Ans: (A) যার বাস্তব অস্তিত্ব থাকবে

 

  1. SO- এর অর্থ হলো S শ্রেণি – 

(A) বচন 

(B) সদস্য 

(C) শূন্যগর্ভ নয় 

(D) শূন্যগর্ভ । 

Ans: (C) শূন্যগর্ভ নয়

 

  1. মানুষ কদাচিৎ সুখী – এর বুলীয় ভাষ্য কী ? 

(A) SP = O 

(B) SP ≠ O 

(C) S P = O 

(D) S P ≠ O 

Ans: (C) SP = 0

 

  1. বুলীয় লিপিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন – 

(A) জর্জ ভেন 

(B) অ্যারিস্টটল 

(C) IM কোপি 

(D) জর্জ বুল । 

Ans: (A) জর্জ ভেন 

 

  1. ভেনচিত্রের সমীকরণ চিহ্নটি হলো – 

(A) =

(B) – 

(C) ≠

(D) +

Ans: (A) =

 

  1. যুক্তিবিজ্ঞানী জর্জ বুলের ভাষ্যকে বলে – 

(A) বুলীয় লিপি 

(B) ভেনচিত্র

(C) নব্য যুক্তিবিজ্ঞান 

(D) প্রতীকী যুক্তিবিজ্ঞান । 

Ans: (A) বুলীয় লিপি

 

  1. বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস কী ? 

(A) বচন 

(B) বাক্য 

(C) বচনের গুণ ও পরিমাণ 

(D) বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ।

Ans: (D) বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ।

  1. মানুষ সাধারণত সুখী – এর বুলীয় ভাষ্য কী ? (A) SP = O 

(B) SP ≠ O 

(C) S P ≠ O 

(D) S P = O 

Ans: (B) SP ≠ O

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – বুলীয় ভাষা (সপ্তম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 

  1. শূন্য শ্রেণির দু’টি উদাহরণ দাও ।

Ans: পক্ষীরাজ ঘোড়ার শ্রেণি এবং মৎস্যকন্যার শ্রেণি ৷ 

  1. শূন্য শ্রেণির দু’টি উদাহরণ দাও ।

Ans: মানুষ , পাহাড় । 

  1. শূন্যগর্ভ শ্রেণি কাকে বলে ?

Ans: যে শ্রেণির অন্তর্ভুক্ত কোনো বস্তু যা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই , তাকে শূন্যগর্ভ শ্রেণি বলে । 

  1. অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে ? 

Ans: কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর ঘোষণা করা হয় , তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলা হয় । 

  1. A বচনের ভেনচিত্র কী ?

Ans: Aএর ভেনচিত্র হলো S P .

  1. E বচনের ভেনচিত্র কী ? 

Ans: E এর ভেনচিত্র হলো S P .

  1. I বচনের ভেনচিত্র কী ? 

Ans: I -এর ভেনচিত্র হলো S P .

  1. O বচনের ভেনচিত্র কী ? 

Ans: O এর ভেনচিত্র হলো SP 

  1. শূন্যগর্ভ শ্রেণির প্রথম প্রবক্তা কে ? 

Ans: জর্জ বুল । 

  1. S নামক শূন্য শ্রেণির ভেনচিত্র কী ? 

Ans: SO 

  1. অশূন্য বা সাত্ত্বিক শ্রেণি কাকে বলে ?

Ans: যে শ্রেণির অন্তর্গত অন্তত একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব আছে তাকে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণি বলে৷ 

  1. একক শ্রেণি কী ? 

Ans: যে শ্রেণিতে মাত্র একটি সদস্য বর্তমান , তাকে একক শ্রেণি বলে । 

  1. পরিপূরক শ্রেণি কাকে বলে ? 

Ans: মূল শ্রেণির বিরুদ্ধ শ্রেণিকে পরিপূরক শ্রেণি বলা হয় ৷ 

  1. কোন কোন বচন শূন্য বচন হিসেবে পরিচিত ? 

Ans: A ও E বচন বা সামান্য বচন দু’টি শূন্য বচন হিসেবে পরিচিত । 

  1. কোন কোন বচন অশূন্য বচন হিসেবে পরিচিত ?

Ans: I এবং O বচন বা বিশেষ বচন দু’টি অশূন্য বচন হিসেবে পরিচিত । 

  1. ‘ পক্ষীরাজ ঘোড়া ’ পদটি কোন শ্রেণিকে নির্দেশ করে ? 

Ans: শূন্য শ্রেণিকে । 

  1. ‘ ভালো গায়ক ’ পদটি কোন শ্রেণিকে নির্দেশ করে ?

Ans: অশূন্য শ্রেণিকে ।