উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর

 সঠিক উত্তরটি নির্বাচন করো |

  1. মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয়বাক্যটি হলো— 

(A) যৌগিক বচন 

(B) নিরপেক্ষ বচন

(C) সদর্থক বচন 

(D) প্রাকল্পিক বচন 

Ans: (B) নিরপেক্ষ বচন

 

  1. প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন ? 

(A) সিদ্ধান্ত

(B) অপ্রধান আশ্রয়বাক্য

(C) প্রধান আশ্রয়বাক্য 

(D) তৃতীয় আশ্রয়বাক্য । 

Ans: (C) প্রধান আশ্রয়বাক্য 

 

  1. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ দুটি হলো— 

(A) পূর্বগ ও অনুগ 

(B) উদ্দেশ্য ও বিধেয়

(C) সংযোগী ও বিকল্প 

(D) আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত ।

Ans: (A) পূর্বগ ও অনুগ 

 

  1. p অথবা q , ~ p / q’- এই যুক্তি আকারটি হলো – 

(A) বৈধ HS 

(B) বৈধ MP

(C) বৈধ MT 

(D) বৈধ DS

Ans: (D) বৈধ DS 

 

  1. হয় p না হয় q একটি— 

(A) নিরপেক্ষ বচন 

(B) বৈকল্পিক বচন

(C) যৌগিক বচন

(D) প্রাকল্পিক বচন ।

Ans: (B) বৈকল্পিক বচন

 

  1. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হলো— 

(A) নিরপেক্ষ বচন 

(B) বৈকল্পিক বচন

(C) স্ববিরোধী বচন 

(D) প্রকল্পিক বচন 

Ans: (A) নিরপেক্ষ বচন 

 

  1. Modus Ponens হলো – 

(A) বৈকল্পিক ন্যায়ের 

(B) আবর্তনের বৈধমূর্তি

(C) নিরপেক্ষ ন্যায়ের 

(D) প্রাকল্পিক ন্যায়ের ।

Ans: (D) প্রাকল্পিক ন্যায়ের ।

 

  1. যৌগিক যুক্তির অপর নাম হলো – 

(A) জটিল যুক্তি 

(B) মিশ্রযুক্তি

(C) নিরপেক্ষ যুক্তি 

(D) সাপেক্ষ যুক্তি ।

Ans: (B) মিশ্রযুক্তি

 

  1. Modus Tollens হলো – 

(A) বৈকল্পিক ন্যায়ের 

(B) বিবর্তনের বৈধমূর্তি

(C) নিরপেক্ষ ন্যায়ের 

(D) প্রাকল্পিক ন্যায়ের । 

Ans: (D) প্রাকল্পিক ন্যায়ের ।

 

  1. ‘ M.T ‘ এই বৈধমূর্তিটি হলো 

(A) বৈকল্পিক ন্যায়ের | 

(B) ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়েব

(C) প্রাকল্পিক ন্যায়ের

(D) কোনোটিই নয় ।

Ans: (B) ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়েব

 

  1. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটি 

(A) M.P নামে পরিচিত 

(B) C.D নামে পরিচিত

(C) M.T নামে পরিচিত

(D) D.S নামে পরিচিত । 

Ans: (D) D.S নামে পরিচিত । 

(B) বৈকল্পিক বচন 

  1. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটি হলো – 

(A) M.T 

(B) D.S 

(C) D.P 

(D) M.P. 

Ans: (B) D.S

 

  1. M.P- এর Full Form – 

(A) Modus Poens 

(B) Modus Ponens

(C) Modus Pons 

(D) সবক’টি ঠিক ।

Ans: (B) Modus Ponens

 

  1. M.T- এর Full Form 

(A) Modus Tolens 

(B) Model Tolens 

(C) Modus Tollens 

(D) Modus Tolenes . 

Ans: (C) Modus Tollens

 

  1. প্রাকল্পিক বচনে ‘ তবে ‘ – এর পরবর্তী অংশকে বলা হয় – 

(A) পূর্বগ

(B) বিকল্প 

(C) অনুগ

(D) কোনোটিই নয় । 

Ans: (C) অনুগ

 

  1. “ নিরপেক্ষ যুক্তির সব বচনই নিরপেক্ষ । ” – বিবৃতিটি হলো – 

(A) মিথ্যা 

(B) আপতিক 

(C) সত্য 

(D) সংশয়াত্মক । 

Ans: (C) সত্য

 

  1. M.P এই বৈধমূর্তিটি হলো – 

(A) বৈকল্পিক ন্যায়ের 

(B) গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের 

(C) নিরপেক্ষ ন্যায়ের 

(D) ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের । 

Ans: (B) গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের 

 

  1. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়মটি –

(A) M.T নামে পরিচিত 

(B) M.P নামে পরিচিত

(C) D.S নামে পরিচিত 

(D) C.D নামে পরিচিত ।

Ans: (B) M.P নামে পরিচিত ।

 

  1. সে বুদ্ধিমান অথবা বোকা ‘ । বচনটির দু’টি বিকল্প— 

(A) পরস্পর বিরুদ্ধ

(B) অনিশ্চিত

(C) অবিসংবাদী 

(D) বিসংবাদী । 

Ans: (D) বিসংবাদী

 

  1. ” নিবেদিতা শিক্ষিকা অথবা গায়িকা ‘ । এই বচনটি হলো 

(A) প্রাকল্পিক 

(B) বৈকল্পিক

(C) সামান্য 

(D) বিশেষ । 

Ans: (B) বৈকল্পিক

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (ষষ্ঠ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 

  1. M.P. বলতে কী বোঝো ?

Ans: এটা হলো পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করার নিয়ম । 

  1. M.T. বলতে কী বোঝো ? 

Ans: ভিতর এটা হলো অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করার নিয়ম । 

  1. প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মটি কী ? 

Ans: ভিতর প্রাকল্পিক বচনের পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয় । 

  1. অনুকল্প কাকে বলে ? 

Ans: প্রাকল্পিক বচনে ‘ তবে ’ বা ‘ তা হলে ’ -এর পরবর্তী অংশকে বলা হয় অনুগ বা অনুকল্প ৷ 

  1. প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কী কী ?

Ans: দু’টি অংশ – পূর্বগ ও অনুগ ৷ 

  1. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম উল্লেখ করো । 

Ans: অবিসংবাদী অর্থে – যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা না হলে বৈধ হয় । — বিসংবাদী অর্থে – যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে অস্বীকার করলে বৈধ হয় । 

  1. অনুগ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও । 

Ans: যদি মেঘ করে তবে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে … মেঘ করেছে । 

  1. বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও । 

Ans: মানুষটি জীবিত অথবা মৃত মানুষটি জীবিত . : . মানুষটি মৃত নয় । 

  1. পূর্বকল্প কাকে বলে ? 

( প্রাকল্পিক বচনে ‘ যদি ’ ( IF ) -এর পরবর্তী অংশকে বলা হয় পূবর্গ বা পূর্বকল্প ।

  1. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয় ?

Ans: প্রথম অংশকে পূর্বগ বলা হয় । 

  1. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয় ?

Ans: দ্বিতীয় অংশকে অনুগ বলা হয় । 

  1. ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ে কী দোষ ঘটে ?

Ans: পূর্বগ অস্বীকারজনিত দোষ । 

  1. বৈকল্পিক বচন কাকে বলে ?

Ans: যে সাপেক্ষ ন্যায়ের একটি আশ্রয়বাক্য বৈকল্পিক বচন , অপর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক বচন বলে । 

  1. বৈকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয় ? 

Ans: প্রথম অংশকে প্রথম বিকল্প বলা হয় । 

  1. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয় ?

Ans: প্রথম অংশকে দ্বিতীয় বিকল্প বলা হয় । 

  1. প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় নিয়মটি কী ? 

Ans: প্রাকল্পিক বচনের অনুগকে নিরপেক্ষ হেতুবাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয় । 

  1. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কোন বচন হয় ?

Ans: সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয় । 

  1. প্রাকল্পিক বচনের ‘ যদি – তবে ’ অংশটিকে কী বলা হয় ?

Ans: প্রাকল্পিক বচনের সংযোজক বলা হয় । 

  1. যদি মেঘ করে তবে বৃষ্টি হয় বৃষ্টি হয়নি .. মেঘ করেনি । এটি কী ধরনের যুক্তি ? 

Ans: অবৈধ প্রাকল্পিক যুক্তি । 

  1. যদি পরিশ্রম করো , তবে সফল হবে পরিশ্রম করেছে . : . সিদ্ধান্তটি কী হবে ? 

Ans: সফল হবে ।