উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর

 সঠিক উত্তরটি নির্বাচন করো |

  1. নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা— 

(A) পাঁচ 

(B) চার 

(C) তিন 

(D) দুই । 

Ans: (C) তিন 

 

  1. ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু | সিদ্ধান্তে থাকে না তার নাম হলো – 

(A) হেতুপদ 

(B) পক্ষপদ

(C) সাধ্যপদ

(D) এদের কোনোটিই নয় ।

Ans: (A) হেতুপদ 

 

  1. নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে—

(A) হেতুপদ 

(B) সাধ্যপদ

(C) পক্ষপদ 

(D) এদের কোনোটিই নয় । 

Ans: (B) সাধ্যপদ

 

  1. নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো— 

(A) পাঁচ 

(B) চার 

(C) তিন 

(D) দুই । 

Ans: (B) চার 

 

  1. ন্যায়ের প্রথম সংস্থানে প্রধান আশ্রয়বাক্যে হেতুপদের অবস্থান হয় 

(A) যে – কোনো স্থানে 

(B) অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে 

(C) বিধেয় স্থানে 

(D) উদ্দেশ্য স্থানে । 

Ans: (D) উদ্দেশ্য স্থানে । 

 

  1. নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা— 

(A) 19 টি 

(B) 304 টি 

(C) 256 টি 

(D) 16 টি । 

Ans: (A) 19 টি

 

  1. নিরপেক্ষ ন্যাযের প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা— 

(A) সাতটি 

(B) ছয়টি 

(C) পাঁচটি 

(D) চারটি । 

Ans: (D) চারটি ।

 

  1. AOO মূর্তিটি বৈধ হয়— 

(A) চতুর্থ সংস্থানে 

(B) তৃতীয় স্থানে 

(C) দ্বিতীয় সংস্থানে 

(D) প্রথম সংস্থানে ।

Ans: (C) দ্বিতীয় সংস্থানে

 

  1. ‘ FESAPO ‘ মূর্তিটি বৈধ হয় -সংস্থানে । 

(A) চতুর্থ 

(B) তৃতীয় 

(C) দ্বিতীয় 

(D) প্রথম । 

Ans: (A) চতুর্থ 

(B) তৃতীয় সংস্থানে । – 

  1. ‘ DIMARIS ‘ মূর্তিটি বৈধ হয় – 

(A) তৃতীয় সংস্থানে 

(B) চতুর্থ সংস্থানে

(C) প্রথম সংস্থানে 

(D) দ্বিতীয় সংস্থানে ।

Ans: (B) চতুর্থ সংস্থানে 

 

  1. কোনো নিরপেক্ষ ন্যায়ানুমানের আশ্রয়বাক্য দুটিতে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয় , তবে ন্যায়টিতে যে দোষ ত হলো – 

(A) অবৈধ পক্ষ দোষ

(B) অবৈধ সাধ্য দোষ

(C) চতুষ্পদী দোষ

(D) অব্যাপ্য হেতু দোষ ।

Ans: (D) অব্যাপ্য হের দোষ

 

  1. FESTION হলো – 

(A) তৃতীয় 

(B) দ্বিতীয় 

(C) প্রথম

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

Ans: (B) দ্বিতীয়

 

  1. নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো 

(A) ৩ 

(B) ৬ 

(C) ২ 

(D) 8

Ans: (D) 8

 

  1. DARAPTI হলো— 

(A) তৃতীয় 

(B) দ্বিতীয়

(C) প্রথম 

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

Ans: (A) তৃতীয়

 

  1. DISAMIS হলো 

(A) তৃতীয় 

(B) দ্বিতীয়

(C) প্ৰথম 

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

Ans: (A) তৃতীয়

 

  1. DIMARIS হলো 

(A) তৃতীয় 

(B) চতুর্থ

(C) প্ৰথম 

(D) দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি ।

Ans: (B) চতুর্থ

 

  1. FESAPO হলো 

(A) তৃতীয় 

(B) দ্বিতীয়

(C) প্ৰথম 

(D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

Ans: (D) চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ।

 

  1. BOCABDO হলো 

(A) তৃতীয় 

(B) চতুর্থ

(C) প্রথম 

(D) দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি ।

Ans: (A) তৃতীয়

 

  1. ন্যায় অনুমানে চারটি পদ থাকলে – 

(A) সাধ্য দোয 

(B) পক্ষ দোষ

(C) চারিপদঘটিত দোষ 

(D) বৈধ দোষ ।

Ans: (C) চারিপদঘটিত দোষ

 

  1. নিরপেক্ষ ন্যায়ে নিয়ম আছে – 

(A) ১২ টি 

(B) ৮ টি 

(C) ১০ টি 

(D) ১৬ টি ।

Ans: (C) ১০ টি 

 

  1. ন্যায় অনুমানে পক্ষপদ যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় , তাহলে হয় – 

(A) অবৈধ সাধ্য দোষ

(B) অবৈধ হেতু দোষ 

(C) অবৈধ পক্ষ দোষ

(D) কোনোটিই নয় ৷ 

Ans: (C) অবৈধ পক্ষ দোষ

 

  1. নিরপেক্ষ ন্যায়ের দু’টি আশ্রয়বাক্য নঞর্থক হলে যে দোষ ঘটে তা হলো – 

(A) সাধ্য দোষ

(B) অবৈধ দোষ 

(C) পক্ষ দোষ

(D) নঞর্থক আশ্রয়বাক্যজনিত দোষ । 

 

রচনাধর্মী প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 

নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখো । 

  1. নিরপেক্ষ ন্যায় সংস্থান । 

Ans: হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন আকার হয় , তাকে ন্যায়ের সংস্থান বলে । সংস্থান চার প্রকার- 

( ক ) প্রথম সংস্থান , ( খ ) দ্বিতীয় সংস্থান , ( গ ) তৃতীয় সংস্থান এবং ( ঘ ) চতুর্থ সংস্থান । 

( ক ) প্রথম সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান M আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে , তাকে প্রথম সংস্থান বলে । প্রথম সংস্থানের চারটি মূর্তি থাকে – ( i ) BARBARA ( ii ) CELARENTS . – ( iii ) DARII ( iv ) FERIO 

( খ ) দ্বিতীয় সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান P. ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যে বিধেয় স্থানে উপস্থিত থাকে , তাকে দ্বিতীয় সংস্থান বলে । 

 ( i ) CESARE ( ii ) CAMESTRES s ( iii ) FESTINO ( iv ) BAROCO 

( গ ) তৃতীয় সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য স্থানে উপস্থিত থাকে , তাকে তৃতীয় সংস্থান বলে । ( i ) DARAPTI ( ii ) DATISI ( iii ) FELAPTON ( iv ) FERISON ( v ) DISAMIS ( vi ) BOCARDO 

( ঘ ) চতুর্থ সংস্থান : যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে , তাকে চতুর্থ সংস্থান বলে । ( i ) BRAMANTIP ( ii ) CAMENES ( iii ) DIMARIS ( iv ) FESAPO ( v ) FRESISON 

  1. অব্যাপ্য হেতু দোষ । 

Ans: ন্যায়ের তৃতীয় নিয়ম অনুযায়ী হেতুপদকে কোনো আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে । যদি প্র : এবং অপ্র : উভয় আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় , তবে ZA যে দোষের উৎপত্তি ঘটে , তাকে অব্যাপ্য হেতুদোষ বলে । যেমন— 

প্র : আ : → যোগী হয় বিপ্লবী (A) 

অপ্র : আ : → অরবিন্দ হয় বিপ্লবী (A) 

সিদ্ধান্ত : অরবিন্দ হয় যোগী (A)

ন্যায়ের তৃতীয় নিয়ম অনুযায়ী হেতুপদকে যেকোনো আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে । 

কিন্তু উক্ত অনুমানে হেতুপদ বিপ্লবী প্র : আশ্রয়বাক্যে A বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি । আর অপ্র : আশ্রয়বাক্যে A বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপা হয়নি । কাজেই অনুমানটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট । 

  1. প্রশ্ন : অবৈধ পক্ষদোষ । 

Ans: A – সকল মানুষ হয় জীব যারা ভুল করে ( প্রধান যুক্তিবাক্য ) – 

 সকল মানুষ হয় প্রাণী ( অপ্রধান যুক্তিবাক্য ) 

 : . A – সকল প্রাণী হয় জীব যারা ভুল করে । ( সিদ্ধান্ত ) 

বিচার : উপরিউক্ত যুক্তিটি অবৈধ । কেননা ন্যায়ের চতুর্থ নিয়মে বলা হয়েছে , যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হতে পারে না । কিন্তু এক্ষেত্রে অপ্রধান যুক্তিবাক্যের পক্ষপদ ‘ প্রাণী ’ A বচনের বিধেয় স্থানে থাকায় পদটি ব্যাপ্য হয়নি । কিন্তু সিদ্ধান্তের পক্ষপদ ‘ প্রাণী ’ A বচনের উদ্দেশ্য এখানে থাকায় পদটি ব্যাপ্য হয়েছে ফলে এক্ষেত্রে ন্যায়ের চতুর্থ নিয়মটি মান্য করা হয়নি । ফলে যুক্তিটিতে অবৈধ পক্ষদোষ ঘটেছে । 

  1. অবৈধ সাধ্য দোষ 

Ans: ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় , সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না । যদি কোনো ন্যায় অনুমানে সাধ্যপদ প্র : আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় , তবে যে দোষের উৎপত্তি হয় তাকে অবৈধ সাধ্য দোষ বলে ৷ 

যেমন- ব্রজেন্দ্র শীল বিখ্যাত দার্শনিক ছিলেন । হিরালাল হালদার ব্রজেন্দ্রনাথ শীল নন । সুতরাং তিনি বিখ্যাত দার্শনিক নন । 

প্র : আ : → ব্রজেন্দ্রনাথ শীল হন বিখ্যাত দার্শনিক (A) 

অপ্র : আ : → কোনো হিরালাল হালদার নন ব্রজেন্দ্র শীল ( E ) 

সিদ্ধান্ত → কোনো হিরালাল হালদার নন বিখ্যাত দার্শনিক ( E ) | 

ব্যাখ্যা ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় , সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না । 

কিন্তু উক্ত অনুমানটিতে সাধ্যপদ বিখ্যাত দার্শনিক প্র : আশ্রয়বাক্যে A বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি । ঐ পদ সিদ্ধাস্তে E বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে । সুতরাং অনুমানটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট ।