উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর

 সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer :

  1. বচনের বিরোধানুমান হলো একপ্রকার 

(A) ন্যায় অনুমান 

(B) মাধ্যম অনুমান 

(C) যৌগিক যুক্তি 

(D) অমাধ্যম অনুমান । 

Ans: (D) অমাধ্যম অনুমান । 

 

  1. একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়— 

(A) অসম বিরোধিতা 

(B) বিরুদ্ধ বিরোধিতা 

(C) বিপরীত বিরোধিতা 

(D) অধীন বিপরীত বিরোধিতা । 

Ans: (C) বিপরীত বিরোধিতা 

 

  1. যদি A বচন মিথ্যা হয় , তবে এর বিপরীত বিরোধী E বচনের সত্যমূল্য হবে— 

(A) অনিশ্চিত 

(B) স্ববিরোধী ) 

(C) মিথ্যা

(D) সত্য । 

Ans: (A) অনিশ্চিত

 

  1. বচন সত্য হলে I বচন হবে 

(A) মিথ্যা 

(B) সত্য 

(C) অনিশ্চিত 

(D) নিশ্চিত । 

Ans: (C) অনিশ্চিত

 

  1. একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট . বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে । 

(A) A , I 

(B) A , E 

(C) E , O 

(D) I , O 

Ans: (B) A , E

 

(C) বিপরীত বিরোধিতা (D) অধীন বিপরীত বিরোধিতা । 

  1. একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে 

(A) অসম বিরোধিতা

(B) বিরুদ্ধ বিরোধিতা

(C) বিপরীত বিরোধিতা

(D) অধীন – বিপরীত বিরোধিতা 

Ans: (D) অধীন – বিপরীত বিরোধিতা 

 

  1. প্রশ্নঃ একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট এবং O বচন হলো পরস্পরের– 

(A) অধীন বিপরীত বিরোধিতা

(B) বিরুদ্ধ বিরোধিতা

(C) বিপরীত বিরোধিতা 

(D) অসম বিরোধিতা ।

Ans: (A) অধীন বিপরীত বিরোধিতা

 

  1. অধীন বিপরীত বিরোধিতা হয় – 

(A) I এবং O বচনের মধ্যে 

(B) E এবং I বচনের মধ্যে 

(C) A এবং O বচনের মধ্যে 

(D) A এবং E বচনের মধ্যে । 

Ans: (A) I এবং O বচনের মধ্যে 

 

  1. যদি A বচন মিথ্যা হয় তবে O বচন হবে – 

(A) মিথ্যা 

(B) স্ববিরোধী

(C) অনিশ্চিত 

(D) সত্য ।

Ans: (D) সত্য ।

 

  1. যদি A বচন মিথ্যা হয় , I তবে বচনের সত্যমূল্য হবে— 

(A) মিথ্যা 

(B) অনিশ্চিত 

(C) স্ববিরোধী 

(D) সত্য ।

Ans: (A) মিথ্যা 

 

  1. O বচন সত্য হলে A বচন হবে – 

(A) সত্য 

(B) অনিশ্চিত 

(C) মিথ্যা 

(D) কোনোটিই নয় । 

Ans: (D) কোনোটিই নয় ।

 

  1. বচন মিথ্যা হলে A বচন হবে – — 

(A) মিথ্যা 

(B) অনিশ্চিত 

(C) সত্য 

(D) নিশ্চিত । 

Ans: (B) অনিশ্চিত

 

  1. O বচন সত্য হলে E বচন হবে – 

(A) সত্য 

(B) অনিশ্চিত 

(C) মিথ্যা 

(D) কোনোটিই নয় ।

Ans: (B) অনিশ্চিত 

 

  1. O বচন মিথ্যা হলে I বচন হবে – 

(A) মিথ্যা 

(B) সত্য 

(C) অনিশ্চিত 

(D) নিশ্চিত । 

Ans: (B) সত্য 

 

  1. I বচন মিথ্যা হলে A বচন হবে – 

(A) সত্য

(B) অনিশ্চিত

(C) মিথ্যা

(D) কোনোটিই নয় ।

Ans: (C) মিথ্যা

 

  1. I বচন সত্য হলে E বচন হবে – – 

(A) মিথ্যা

(B) অনিচ্ছিত 

(C) সত্য

(D) কোনোটিই নয় ।

Ans: (A) মিথ্যা

 

  1. E বচনের অতিবিষম বচন কানটি ? 

(A) A বচন

(B) O বচন

(C) I বচন

(D) কোনোটিই নয় ।

Ans: (A) A বচন

 

  1. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট প্রশ্ন : প্রশ্ন : ( এবং O বচন হলো পরস্পরের 

(A) অসম বিরোধী 

(B) বিপরীত বিরোধী

(C) অধীন বিপরীত বিরোধী 

(D) কোনোটিই নয়

Ans: (C) অধীন বিপরীত বিরোধী 

 

  1. A বচন সত্য হলে I বচন হবে – 

(A) মিথ্যা 

(B) নিশ্চিত 

(C) অনিশ্চিত 

(D) সত্য । 

Ans: (D) সত্য ।

 

  1. A বচন মিথ্যা হলে I বচন হবে – 

(A) সত্য 

(B) মিথ্যা 

(C) অনিশ্চিত

(D) কোনোটিই নয় ।

Ans: (C) অনিশ্চিত

 

  1. E বচন সত্য , A বচন হবে – 

(A) অনিশ্চিত 

(B) মিথ্যা 

(C) সত্য 

(D) নিশ্চিত । 

Ans: (B) মিথ্যা

 

  1. E বচন মিথ্যা হলে A বচন হবে – 

(A) মিথ্যা 

(B) সত্য 

(C) অনিশ্চিত

(D) কোনোটিই নয় । 

Ans: (C) অনিশ্চিত

 

  1. E বচন সত্য হলে O বচন হবে – 

(A) মিথ্যা 

(B) নিশ্চিত 

(C) সত্য 

(D) অনিশ্চিত । 

Ans: (C) সত্য 

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – বচনের বিরোধিতা (তৃতীয় অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 

  1. বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ?

Ans: দু’টি বচনের উদ্দেশ্য ও বিধেয় এক হয়েও গুণ ও পরিমাণ উভয় দিক থেেকে যদি একটি বচনের বিরোধ দেখা যায় তবে তাদের সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতার সম্পর বলা হয় । 

  1. বচনের বিরোধিতা কয় প্রকার ? 

Ans: বচনের বিরোধিতা চার প্রকার । 

  1. তর্কবিদ্যায় দু’টি সমজাতীয় বচন কী হবে ?

Ans: উদ্দেশ্য ও বিধেয় এক হবে । 

  1. বচনের বিরোধিতার জন্য কোন বচনের প্রয়োজন ? 

Ans: নিরপেক্ষ বচন । 

  1. বিরুদ্ধ বিরোধিতার একটি উদাহরণ দাও ।

Ans: বিরুদ্ধ বিরোধিতার একটি উদাহরণ হলো- A- সকল শিক্ষক হয় জ্ঞানী । O – কোনো কোনো শিক্ষক নয় জ্ঞানী । 

  1. বচনের বিরুদ্ধ বচন কোনটি ? 

Ans: E বচন হলো I বচনের বিরুদ্ধ বচন । 

  1. অসম বিরোধিতায় কীরূপ পার্থক্য দেখা যায় ?

Ans: পরিমাণের পার্থক্য দেখা যায় । 

  1. অ্যারিস্টটল কী স্বীকার করেননি ?

Ans: যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল অসম বিরোধিতাকে বিরোধিতা বলে স্বীকার করেনি ।

  1. বচনের বিরোধিতার জন্য দু’টি বচনের উদ্দেশ্য ও বিধেয় কেমন ? 

Ans: বচন দু’টির উদ্দেশ্য ও বিধেয় একই থাকে । 10. A বচনের বিরুদ্ধ বচন কোনটি ? 

O বচন হলো A বচনের বিরুদ্ধ বচন । 

  1. অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলা হয় না কেন ? 

Ans: যে দু’টি বচনের মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক হয় , সেগুলি একসঙ্গে সত্য হতে পারে আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে । সেজন্য অসম বিরোধিতা প্রকৃত বিরোধিতা নয় । 

  1. প্রশ্ন বিপরীত বিরোধিতা কাকে বলে ? 

Ans: একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত দু’টি সার্বিক বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে , তাহলে ওই দু’টি বচনের একটিকে অন্যটির বিপরীত বচন বলে এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। 

  1. বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও ।

Ans: বিপরীত বিরোধিতার একটি উদাহরণ হলো— A- সকল মানুষ হয় মরণশীল । E- কোনো মানুষ নয় মরণশীল । 

  1. কোন কোন বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় ? 

Ans: A ও E বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় । 

  1. বচনের বিরোধিতায় কীরূপ পার্থক্য দেখা যায় ? 

Ans: গুণ ও পরিমাণের পার্থক্য দেখা যায় । 

  1. বচনের বিরোধিতার একটি উদাহরণ দাও । Ans: বচনের বিরোধিতার উদাহরণ হলো— সকল মানুষ হয় মরণশীল (A) কোনো মানুষ নয় মরণশীল ( E ) .
  2. তর্কবিদ্যায় বিরোধিতার অর্থ কী ? 

Ans: চিত্তর তর্কবিদ্যায় বিরোধিতার অর্থ হলো বচনের বিরোধিতা । 

  1. বচনের বিরোধিতা কাকে বলে ? 

Ans: যদি দু’টি বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকে , কিন্তু তাদের মধ্যে গুণ ও পরিমাণ উভয় দিক থেকেই পার্থক্য থাকে তাহলে বচন দু’টির পারস্পরিক সম্বন্ধকে বলে বচনের বিরোধিতা । 

  1. দু’টি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয় ? 

Ans: বিপরীত বিরোধিতার । 

  1. অসম বিরোধিতা কাকে বলে ? 

Ans: দু’টি বচন গুণের দিক থেকে এক হয়েও যদি পরিমাণের দিক থেকে ভিন্ন হয় তবে উভয় গুণের মধ্যবর্তী সম্পর্ককে অসম বিরোধিতা বলা হয় ৷ 

  1. দু’টি বিশেষ বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয় ?

Ans: অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় । 

  1. অসম বিরোধিতার বৈশিষ্ট্য লেখো । 

Ans: উত্তর যদি সামান্য বচনটি সত্য হয় তাহলে তার অনুরূপ বিশেষ বচনটি সত্য হবে । আর যদি বিশেষ বচনটি মিথ্যা হয় তবে সামান্য বচনটি মিথ্যা হবে । 

  1. যে দু’টি বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ গড়ে ওঠে সেগুলি কী ? 

Ans: A – I অথবা E – O বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ গড়ে ওঠে । 

  1. অসম বিরোধিতায় কোন বচনটিকে অতিবর্তী বলা হয় ?

Ans: অসম বিরোধিতায় যে বচনটির পরিমাণ সার্বিক সেই বচনটিকে অতিবর্তী বলে । 

  1. অসম বিরোধিতায় কোন বচনটিকে অনুবর্তী বলে ? 

Ans: অসম বিরোধিতায় যে বচনটির পরিমাণ বিশেষ সেই বচনটিকে অনুবর্তী বলে । 

  1. বচনের বিরোধিতার প্রকারভেদ কী কী ? 

Ans: 1. বিপরীত বিরোধিতা 2. বিরুদ্ধ বিরোধিতা 3. অধীন বিপরীত বিরোধিতা 4. অসম বিরোধিতা ।

  1. বচনের বিরোধিতার জন্য ক’টি বচন প্রয়োজন ?

Ans: বচনের বিরোধিতার জন্য দু’টি নিরপেক্ষ বচন প্রয়োজন ৷