উচ্চমাধ্যমিক বাংলা – ধ্বনিতত্ত্ব (ভাষা) প্রশ্ন ও উত্তর

 MCQ সঠিক উত্তরটি নির্বাচন করো |

  1. বাংলার ধ্বনির সংখ্যা – 

(A) ৫ 

(B) ৭

(C) ৯

(D) ১১

Ans: (B) ৭

 

  1. নীচের কোনটি বাগযন্ত্রের অন্তভুক্ত নয় ?

(A) কণ্ঠ

(B) তালু

(C) দন্ত

(D) মস্তক

Ans: (D) মস্তক

 

  1. পর্শিক ধ্বনি বলা হয় – 

(A) ম

(B) র

(C) ল

(D) শ

Ans: (C) ল

 

  1. তাড়িত অল্পপ্রাণ ধ্বনিটি – 

(A) র

(B) ড়

(C) ল

(D) শ

Ans: (B) ড়

 

  1. ‘ ল ‘ ধ্বনিটি – 

(A) কম্পিত ধ্বনি 

(B) নস্যিক ধ্বনি 

(C) উষ্ম ধ্বনি 

(D) পর্শিক ধ্বনি

Ans: (D) পর্শিক ধ্বনি

 

  1. বাংলায় অর্ধ স্বরধ্বনি হলো – 

(A) ২ টি

(B) ৩ টি

(C) ৪ টি 

(D) ৫ টি 

Ans: (C) ৪ টি

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর উচ্চমাধ্যমিক বাংলা – ধ্বনিতত্ত্ব (ভাষা) প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer :

  1. মৌলিক স্বরধ্বনি কাকে বলে ? একটি উদাহরণ দাও । 

Ans: যে স্বরধ্বনিকে ভাঙা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে । বাংলায় ১১ টি স্বরধ্বনির মধ্য ৭ টি স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয় । উদাহরণ— ‘ অ ‘ , ‘ আ ‘ , ‘ ই ‘ , ‘ উ ’ , ‘ এ ’ এবং ‘ ও ’ | 

  1. ধ্বনি ও বর্ণের পার্থক্য কী ? 

Ans: বাগ্যন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তা হলো ধ্বনি । অন্যদিকের ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ । 

  1. ঘোষীভবন কাকে বলে ? 

Ans: কোনো কোনো সময় অঘোষধ্বনি উচ্চারণকালে ঘোষধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় , একে ঘোষীভবন বলে । যেমন- কাক > কাগ , শাক > শাগ । 

  1. লোক নিরুত্তি কাকে বলে ? উদাহরণ দাও ।

Ans: দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদানপ্রদানের ফলে কোনো একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয় , ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে তাকে লোক নিরুক্তি বলে । যেমন— আর্মচেয়ার > আরামচেয়ার । 

রচনাধর্মী প্রশ্নোত্তর উচ্চমাধ্যমিক বাংলা – ধ্বনিতত্ত্ব (ভাষা) প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer :

  1. উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও।

Ans: শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটলে তাকেই গুচ্ছধ্বনি বলে । লক্ষ্যণীয় এ ক্ষেত্রে গুচ্ছধ্বনি ভুক্ত ব্যঞ্জনগুলি সব সময়েই আলাদা দলভুক্ত হয় । প্রথমটি পূর্ববর্তী দলে এবং শেষেরটি পরবর্তী দলে যায় । যেমন অবস্থা > অ বস . থা – এখানে গুচ্ছধ্বনির ‘ স্ ’ পূর্ববর্তী ‘ ব ’ এর সঙ্গে যুক্ত হয়ে গেছে আর ‘ থ ‘ পরবর্তী স্বরধনি ‘ আ ’ এর সঙ্গে যুক্ত হয়ে অন্য একটি দল গড়েছে । প্রায় দুশোটির বেশি গুচ্ছধ্বনি বাংলা ভাষায় আছে । এরকম গুচ্ছধ্বনির উদাহরণ হলো- শব্দ , আশ্চর্য ইত্যাদি । 

  অন্যদিকে ব্যঞ্জনধ্বনির একত্র সমাবেশ যদি শব্দের শুরুতে হয় তাকে বলে যুক্তধ্বনি । যুক্তধ্বনির সঙ্গে গুচ্ছধ্বনির প্রধান পার্থক্য হলো যুক্তধ্বনি তুই ব্যঞ্জনগুলি কখনোই আলাদা দলে বিভাজিত হয় না । প্র , ত্রু , স্ত , দ্র- এরকম ২৮ টি যুক্ত ধ্বনি বাংলায় আছে ।